Gold Price Reduce:- একদিকে চলছে বিয়ের মরশুম অপরদিকে সোনার বাজারে স্বস্তি । তাই এরই মাঝে অনেকেই এক-আধটু সোনা কেনার জন্য আগ্রহী হয়ে থাকেন । তা সে নিজের বা বাড়ির লোকের জন্যই হোক কিংবা কোন অনুষ্ঠানে উপহার হিসেবেই হোক ।
কারণ এই মরশুমে বেশিরভাগ ক্ষেত্রেই ক্রেতাদের হলুদ সোনার ক্রয়ের প্রতি চাহিদা থাকে । তাই আসুন জেনে নেওয়া যাক, আজ শনিবার 14 ডিসেম্বর দেশের শহর গুলিতে প্রতি গ্রাম হলমার্ক সোনার দাম কত হয়েছে ।
* কলকাতায় আজ প্রতি গ্রাম হলমার্ক সোনার দাম কত হয়েছে?
– কলকাতায় আজ, 14 ডিসেম্বর প্রতিগ্রাম 22 ক্যারেট সোনার দাম হয়েছে 7,495 টাকা এবং 10 গ্রামের দাম হয়েছে 74,950 টাকা । তবে গতকালের তুলনায় আজ 500 টাকা বেশি ।
– অপরদিকে প্রতি গ্রাম 24 ক্যারেট পাকা ধাতুর দাম রয়েছে 7,885 টাকা এবং 10 গ্রামের দাম 78,850 টাকা । যা গতকালের থেকে 500 টাকা কম হয়েছে ।
– আবার প্রতি গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 7,885 টাকা এবং 10 গ্রামের দাম দশ 78,450 টাকা । যা গতকালের থেকে 500 টাকা বৃদ্ধি পেয়েছে ।
– এছাড়াও গত বৃহস্পতিবার প্রতি 10 গ্রাম হলমার্ক সোনার দাম চলছিল 74,450 টাকা ।
– গত বৃহস্পতিবার প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 78,350 টাকা এবং পাকা সোনার বাটের দাম 77,950 টাকা ।
– অপরদিকে গত বুধবার 11 ডিসেম্বর কলকাতার পাশাপাশি দিল্লিতে প্রতি গহনা সোনার 10 গ্রামের দাম হয়েছে 79,653 টাকা ।
– চেন্নাইয়ে প্রতি 10 গ্রাম সোনার দাম হয়েছে 79,501 টাকা ।
– বেঙ্গালুরুতে প্রতি 10 গ্রাম সোনার দাম 79,495 টাকা ।
– মুম্বাইয়ে 10 গ্রাম সোনার দাম 79,507 টাকা ।
– পুনেতে 10 গ্রাম সোনার দাম ছিল 79,513 টাকা ।
US -CPI ডেটার প্রতীক্ষায় সোনার দরে 2,700$ এর ঊর্ধ্বমুখী প্রভাব । বিস্তারিত জানুন ..