Gold Price :- লক্ষী পুজোতেই সোনার দর আকাশছোঁয়া ! বাড়তি 78 হাজার হলুদ ধাতুর মূল্য !

Gold Price :- লক্ষী পূজোর মরশুমেই সোনার দাম আকাশছোঁয়া দিচ্ছে । স্বর্ণবাজারে 10 গ্রাম 24 ক্যারেট হলুদ ধাতুর মূল্য 78 হাজার টাকা অব্দি পৌঁছে গিয়েছে ।

বিশ্বজুড়ে বুলিয়ান বাজারের সঙ্গে সামঞ্জস্য বিধানের পরিতৃপ্তিতে উৎসবের মরশুমে 16 অক্টোবর গত বুধবার থেকে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট হলুদ ধাতুর মূল্য 76 হাজার 502 টাকা । Multi Commodity Index অর্থাৎ এমসিএক্সে 0.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে সোনার দাম । আমেরিকার 10 বছরের বন্ডের দর কমে যাওয়ায় প্রভাবে এবং বিশ্বজুড়ে অস্থিরতার কারণেই হলুদ ধাতুর দাম আকাশ ছোঁয়া দিচ্ছে ।

তবে শুধুমাত্র যে সোনার দামের বৃদ্ধি পেয়েছে তা নয় । সোনার দর বৃদ্ধির পাশাপাশি এমসিএক্সে রুপোর দামও বৃদ্ধি পেয়েছে । যেখানে সাদা ধাতুর মূল্য বৃদ্ধি পেয়ে বর্তমান সোনার বাজারে প্রতি কেজিতে 92 হাজার 273 টাকা করে বিক্রি হচ্ছে । এমসিএক্সে সাদা ধাতুর দাম 0.71 শতাংশ বৃদ্ধি পেয়েছে । বিশ্বব্যাপী বুলিয়ান বাজারে প্রতি 10 গ্রামে 24 ক্যারেট সোনার দাম সাড়ে 572 টাকা বৃদ্ধি পেয়েছে । অপরদিকে প্রতি কেজি দরে সাদা ধাতুর দাম (রুপা) 1 হাজার 854 টাকা বৃদ্ধি পেয়েছে ।

গত সোমবার 14 অক্টোবর 10 গ্রাম 24 ক্যারেট হলুদ ধাতুর মূল্য ছিল 76 হাজার 132 টাকা । ভারত সরকার ধাতুর মূল্যে 3 শতাংশ জিএসটি চার্জ নিয়ে থাকেন । তাই আমেরিকার 10 বছরের বন্ডের দর কমে যাওয়ায় প্রভাবে লক্ষ্মী পূজার মরশুম থেকেই এদিন 10 গ্রাম 24 ক্যারেট হলুদ ধাতুর মূল্য 78,797 টাকা । তাই গ্রাহকে এই পরিমাণ সোনা ক্রয় করলে ভারত সরকারকে তিন শতাংশ অর্থাৎ 2 হাজার 295 টাকা জিএসটি চার্জ দিতে হবে ।

*সোনা কত ক্যাটাগরির ও কি কি ? 

হলুদ সোনা মূলত 3 ক্যাটাগরি বিশিষ্ট হয়ে থাকে । এই 3 ক্যাটাগরির মধ্যে রয়েছে – 1. 18 ক্যারেট , 2. 22 ক্যারেট, 3. 24 ক্যারেট ।

1. 18 ক্যারেট হলুদ সোনা :- প্রতি 10 গ্রামে 18 ক্যারেট সোনার দাম 829 টাকা বৃদ্ধি পেয়েছে । ভারত সরকারের 3 শতাংশ জিএসটি চার্জ নিয়ে এর মূল্য দ্বারা প্রতি 10 গ্রামে 59,098 টাকা ।

2. 22 ক্যারেট হলুদ সোনা :- অলংকার নির্মাণের ক্ষেত্রে 22 ক্যারেট হলুদ সোনা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় । এদিন প্রতি 10 গ্রামে 22 ক্যারেট সোনার দাম 524 টাকা বৃদ্ধি পেয়ে 70,076 টাকা বৃদ্ধি পেয়েছে । এর সাথে ভারত সরকারের 3 শতাংশ জিএসটি চার্জ নিয়ে মূল্য দাঁড়ায় 72,178 টাকা ।

3. 24 ক্যারেট হলুদ ধাতু :- অন্যান্য ক্যাটাগরির সোনা গুলির তুলনায় 24 ক্যাটাগরির সোনাকে একটু বিশুদ্ধ বলে গণ্য করা হয় । এই ক্যাটাগরির সোনাতে অলংকার যাবতীয় কোন রকমের গয়না তৈরি করা হয় না । যেখানে প্রতি 10 গ্রামে 24 ক্যারেট সোনার দাম সাড়ে 572 টাকা বৃদ্ধি পেয়েছে । এর সাথে ভারত সরকারের ৩ শতাংশ জিএসটি চার্জ নিয়ে 24 ক্যারেট সোনার মূল্য দ্বারা 78,797 টাকা ।

স্বর্ণবাজারে সোনা ও রুপার দাম বৃদ্ধির ওপর বিশেষজ্ঞরা দাবি করেছেন , পশ্চিম এশিয়ায় ইসরাইলের সঙ্গে হামাস ও হিজবুল্লার প্রবল সংঘর্ষতা এবং বিশ্বব্যাপী জনসাধারণ মূলক ঋণের পরিমাণ ক্রমশ বেড়ে যাওয়ার কারণেই হুট করে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ।

আমজনতার স্বপ্ন পূরণ ! লক্ষী পূজোর আগেই সোনার দাম কমতে চলেছে !

কৃত্তিমভাবে হ্যাক হচ্ছে G-Mail Account ! ইউজারদের জন্য Google এর সতর্কবার্তা জারি !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top