Bihar News :-“ট্রেনের ক্যাপলিং খোলার চেষ্টায় ইঞ্জিন ও বগির মাঝে আটকে প্রাণ হারালেন রেলকর্মী !”

Bihar News :- ভারতের বিভিন্ন অঞ্চলগুলিতে একের পর এক ট্রেনসহ পাশাপাশি একাধিক বিষয়ের উপর প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে । এরই মাঝে আরও এক দুর্ঘটনার খবর শোনা যায় । গত শনিবার বারাউনি স্টেশনের লখনউ-বারউনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের ক্যাপলিং খোলার সময় দুই বগীর মাঝে চাপা পড়ে একজন রেলকর্মীর মৃত্যু হয় । ঘটনায় সংলগ্ন এলাকায় এক বিরাট শোককালীন পরিস্থিতি সৃষ্টি হয় ।

ঘটনাটি ঘটেছে গত শনিবার বিহারের বেগুসরাইয়ের বারাউনি স্টেশনে ঢোকার আগে লখনউ – বাড়াউনি এক্সপ্রেস চলাকালীন সেই রুটেই এক রেলকর্মীর এক্সপ্রেসের ইঞ্জিনটিকে আলাদা করার দায়িত্ব পড়ে । ঠিক সেই সময়ই ভুলবশত ট্রেনের ক্যাপলিং খোলার চেষ্টায় ইঞ্জিন ও বগীর মাঝে আটকে গিয়ে তার মৃত্যু হয় ।

খবরসূত্রে জানা গিয়েছে, সেই মৃত রেলকর্মীর নাম অমরকুমার রাও । যিনি সোনাপুর রেলওয়ে ডিভিশনের কর্মকর্তা ছিলেন । গত শনিবার বারাউনি স্টেশনের Lucknow-Barauni এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছানোর সময়কালীন সেই রুটে ট্রেনটিকে আলাদা করার জন্য তার ওপর দায়িত্ব পড়ে । এরপর তিনি সে ইঞ্জিনটির ক্যাপলিং খোলার কাজ করছিলেন । আচমকা ইঞ্জিনটি সামনের দিকে এসে পড়ায় ইঞ্জিন ও বগির মাঝে চাপা পড়ে মৃত্যু হয় ।

গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা ! বুলেট ট্রেনের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ায় আহত 3-4 জন শ্রমিক !

রেলকর্মী অমরকুমার রাও নিজের প্রাণরক্ষার জন্য চিৎকার করলেও কোন লাভ হয়নি । কারণ ততক্ষণে সেই ট্রেনের লোকোপাইলট ইঞ্জিন থেকে চলে গিয়েছিলেন ।

এরপর সেই ইঞ্জিনের চালককে ডেকে এনে ইঞ্জিনটিকে সামনের দিকে এনে তার বডি উদ্ধার করে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । এরপর মৃত রেলকর্মীর সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি লোকমুখে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় রেল সরকারকে । প্রশ্নে শোনা যায়, রেল কর্মীর এরূপ কঠিন মৃত্যু হয় ? মৃত্যুর পিছনে গাভীলতির কারণ কী ?

এছাড়াও বিগত কয়েক মাস ধরে একের পর এক ট্রেনদুর্ঘটনা ঘটেই চলেছে । যেখানে হাওড়ার নলপুর স্টেশনে সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের পেছনের 3টি কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়, গুজরাটের বুলেট ট্রেনে নির্মীয়মান সেতু ভেঙে পড়ে 3-4 জন শ্রমিকের মৃত্যু হয়, কালীপুজোর মরশুমে শান্তিনিকেতন এক্সপ্রেস এর আচমকা দাঁড়িয়ে যাওয়ার ফলে যাত্রীরা ট্রেন থেকে নেমে যায় আবারও কেউ কেউ প্রাণের ভয়ে ট্রেন ছেড়ে লাফ দেয় । পাশাপাশি মিরাট-সহরানপুর মেল এক্সপ্রেস এর দুই বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ার ঘটনা একের পর এক খবর মাধ্যমে প্রশ্ন ওঠে ।

হাওড়ার নলপুর স্টেশনে সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায় !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top