Bangladesh murder Case (ঢাবি) :- বর্তমান পরিস্থিতিতে একের পর এক হত্যাকাণ্ডের খবর এর পাশাপাশি আরও এক নতুন খবরের সূচনা পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ভবন প্রাঙ্গণের এক গাছের ডালে । যেখানে দেখা গিয়েছে সেই সাইন্স বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের গাছের মগডাল থেকে একটি ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারা । তবে তার পরিচয়ও উদ্ধার করা হয়েছে । কে সেই যুবক ? তার বাড়ি কোথায় ? কেনই বা তার এরূপ পরিস্থিতি হয়েছে ?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম আবু সালেহ, বয়স 45 এর সমান । যুবকটি বিশেষত ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং তার বাড়ি বাংলাদেশের ঢাকা জেলার কেরানীগঞ্জে । এরপর তার পরিচয় প্রকাশ্যে রমনা বিভাগের উপ- কমিশনার মাসুদ আলম জানান, উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং তার বাবা-মা ঢাকা মেডিকেলে গিয়ে সেগুলি শনাক্তও করেছেন । বাংলাদেশে আদিবাসী ছাত্র-ছাত্রীদের ওপর মারধরের আসল কারণ জানেন কি ?
তিনি আরও বলেন, “ওই ব্যক্তি কিভাবে গাছের মগডালে উঠলেন বা এর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা, তা অতিশীঘ্রই তদন্ত করা শুরু হয়ে গিয়েছে । উক্ত ঘটনার সঠিক তথ্য পাওয়ার জন্য কলেজের আশেপাশের সিসিটিভি ফুটেজ গুলি চেক করা হচ্ছে ।
সত্য ঘটনার পর বুধবার সকাল 7 ঘটিকায় জাতীয় জরুরি সেবা 999 এ খবর পেয়ে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন এক্স ভবনের প্রাঙ্গণের একটি মেহবুব নিয়ে গাছের মগডাল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন । এরপর সেই মৃতদেহটিকে ফায়ার সার্ভিসের দ্বারা উদ্ধার করা হয় ।
মৃতদেহটি পরনে সবুজ টি-শার্ট, সাদা কোট এবং নীল রঙের ট্রাউজার পড়া ছিল এবং গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁসি দেওয়ার অবস্থায় ছিল ।
এরপর উদ্ধার করা লাশটির ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
মাত্র দুই’ মিনিটে হাসপাতালে পৌঁছিয়ে 11,000 টাকা পেলেন বান্দ্রার ভজন সিংহ । জানুন বিস্তারিত …
“কুম্ভ মেলার ‘কাঁটাযুক্ত বাবাকে’ নিয়ে ইউটিউবারদের বিতর্কিত আচরণ কী পবিত্রতার অবমাননা ?”