
PAN Card 2.0 :- আমাদের প্রত্যেক ভারতীয় জনসাধারণের কাছেই রয়েছে প্যান কার্ড । তাই এই প্যান কার্ড যে শুধুমাত্রই একাউন্ট খোলার জন্য ব্যবহৃত হয়, তা নয়, এই প্যান কার্ডের সাথে আপনার আয়কর থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে । তবে সরকারের নতুন পদক্ষেপে এসে গিয়েছে প্যান 2.0 । তাই এবার অনেকেই হয়তো ভাবছেন যে, সত্যিই কি পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে ? নাকি নতুন করে কোন প্যান কার্ড বানাতে হবে ?
না ! আপনারা ভুল ভাবছেন । আপনাদের কাছে মজুদ পুরনো প্যান কার্ড বাতিল হবে না । এটি সফল কাজের ক্ষেত্রেই বৈধ থাকবে । কাজেই আপনারা যদি চান, তাহলে নতুন করে প্যান কার্ড 2.0 বানাতে পারেন । তবে এই ন্যূনতম প্যান কার্ড এ বিশেষ সুবিধাও রয়েছে । যার মধ্যে রয়েছে QR CODE । এই কিউআর কোড এর মাধ্যমে আপনার প্যান কার্ডের সঙ্গে কোন রকম জালিয়াতি কার্যক্রম করতে পারবে না দুষ্কৃতী । তাই এটিকে নিরাপত্তার একটি বড় পদক্ষেপ মানা যায় ।
আরও পড়ুন :- অপেক্ষা কীসের? 2 মিনিটেই পেয়ে যাবেন প্যান 2.0, জেনে নিন সঠিক পদ্ধতি …
আপনারা যদি চান এই নূন্যতম প্যান কার্ডটি বানাতে পারেন । যদিও কার্ডটি বানাতে সেরকম কোন খরচ হবে না অর্থাৎ বিনা পুঞ্জিতেই বানাতে পারবেন । এছাড়াও যদিও কোন ব্যক্তি নিজের পুরনো প্যান কার্ড দিয়ে নতুন প্যান কার্ড বানাতে চান তাতেও কোন রকম টাকা লাগবে না ।
আপনি যদি নতুন PAN Card 2.0 এর জন্য আবেদন করতে চান, তবে দ্রুত আবেদন করতে পারেন । আবেদন করার পর, আপনার E-mail account এ একটি নোটিফিকেশন আসবে । এরপর, আপনার নতুন প্যান কার্ড সরাসরি আপনার বাড়ির ঠিকানায় ডেলিভারি করা হবে । এছাড়াও, আপনি প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (www.onlineservices.nsdl.com/) গিয়েও আবেদন করতে পারেন । সেখানে আপনাকে আপনার পুরাতন প্যান কার্ড নম্বর এবং আধার নম্বর প্রদান করতে হবে । এরপর, আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে । এই সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে ।
আরও পড়ুন :- নতুন নিয়মে আসছে ইউ পি আই লেনদেনে, কবে থেকে চালু বিস্তারিত জানুন..
নতুন PAN Card 2.0 সাধারণত 30 দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যায় । তবে, যদি আপনি তিনবারের বেশি আবেদন করেন, তাহলে আপনাকে 8 টাকা 26 পয়সা ফি দিতে হবে । এছাড়াও, এই ফির উপর জিএসটি (GST) প্রযোজ্য হবে ।
Leave a Reply