Chinmoy Das:- চিন্ময় দাসের পক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর আসল কারণ জানেন কী ?

Chinmoy Das:- গতদিনের আলোচনা সভায় বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের জোট মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন শুনানি প্রকাশ্যে তার পক্ষ এ কোন আইনজীবী উপস্থিত না থাকায় জানুয়ারি মাসের 2 তারিখে পরবর্তী শুনানি ঘোষণা ঘোষণা করার নির্দেশ দেন বাংলাদেশ অন্তর্ভুক্তি সরকার । তবে লোকমুখে এই প্রশ্ন ওঠে যে, কেন তার পক্ষে কোন আইনজীবীরা দাঁড়াচ্ছেন না ?

খবর মাধ্যমে জানা গিয়েছে, চিন্ময় প্রভুর হয়ে কোন আইনজীবী দাঁড়ানোর সাহস করলে পরে আদালতেই তার ওপর হামলা হবে বলে হুমকি প্রকাশ করেছেন চট্টগ্রামের আইনজীবীরা । ইতিমধ্যেই এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে ।

এমনকি ইসকনের মহাপ্রভুর চিন্ময় দাসকে আসামি ঘোষণা করে তারা আরও জানান, চট্টগ্রামের আদালত পাড়ায় যদি কোন আইনজীবী তার পাশে দাঁড়ানোর সাহস করে এবং তার পক্ষ হয়ে ওকালতি করেন, তাহলে ওই বিল্ডিং এ তাকেও ধোলাই করা হবে ।

এছাড়াও গত 25 অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ সভার আয়োজন করা হয় । ওই সমাবেশের পরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা সম্বন্ধিত অভিযোগ উঠে । যেখানে চট্টগ্রামের একজন বিএনপি নেতা ফিরোজ খান মামলা দায়ের করেছেন ।

“বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ !” বিশ্বজুড়ে প্রতিবাদের আগুন …

গত 26 নভেম্বর চট্টগ্রামের আদালতে চিন্ময় দাসের জামিন মঞ্জুর করার জন্য একজন আইনজীবী তার পক্ষ হয়ে লড়তে চান । আদালতেই রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের মধ্যে প্রবল সংঘর্ষ সৃষ্টি হয় । উক্ত সংঘর্ষে নির্মমভাবে আহত হন সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী ।

এর আগেও শুনানি ঘোষণার দিন চট্টগ্রাম এলাকার এক আইনজীবী আদালত সভায় ইসকন মহাপ্রভু চিন্ময় দাসের পক্ষ হয়ে লড়তে যান । এরপর সেখানকার পুলিশ প্রশাসন ও আইনজীবীদের মধ্যে বিক্ষোভ কারীদের পাল্টা ধাওয়ায় আদালতের মধ্যেই সেই আইনজীবী আলিফকে কুপিয়ে মারা হয় । পরবর্তীতে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

একের পর এক হত্যাকাণ্ডের পর বাংলাদেশের বিভিন্ন মহল ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ প্রতিষ্ঠানগুলিকে নিষিদ্ধ করার জন্য দাবি জানানো হয় ।

“সায়েন্স ল্যাবে সংঘর্ষ !” মুখোমুখি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top