Bangladesh:-“সায়েন্স ল্যাবে সংঘর্ষ !” মুখোমুখি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা !

Bangladesh:- গতকাল বাংলাদেশের রাজধানী সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক প্রবল সংঘর্ষতা সৃষ্টি হয় । সংঘর্ষে ইট, পাথরের ঢিল উভয় পক্ষ থেকেই ছোড়া হয় । সংঘর্ষে উভয় দলের শিক্ষার্থীরাও আহত হয়েছে । তারপর তাদেরকে ঢাকার সংলগ্ন এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় বাসে ওঠা নিয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক প্রবল সংঘর্ষতা সৃষ্টি হয় । সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও আহত হয়েছে । খবর মাধ্যমে জানা গিয়েছে শিক্ষার্থীদের মধ্যে প্রায় 31 জন পুরোপুরিভাবে আহত হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তাদেরকে টাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

খবর মাধ্যমে জানা গিয়েছে, গত মঙ্গলবার সাইন্সল্যাব এলাকায় বাসে ওঠা নিয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় । এরপর ওই মামলার সূত্রপাত ঘটে বুধবার, যেখানে সেখানকার বাস সহ অন্যান্য যান্ত্রিক প্রযুক্তি গুলিও পুড়িয়ে দেওয়া হয় । এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট, পাটকেলের ঢিল ছুড়তে শুরু করে সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর ।

“মুক্তিযুদ্ধের সদস্যরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে বঞ্চিত !” চূড়ান্ত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের !

তৎক্ষণাৎ সময়ে সিটি কলেজের শিক্ষার্থীরাও একে একে ধেয়ে আসে এবং উভয় দলের মধ্যে এক প্রবল সংঘর্ষতা সৃষ্টি হয় । উভয় পক্ষ থেকেই প্রবল পরিমাণে ইট, পাথরের ঢিল ছুড়তে শুরু হয় ।

এর ফলে সড়কের দুই প্রান্তে একাধিক পরিমাণে শিক্ষার্থীদের জমায়েতের কারণে সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসহ এলাকাবাসীরাও । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশের সেনাবাহিনী সেখানে উপস্থিত হন ।

সংবাদমাধ্যমে সেখানকার স্থানীয় অঞ্চলের যানজটে ভোগান্তিকারী ব্যক্তিরা বলেন, “শিক্ষার্থীদের এই সংঘর্ষতার কারণে প্রবল পরিমাণে যানজট বাধায় আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে ।” আবার কেউ বলছে, “উপর থেকে, নিচ থেকে ইট,পাথরের ঢিল ছুড়তে দেখার স্বাধীনতায়ই কি আমরা চেয়েছিলাম ।?”এমনকি যানজটে আটকে যাওয়া অসুস্থ ব্যক্তিরাও নিজেদের বাড়ি ফিরতে পারছেন না ।

দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে প্রবল সংঘর্ষ একটানা বিকেল 3 টে পর্যন্ত চলতে থাকে । সংঘর্ষে 32 জন আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । এছাড়াও পপুলার জনস্বার্থ কেন্দ্র এবং গ্রীন লাইফ হাসপাতালেও রয়েছেন একাধিক শিক্ষার্থীরা ।

ইউনূসের সরকারের নির্দেশ, “শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে এনে সঠিক বিচার করা হবে !”

Please enable JavaScript in your browser to complete this form.
Name

2 thoughts on “Bangladesh:-“সায়েন্স ল্যাবে সংঘর্ষ !” মুখোমুখি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা !”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top