E Medical Visa :- ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশ বাসিন্দাদের জন্য নূন্যতম ই মেডিকেল ভিসার পরিষেবাটি খুব শীঘ্রই ভারত সরকার চালু করবে । ২২ শে জুন শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লির হায়দ্রাবাদ হাউসের এক আলোচনা সভায় এই পরিকল্পনাটি ঘোষণা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
১.৬. বাংলাদেশের উত্তর থেকে পূর্বের সমগ্র অঞ্চলের বাসিন্দাদের সুবিধার্থের জন্য রংপুরে একটি নতুন সরকারি হাই কমিশন খোলার প্রস্তাব দেন নরেন্দ্র মোদী । তাই বাংলাদেশ বাসিন্দার সুবিধার্থের কথা মাথায় রেখে নরেন্দ্র মোদির এই পরিকল্পনাটিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে ‘বিশ্বস্ত বন্ধু’ বলে অভিহিত করেছেন ।
২.৬. প্রধানমন্ত্রী বলেন , বাংলাদেশ ভারতের উন্নয়ন সহযোগীর এক অন্যতম দেশ । তাই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে অগ্রাধিকার দেন । এছাড়াও নরেন্দ্র মোদি ওয়েস্ট ইন্ডিজে T20 world cup এর সময় ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ শুরু হওয়া দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন ।
*এক নজরে :- ভারত বাংলাদেশের ভেতর দিয়ে এক দারুন বিকল্প ভিত্তিক রেল সড়ক বানাবে !
৩.৬. শনিবারের দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ই মেডিকেল ভিসার নূন্যতম মাধ্যমটি চালু করার ভিত্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানান , এই পরিকল্পনায় ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কটি আরো গভীর হয়ে উঠবে । এই আলোচনায় জ্বালানি থেকে শুরু করে বাণিজ্যিক সম্পদ , পানি সম্পদ সহ আরোও বিভিন্ন সহযোগিতার মাধ্যমগুলিকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করেছেন ।
৪.৬. মোদী বলেন , বাংলাদেশ ভারতের Neverhood first Policy , Act East Policy এবং Indo Pacific ভিশনের পরস্পরে অবস্থিত । বিগত কয়েক বছরের মধ্যে বাংলাদেশের ও ভারত একত্রে মিলে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সাফল্য লাভ করেছেন । এছাড়াও বাংলাদেশ ও ভারত উভয়েই গঙ্গা নদীতে দীর্ঘদিনের নৌ যানবাহন চলাচলকারী সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছে ।
৫.৬. এদিন শনিবার সকালে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানানো হয় । তারপর শেখ হাসিনা সালাম দিয়ে সংবর্ধনাটি গ্রহণ করেন । এরপর সকাল ৯ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করার পাশাপাশি শেখ হাসিনাকে অভিনন্দন জানায় ।
৬.৬. সভাশেষ করে বিকেলে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনের আমন্ত্রণকারী ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করেন । অবশেষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎকার্য সম্পন্ন করে New Delhi বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬ টায় Bangladesh Airlines এর ফ্লাইটে চড়বেন ।
Pingback: Subendu Adhikari :- শত ক্ষমতা থাকলেও ইতিহাস বদলে দিতে পারবেন না মমতা , 'পশ্চিমবঙ্গ দিবস' এ শুভেন্দু হুঁশিয
Pingback: Tista Project :- ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়িত করলেন শেখ হাসিনা !
Pingback: Rishi Sunak :- ঋষি সুনাকের 14 বছরের ইজরাইলের রাজনীতি কেড়ে নিল কিয়ার স্টারমারের লেবার পার্টি !
Pingback: Suvendu Adhikari :- নায়াব সিং সাইনীর নেতৃত্বে এবার অমিত সাহ নিজেই হরিয়ানার হয়ে নির্বাচন লড়বেন !