Bankura :- ক্লাস 12 এর অয়ন মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত নিয়ে এলো , তার কেরামতিতে অবাক সারা বিশ্ব …

বাঁকুড়া :- অংকের প্রতি ছোটবেলা থেকেই বেশ ঝোঁক ছিল অয়নের , খুব সহজেই যে কোনো কঠিন অংকের সমাধান তার কাছে জলভাত । এছাড়াও জ্যামিতি ও পদার্থবিদ্যার প্রতি এক বিশেষ চাহিদার পাশাপাশি পৃথিবীটা মহাশূন্যের মধ্যে একটা বলের মত ঘুরছে , এই রহস্য বুঝে ফেলার পরেই সে আবর্জনাহীন মহাকাশ  গবেষণার প্রকল্পটি বানিয়ে ফেলে বাঁকুড়া জেলার ছাতনার মন্তমুরা গ্রামের DAV স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র অয়ন দেওঘরিয়া ।

১.৫. এরপরেই সমাজমাধ্যমের সহযোগিতায় ২০২৩ সালে তার এই প্রকল্পটি দেরাদুনের University of petroleum and national space convention এ স্বীকৃতি পায় । তারপর ২০২৪ সালে এই প্রজেক্টটের আরও একটি উন্নত ভার্সন University of Goa তে আয়োজিত National space science সম্মেলনেও স্বীকৃতি লাভ করে ।

২.৫. সমগ্র বিশ্বের বিভিন্ন দিক দিগন্ত থেকে পাঠানো রকেট সহ অসংখ্য কৃত্রিম উপগ্রহের যন্ত্র সমেত মহাকাশে প্রতিনিয়ত ভাসমান অবস্থায় রয়েছে । এইসব আবর্জনার পরিপ্রেক্ষিতেই আন্তর্জাতিক মহাকাশ গবেষকদের কাছে অয়নের এই আবর্জনা মুক্ত মহাকাশ গড়ে তোলার প্রযুক্তিটি আকর্ষিত করেছে । জানা গিয়েছে এই বছরের ১১ থেকে ১৫ নভেম্বর মাসের মধ্যেই আমেরিকার আলাবামা শহরের United state space and Rocket centre এ বিশ্বের বিখ্যাত বিজ্ঞানীরা অয়নের গবেষণাযন্ত্রটি পরীক্ষা করবেন ।

*আরও পড়ুন :- স্বল্প খরচে কাঠের সাইকেল বানিয়ে চমৎকার করে দিল উত্তরবঙ্গের এক স্কুল ছাত্র …

৩.৫. International level এ মহাকাশের বিজ্ঞান সম্মেলনে নানান দেশে ক্ষুদ্র গবেষক অয়নের গবেষণাযন্ত্রটি স্বীকৃতি পাওয়ায় তার পরিবারসহ সমস্ত বাঁকুড়া বাসিন্দারাও বেশ উন্মাদ । তাই এ বছরেই University of Guwahati National space science সম্মেলনে আলোচিত হয়েছে । তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা শহরের United State phase and robot centre এ ডাক পেয়েছে এই DAV স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র অয়ন দেওঘরিয়া ।

৪.৫. অয়নের এই খ্যাতি অর্জন ছড়াতেই পাড়াগায়ে বিরাট শোরগোল মেচে গিয়েছে । এরপর অয়ন বলে , যদি সে NASA তে স্বীকৃতি লাভ করে তাহলেই তার স্বপ্ন পূরণ হবে । মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় অনুষ্ঠিত সম্মেলনে দেশের নানান বিখ্যাত বিজ্ঞানীদের কাছে পেশ করা হবে আমার গবেষণাযন্ত্র । বিজ্ঞানীদের কাছে আমার গবেষণা পছন্দ হলে United space and Rocket centre এ পাঠানো হবে । তারপরেই আমার স্বপ্ন পূরণ হবে ।

৫.৫. অয়নের বাবা যিনি এক বেসরকারি স্কুলের শিক্ষক । তিনি বলেন – ছেলের এই সাফল্য অর্জন তিনি বেশ খুশি । কিন্তু আলাবামার ওই সম্মেলনে যাওয়ার যে খরচা অনেকটাই বেশি । তাই তিনি আশা করেন যদি কোন সংগঠন সাহায্যের হাত বাড়ায় তাহলে তার ছেলের স্বপ্নটা হয়তো পূরণ হবে । এর পাশাপাশি অয়নের মা শিপ্রা দেওঘড়িয়া তিনিও ঠিক একই আশঙ্কা করেন । শিপ্রা দেবী তার ছেলের স্বপ্ন পূরণ হওয়ার বিষয়টিকে নিয়ে প্রায়ই স্বপ্ন দেখেন । তাই তিনি আশঙ্কা করে বলেন , অধিক খরচের কারনে যদি আলাবামার সম্মেলনে না যেতে পারে তাহলে তার ছেলের এতদিনের পরিশ্রমের অবসান ঘটবে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

3 thoughts on “Bankura :- ক্লাস 12 এর অয়ন মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত নিয়ে এলো , তার কেরামতিতে অবাক সারা বিশ্ব …”

  1. Pingback: Jio recharge 5G plane 2024 :- জুলাইয়ের 3 তারিখ থেকেই বন্ধ jio সিমের সস্তা প্ল্যানগুলি ! চিন্তায় পড়ল গ্রাহকরা ...

  2. Pingback: Google Map :- এখন থেকে Google Map আরও বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে উঠল ! আরও আধুনিক 6 টি সুবিধা পাবেন !

  3. Pingback: Rishi Sunak :- ঋষি সুনাকের 14 বছরের ইজরাইলের রাজনীতি কেড়ে নিল কিয়ার স্টারমারের লেবার পার্টি !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top