Syria:- মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধীদের মাত্র 12 দিনের মধ্যে বাসার আল আসাদের বিমুর্ত পরাজয় আন্তর্জাতিক আন্তর্জাতিক মহলে আশঙ্কা সৃষ্টি করেছে । এরপর গত 8 ডিসেম্বর সরকার বিরোধী বিদ্রোহীরা সিরিয়া রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ আনার পর পদত্যাগ করে দেশ থেকে পলাতন করেন । তার পদত্যাগ সামলানোর জন্য মোহাম্মদ আল জালালি জনগণের মনকে আশ্বাস দেওয়ার জন্য পরবর্তী প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন ।
মূলত সিরিয়া রাজ্যে আসাদ পরিবারের রাজত্ব বিগত শতাব্দি সত্তরের দশক থেকেই শুরু হয়ে আসছিল । বিগত 24 বছর ধরে তিনি সিরিয়ার রাজ্যটিকে শাসন করে আসছিলেন । এরপর আসাদের পতনে গতকাল 9 ডিসেম্বর সিরিয়ার বেশ কিছু রাজ্যে, যেমন কি তুরস্ক, জর্ডান ও লোবানন সহ বিদ্রোহী পক্ষরা আনন্দ প্রকাশ করেন ।
তবে তার এই ঘটনার পেছনে একমাত্র কারণ হিসেবে সেই দেশের হায়াত তাহরীর আল-শামের নেতা আবু মোহাম্মদ আল-জুলানি ছিলেন । আল-জোলানি সিরিয়ার গৃহযুদ্ধের একজন বিশিষ্ট এবং বিতর্কিত ব্যক্তি ছিলেন । যার জন্য মার্কিন সরকার তার মাথার জন্য 10 মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার দাবি করেন । বাংলাদেশে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ চুক্তি বাতিল !” আদৌ কী ভারতের ইন্টারনেটে এর প্রভাব পড়বে? না জানলে মিস করবেন …
তবে আসাদের পদত্যাগের পর জোলানির সিরিয়া দখলে মার্কিন যুক্তরাষ্ট্রের 10 মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা বর্তমানে উভয় দেশের আইনজীবীদের কাছে নানান যুক্তি তর্কের প্রকাশ পায় ।
আইনজীবী মিডল ইস্ট আই বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের আইনজীবীরাও 2013 সাল থেকেই জোলানিকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছিলেন । এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মিলিশিয়া দলকে 2018 সালে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং তার মাথার জন্য 10 মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিলেন ।
এরপর দীর্ঘ কয়েক বছর ধরেই জোলানি, ডোনাল্ড ট্রাপ সহ দেশের অন্যান্য আইনজীবীদের করা কটাক্ষ মন্তব্যের বিরুদ্ধে তাকে নিষিদ্ধ তালিকা থেকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন । কিন্তু তার এই আহ্বান পড়েই থাকে ।
চিন্ময় দাসের পক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর আসল কারণ জানেন কী ?