Bangladesh Mosque Attack ( বাংলাদেশ ,ঢাকা ) :- গত শুক্রবার বাংলাদেশ ঢাকা অঞ্চলের এক মসজিদে বায়তুল মুকাররম নামাজ পড়া নিয়ে ব্যাপক দ্বন্দ্ব সৃষ্টি হয় । দ্বন্দ্বটি হয় দুই সম্প্রদায়ের মধ্যে । ফলে নামাজ পড়তে আসা বেশ কয়েকজন জনগণ আহত হন । এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার জন্য বাংলাদেশ সৈন্য বাহিনী পৌঁছান ।
গত শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রীয় মসজিদে বায়তুল মুকাররম জুম্মার নামাজ পড়া নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে হঠাৎ সংঘর্ষ সৃষ্টি হয় । ঘটনাটি ঘটে যখন বাংলাদেশের খ্যাতি মুফতি রাউল আমিন নামাজের আগে তার নিজস্ব ভাষণ দিচ্ছিলেন । ঠিক সেই সময়েই মসজিদে উপস্থিত অন্য সম্প্রদায়ের লোকেরা তার ভাষণ নিয়ে বিরোধ করতে থাকেন ।
এর ফলে মসজিদের মুফতি রাউল আমিন নামাজের অধীনে স্বপক্ষীয় সম্প্রদায়ের লোকেরা তাদের এই মত বিরোধে রাজি না হওয়ায় কিছুক্ষণের মধ্যেই উভয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয় । তারা উভয়েই মারা-মাড়ির পাশাপাশি পাথরের ঢিল ছুড়তে থাকে । ফলে বেশ কয়েকজন নামাজ পড়তে আসা নামাজী ঘায়েল হয় । এমনকি মসজিদের দরজা জানালাও ভাঙচুর হয় সংঘর্ষ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ পুলিশবাহিনী সেখানে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
ঘটনাসুত্রে জন্য গিয়েছে , নামাজ পড়তে আসা খ্যাতি মুফতি রাউল আমিন নামাজ পড়ার আগেই তাকে সেই মসজিদ থেকে পালাতে হয় । যিনি সব সময়ের জন্য সেই মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছিলেন । কিন্তু তার বক্তব্য প্রকাশ করার আগেই বিপক্ষীয় দল সম্মতি না দেওয়ায় দ্বন্দ্বটি সৃষ্টি হয়।
Pingback: R G kar News :- ডাক্তারদের আন্দোলন শেষ হতেই ধামাচাপা পড়ে গেল প্রতিবাদের স্লোগান ! - Sambad Taranga