Bullet Train Bridge Crashe Down (গুজরাট) :- দেশজুড়ে একের পর এক ট্রেন এক্সিডেন্ট এর ঘটনা আসতেই চলেছে । এরই মাঝে গুজরাটে বুলেট ট্রেনের নির্মীয়মান সেতু ভেঙে পড়ে । খবর সূত্রে জানা গিয়েছে, ওই সেতু ভাঙনে চাপা পড়ে 3জন শ্রমিক নিহত হয় । এরপর খবর মাধ্যমে দমকলকর্মীসহ রেলের একাধিক পুলিশ কর্মীদের সহযোগিতায় বাকি শ্রমিকদের উদ্ধার করা হয় ।
Bullet Train Bridge Crashe Down .
কালীপুজোর মরশুমের মতো এক উৎসবের মাঝেই গুজরাটের নির্মীয়মান বুলেট ট্রেনের সেতু ভেঙে পড়ায় এলাকা জুড়ে এক চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয় । এরপর পুলিশসূত্রে খবর পেয়ে, দমকল কর্মীসহ একাধিক রেলকর্মীর সাহায্যে সেখানকার চাপা পড়ে যাওয়া শ্রমিকদের উদ্ধার করা হয় । ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা 2 জন শ্রমিককে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয় ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুলেট ট্রেন প্রকল্পের নির্মাণ সংস্থা ‘National high speed rail Corporation’ সংবাদমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, গত মঙ্গলবার সন্ধ্যেবেলায় গুজরাটের মাহি নদীতে বুলেট ট্রেনের জন্য নির্মীয়মান সেতু হঠাৎ ভেঙে পড়ে । এরপর ভেঙে পড়া সেই কংক্রিটের চাইয়ের নিজে চাপা পড়ে 3- 4 জন শ্রমিক । ইতিমধ্যেই তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলে, এখনো পর্যন্ত তাদের চিকিৎসা চলছে । এছাড়াও সেই স্থানে আরও কোন শ্রমিক আহত রয়েছে কিনা সেই তদন্তে পুলিশকর্মীরা এখনো উদ্ধারকার্য চালাচ্ছে ।
উক্ত ঘটনায় রেল কর্মীরা খবর মাধ্যমে জানিয়েছেন, গত মঙ্গলবার সন্ধ্যেবেলায় গুজরাটের মাহি নদীতে যে ট্রেনের জন্য নির্মীয়মান সেতু ভেঙে পড়েছে, তার পেছনে রয়েছে মুম্বাই থেকে আমেদাবাদ যাতায়াতকারী বুলেট ট্রেনের প্রকল্পের এক বিশেষ কার্যক্রম । যেখানে মুম্বাই থেকে আমেদাবাদের দূরত্ব প্রায় 508 কিলোমিটার । তাই উক্ত শহরগুলিতে যাতায়াতক্ষেত্রে সময় লেগে যায় প্রায় 6 ঘন্টা । ভারত সরকারের এই প্রকল্প নির্মাণে মুম্বাই থেকে আমেদাবাদ শহরের মধ্যে যাতায়াতে মাত্র 2 ঘন্টা সময় লাগতে পারে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় এই ‘স্বপ্নের বুলেট ট্রেনটি’ মুম্বাই থেকে আমেদাবাদ শহরে ঘন্টায় প্রায় 320 কিলোমিটার বেগে ছুটবে । যেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক কার্যক্রম স্বল্পসময়ে ব্যাপক হয়ে উঠবে । এই বুলেট ট্রেন নির্মীয়মান সেতু প্রকল্পের জন্য ভারত সরকার 1 লক্ষ্য 8 হাজার কোটি টাকা ব্যয় করেছেন । তাই প্রকল্পের বিরুদ্ধে সরকারের প্রশ্ন ওঠে, এত টাকা ব্যয় করার পরেও কি করে বুলেট ট্রেনের নির্মীয়মান সেতু ভেঙে পড়ে ?
অমৃত ভারত প্রকল্পের অধীনে কেরালায় 15 টি স্টেশন তৈরি ! 2025 এর শুরুতেই (January) কাজ সম্পন্ন !