Baba Vanga (ইউরোপ) :- বিগত 20 বছর ধরে ইউরোপে প্রতিনিয়ত মুসলিম জনসাধারণ বেড়েই চলেছে । এই ভিত্তিতে ইউরোপের বাবা ভাঙ্গার সম্ভাবনা সূত্রে বলেন, আগামী 20 বছরের মধ্যে ইউরোপ পুরোপুরি মুসলিম দেশে পরিণত হবে । এমনকি আগামী 2076 সাল আসতে আসতে সমগ্র বিশ্ব ‘কমিউনিস্ট শাসনে’ পরিণত হবে । এরই মাঝে চলতে থাকে ইরান-ইসরাইল মধ্যে প্রবল সংঘর্ষতা । বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী উভয় দেশের যুদ্ধের আবহে হইচই ফেলতে শুরু করে ।
Baba Vanga..
ইউরোপসহ অন্যান্য দেশগুলিতে সাম্প্রদায়িক দাঙ্গার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ক্রমশ জনসাধারণ বৃদ্ধির উপর ভিত্তি করে বুলগেরিয়ার মহিলার একাধিক ভবিষ্যদ্বাণী প্রতিনিয়ত মিলে গিয়েছে । দেশজুড়ে তার অভিজ্ঞতার ভিত্তিতে নানান ভবিষ্যদ্বাণী পরিপ্রেক্ষিতেই তাকে, ‘এযুগের নস্তাদামুস’ বলা হয় ।
” আগে পরমাণু বোমার সাইটগুলোকে আঘাত করুন ।” ডোনাল্ড ট্রাম্পের ইরানকে সতর্কবার্তা !
* কোন কোন বিষয়ের ভিত্তিতে ‘বাবা ভাঙ্গার’ ভবিষ্যদ্বানী সর্বক্ষেত্রেই অবিকল মিলেছে :-
সর্ব ক্ষেত্রেই অবিকল মিলে যাওয়া Baba Vanga ভবিষ্যদ্বাণীর মধ্যে রয়েছে,
1. 1999 সালে হয়ে যাওয়ার সোভিয়েত ইউনিয়নের পতন । ওই সময়কালিন কমিউনিস্ট জমানার অবসান ।
2. 2004 সালে হয়ে যাওয়া ভয়াবহ দেশের সুনামি ভবিষ্যদ্বানী ।
3. 1986 সালে চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ।
4. পাশাপাশি সোভিয়েত প্রধান জোসেফ স্ট্যালিন এর মৃত্যু ও 9/11 এ টুইন টাওয়ারে হামলা ।
5. এমনকি তিনি নিজের মৃত্যুর দিন,তারিখ অব্দিও জানিয়ে রেখেছিলেন । পরবর্তীতে তিনি মারা যান ।
6. তিনিও বলেছিলেন, 2025 সাল থেকে পৃথিবীর বিনাশ শুরু হবে ।
7. এমনকি আগামী বছর 2025 সাল থেকে দেশে এলিয়েনের আনাগোনা শুরু হবে ।
8. 2025 সালের পর 2043 সালে ইউরোপ দেশটিকেও মুসলিম রাষ্ট্রের পরিণত হবে ।
9. এরপর 2043 সালের পর 2076 সাল থেকে গোটা বিশ্বে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন ।
10. Baba Vanga (নস্ত্রাদামুস) ভবিষ্যদ্বানী করেছিলেন, আগামী 2025 সালেই গোটা ইউরোপজুড়ে বিরাট দাঙ্গা ও সংঘর্ষতা শুরু হয়ে যাবে ।
তবে নস্ত্রাদামুস ও বাবা ভাঙ্গার উক্ত ভবিষ্যদ্বানী নিয়ে লোকমুখে নানা মন্তব্য উঠে এসেছে, তবে দেশের আন্তর্জাতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে বলা যায় যে, আগামী 2025 সালে রাশিয়া- ইউক্রেন কিংবা ইসরাইল- হামাস মধ্যে প্রবল রক্তাত্ব সংঘর্ষ চলবে ।