BSNL pujo special recharge plans 2024, BSNL 82 Days Recharge Plane, BSNL Self Care AAP System :- এবারের দূর্গা পুজোয় BSNL নিয়ে এলো একগুচ্ছ রিচার্জ প্ল্যান অফার !

BSNL pujo special recharge plans 2024 :- এবারের পূজোয় BSNL নিয়ে এলো প্রিয় গ্রাহকদের জন্য এক দারুন ধামাকা অফার । এই ধামাকা অফারে রয়েছে BSNL এর একগুচ্ছ প্ল্যান – যেখানে আপনারা পেয়ে যাবেন 82 দিনের NONSTOP ভেলিডিটির সঙ্গে UNLIMITED CALL, 100 SMS PACK ও INTERNET DATA প্লেনের মতো একগুচ্ছ ধামাকা অফার ।

বর্তমান ভারতে নেটওয়ার্কের বাজারে প্রতিনিয়ত COMPETITION এর মাঝে BSNL পুজোর আগেই এক ধামাকা অফারের লঞ্চ করেছে । ফলে Jio, Vodafone, Airtel, IDEA সিমগুলির রিচার্জ এর তুলনায় বিএসএনএল পরিষেবা স্বল্প মূল্যে দারুন অফার দিতে চলেছে । যেখানে সিম গ্রাহকরা মাত্র 82 দিনের আনলিমিটেড কলের পাশাপাশি ইন্টারনেট ডাটা প্যাকেজ এর মতন পরিষেবা ।

দেশজুড়ে টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান এর দাম গুলো ক্রমশ বাড়িয়েছে । যার ফলে বিএসএনএল পরিষেবার এই সস্তা প্ল্যান গুলি গ্রাহকদের দারুণভাবে নজর কাড়ছে । দেশের লক্ষ লক্ষ গ্রাহকরা অন্যান্য সিম থেকে পোর্ট করে BSNL পরিষেবায় সুইচ করেছেন । তাই এই পরিস্থিতিতে বিএসএনএল কোম্পানি বাকি গ্রাহকদের আগ্রহী করার জন্য একের পর এক প্রতিনিয়ত দারুন অফার লাঞ্চ করছে । পূর্বে বিএসএনএল পরিষেবায় 2G,3G ,3G+ এর মত পরিষেবা উপলব্ধ ছিল , তবে বর্তমানে অন্যান্য কোম্পানির সাথে টেক্কা দিতে বিএসএনএল কোম্পানি স্বল্প টাকায় 4G, 4G+ ও 5G পরিষেবা লঞ্চ করেছে । যার ফলে গ্রাহকরা একের পর এক অন্যান্য সিম থেকে বিএসএনএল সিমে নিযুক্ত হচ্ছে ।

আরও পড়ুন :- এবারের পুজোয় দারুন চমক ! ট্রেনে করেই বাংলার সমস্ত জঙ্গল-নদী গুলি ঘুরবেন ! দুর্গা পূজার আকর্ষণীয় যাত্রা !

বিএসএনএল কোম্পানি গ্রাহকদের পরিষেবা দ্রুত করার জন্য দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মোবাইল টাওয়ার বসানোর কাজ চালু করেছে । আগামী 2025 সালের মধ্যেই এই কাজগুলি সফল হয়ে যাবে বলে কোম্পানির ধারণা । অঞ্চল গুলিতে টাওয়ার পরিষেবার কাজগুলি সফল হলেই গ্রাহকরা অন্যান্য পরিষেবার তুলনায় স্বল্প টাকায় BSNL এর পরিষেবা গুলি ব্যবহার করতে পারবেন ।

*BSNL 82 Days Recharge Plane:-

বিএসএনএল কোম্পানির এই 82 দিনের রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা 485 টাকার রিচার্জ করার সুযোগ পাবেন । গ্রাহকরা 485 টাকার বিনিময়ে পেয়ে যাবেন আনলিমিটেড কলের পাশাপাশি দৈনিক 1.5 GB ইন্টারনেট ডেটা , দৈনিক 100 এসএমএস প্যাক এর সঙ্গে 82 দিনের রিচার্জের ভ্যালিডিটি । এর পাশাপাশি গ্রাহকরা দিল্লি , মুম্বাই এ উপলব্ধ MTNL নেটওয়ার্ক পরিষেবাও উপভোগ করতে পারবেন । এই পরিষেবাতেও আপনারা আনলিমিটেড কলিং এর পাশাপাশি ইন্টারনেট এর সুবিধাও পাবেন ।

BSNL কোম্পানি ন্যূনতম 485 টাকায় 82 দিনের রিচার্জ প্ল্যানটিকে কোম্পানির নিজস্ব Self Care অ্যাপ এ তালিকাভুক্ত করেছেন । এর মাধ্যমে গ্রাহকরা মোবাইলে উপলব্ধ BSNL SELF CARE aap এর মাধ্যমে প্ল্যানটিকে রিচার্জ করতে পারবেন ।

পড়তে থাকুন :- ‘এবার দুর্গা পুজোয় কেউ বাধা দিলেই করা পদক্ষেপ নেওয়া হবে’ পুজোর আগেই সন্ত্রাসবাদীদের ওপর করা সতর্কবার্তা বাংলাদেশ সরকারের !

*BSNL Self Care AAP System :- 

এই অ্যাপটি কে ডাউনলোড করতে হলে স্মার্ট ফোন এর সাহায্য নিতে হবে । এরপর আপনাকে PLAY STORE থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে হবে । অ্যাপটি ডাউনলোড করার পর ক্লিক করে সেখানে নিজস্ব মোবাইল নম্বর অ্যাপ্লাই করে পরিষেবায় প্রদানকারী OTP ভেরিফিকেশন এর মাধ্যমে log in করতে হবে । এরপর অ্যাপটিতে গিয়ে আপনারা সরাসরি হোমপেজেই BSNL এর সস্তা রিচার্জ প্ল্যানগুলি নির্বাচন করে UPI Payment অথবা অন্যান্য Bank পরিষেবার মাধ্যমে রিচার্জ করে প্ল্যানগুলি উপভোগ করতে পারবেন ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*