Gold Price:- বিয়ের মরশুম চলছে, চলতি সময় সোনার বাজারের দিকে প্রতিনিয়ত নজর রাখছেন সাধারণ ক্রেতারা । গত সপ্তাহ ধরে সোনা ও রুপোর দামে ওঠানামার পরিস্থিতি চলছিল । তবে বিগত সপ্তাহ গুলিতে সোনার দামে কিছুটা স্বস্তি পেল আজ পুনরায় বৃদ্ধি পেয়েছে প্রতি ভরি সোনার দামে ।
তাই এই বাজারের মাঝে আপনি যদি সোনা ও রুপো কিনতে চান তাহলে জয়পুর সরফা বাজারের সহ কলকাতার প্রতি ভরি সোনার দামে গত সপ্তাহের তুলনায় কত টাকা ফারাক হয়েছে জেনে নিন ।
* জয়পুর স্বর্ফা বাজারে সোনার দামে কত টাকা বৃদ্ধি পেয়েছে ?
জয়পুর স্বর্ফা বাজারে আজ প্রতি ভরি সোনার দামে প্রায় 200 টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে প্রতি 10 গ্রাম সোনার দাম 78,400 টাকা পৌঁছেছে । এছাড়াও অন্যান্য রকমের 10 গ্রাম সোনার দামে 73,200 টাকা পর্যন্ত পৌঁছেছে । যেখানে কত বছর কত সপ্তাহের তুলনায় 200 টাকা প্রতি ভরিতে বৃদ্ধি পেয়েছে । সোনার দামের পাশাপাশি রুপোর দামেও ব্যাপক স্বস্তি দেখা দিয়েছে যেখানে আজ প্রতি কেজি সোনা 93,100 টাকা করে বিক্রি হচ্ছে ।
অর্থনৈতিক বাজারের স্বর্ণ ব্যবসায়ী পূর্ণমল সোনি জানান, চলতি বছরের বিয়ের মরশুমে সস্তা ও হালকা ওজনের গয়নার ওপর অধিক চাহিদা পেয়েছে অর্থাৎ 14 ক্যারেট ও 18 ক্যারেট সোনার দাম । তিনি বলেন, সোনার দামে বৃদ্ধির কারণে মধ্যবিত্ত গ্রাহকরা হালকা ওজনের গয়নায় বেশি ক্রয় করছেন, অপরদিকে দামি ও উন্নত মানের ডিজাইনের গয়না এ সময় খুব কম চলছে ।
আরও জানুন:- বিয়ের মরশুমে সোনার দামে ব্যাপক স্বস্তি! আজ ভারতের বাজারে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম কত জেনে নিতে!
* সোনা ও রুপোর দামে বৃদ্ধির পেছনে কারণ কী ?
দেশের অর্থনৈতিক বাজারের সোনা ও রুপোর দাম বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞ জুয়েলারি ব্যবসায়িক পূর্ণমূল সোনি বলেন, সাধারণত সোনার দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি নির্ভর করে । যার কারণে সোনা ও রুপোর দামের মূল্য বৃদ্ধি পেয়েছে । এছাড়াও অন্যদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ডলারের মূল্য হ্রাস পায় ঠিক তখনই দেশের বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ ও রুপো ক্রয়ের পরিমাণও বৃদ্ধি পায় । যার ফলে দেশীয় বাজারগুলোতে সোনা ও রুপোর দামের প্রতিনিয়ত ওঠা-নামা চলছে ।
সোনা ও রুপার দামের বৃদ্ধি নিয়ে তিনি আরোও বলেন, চলছে বিয়ের মরশুম । এছাড়াও বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ ক্রয়ের প্রতি ঝোঁকও বেড়েছে । যার জন্য এই বৃদ্ধি দেখা দিয়েছে । অপরদিকে বেশ কয়েকটি দেশের অর্থনৈতিক সংকটের কারণে সোনা ও রূপো জয় করাকে স্থিতিশীল হিসেবে মনে করছেন ।তাই, এই উন্নত দেশগুলিতে বাজারে সোনার চাহিদা বাড়ছে ।
আরও পড়ুন:- “22 নভেম্বর,শুক্রবার- 24 ক্যারেট, 22 ক্যারেট ও 18 ক্যারেট সোনার দামে ভারতে কী পরিবর্তন এসেছে?”