Dhanteras Price 2024 :- ধনতেরাসে সোনার দাম বাড়লেও, কোম্পানির অফারে থাকছে সোনা কেনার সুবর্ণ সুযোগ !

Dhanteras Price 2024

Dhanteras Price 2024 :- একদিকে ভারতীয় বাজারে সোনার দাম বৃদ্ধি অপরদিকে আসতে চলেছে ‘দীপাবলীর মরশুম’ । আর এই দীপাবলির মরশুমেই ধনতেরাস পর্ব চালু হয় । তাই এই ধনতেরাস পর্বে সোনা ক্রয় করা শুভ বলে মনে করা হয় । এরই মাঝে দীপাবলিতে সোনার দামে কোম্পানির লঞ্চ করা আকর্ষণীয় অফারগুলি গ্রাহকদের ব্যাপকভাবে নজর করছে । কোম্পানি সোনার মূল্যে কত টাকা ছাড় দিচ্ছেন সরাসরি জেনে নিন ।

ধনতেরাস তিথিতে দীপাবলির মরশুমে ভারতীয় Senco Gold and Diamonds এর অধীনে Grand Celebration এর দুর্দান্ত অফারে গ্রাহকদের জন্য 1 লক্ষেরও বেশি ব্রাইডাল ডিজাইন সহ জুয়েলারি পিস লঞ্চ করেছে । এর মধ্যে থাকছে সগুণ কালেকশনের হালকা ওজন ভিত্তিক রাজকীয় ঐতিহ্যবাহী অনুষ্ঠানের ব্যবহৃত এক ধরনের চমৎকার জিনিস । এছাড়াও বিভিন্ন লোকেদের জন্য পছন্দ অনুসারে 1 গ্রাম থেকে শুরু করে 200 গ্রাম পর্যন্ত উন্নত মানের বহু ডিজাইন উপলব্ধ রয়েছে ।

সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর ডিজাইন ও বিপণনের পরিচালক জয়িতা সেন বলেন, “কোম্পানি প্রত্যেকটি ডিজাইনের ক্ষেত্রে আধুনিক নারীর দৃষ্টিকোণ দ্বারা তাদের ঐতিহ্যগত ভাবনাকে কেন্দ্র করে স্বর্ণের নানান ডিজাইনগুলি নির্বাচন করা হয় । যার ফলে সোনাগুলি পকেট বান্ধব ও হালকা ওজনের হয়ে থাকে । কোম্পানির এই ঐতিহ্যগত ডিজাইন বর্তমান যুগের আধুনিককরণের ভারসাম্যকে বজায় রাখে ।”

বিশ্ববাজারে সোনার দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ! প্রশ্ন, ধনতেরসের আগে সোনার দাম কমবে কী ?

* ধনতেরাস তিথিতে Senco Gold and Diamonds কোম্পানি তার স্বর্ণের মূল্যে কিরূপ অফার দিয়েছেন ?

সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস কোম্পানির এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, ধনতেরাস তিথির ওপর ভিত্তি করে 2024 সালের 18 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত কোম্পানির তরফ থেকে নানান ধরনের আকর্ষণীয় অফার প্রদান করতে চলেছে । দীপাবলি তিথিতে কোম্পানির করা নানান অফারগুলি নিচে দেওয়া হল :-

1. প্রতি গ্রামে সোনার মেকিং চার্জের ওপর 450 টাকা ছাড় দেওয়া হবে ।

2. প্ল্যাটিনাম গহনার ওপর 15 শতাংশ ছাড় দেওয়া হবে ।

3. প্রতি গ্রাম হীরার মূল্যে 10% পর্যন্ত ছাড় , গহনা তৈরিতে মেকিং চার্জ 100% ছাড় দেওয়া হবে ।

4. প্রতি গ্রাম রুপো ও রত্ন পাথরের ওপর 10 শতাংশ ছাড় দেওয়া হবে ।

5. 80,000 টাকা লেনদেনের ক্ষেত্রে প্রতি SBI কার্ড ব্যবহারকারীদের ক্ষেত্রে থাকছে 7,500 টাকা পর্যন্ত ছাড় । তবে এই চারটি 25 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে ।

6. এছাড়াও সোনা ক্রয়ের মধ্যে নানা ধরনের Lucky dro অফারগুলি প্রযোজ্য রয়েছে । যার মাধ্যমে গ্রাহকরা নানান উপহার পেতে পারেন । অফারে থাকছে- 3টি ইলেকট্রিক গাড়ির পাশাপাশি 15টি Apple iphone 16 ইত্যাদি ।

কোম্পানির এই অফারগুলি বাস্তবায়িত করায় জনগণের পক্ষে স্বর্ণ ক্রয় করা বিশেষভাবে সুবিধা প্রাপ্ত হবে বলে আশা করেছেন সিইও শুভঙ্কর সেন ।

 গত ছয় মাসের মধ্যেই রুপো 17,000 টাকা বৃদ্ধি ! সোনার পাশাপাশি রুপোর দামও লাখের গণ্ডি পেরিয়েছে !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top