Arpita Mukherjee:- নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্পিতা মুখার্জী গত মঙ্গলবার কলকাতার আলিপুর মহিলা সংশোধনাগারে এসেছিলেন । তারপর তিনি তার জামিনের সব রকমের নথিপত্র সংশোধনাগারে জমা দিয়ে জেল মুক্তি হয়ে বাড়ি ফেরেন ।
নানান অভিযোগে ভিডিও সিবিআই এর তদন্ত সূত্রে অভিযুক্ত জেলা হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গী অর্পিতা মুখার্জী জামিন পেলেন । জামিনের জন্য তিনি গত মঙ্গলবার তড়িঘড়ি করে সমস্ত রকমের নথিপত্র নিয়ে আসেন আলিপুর সংশোধনাগারে । তারপর তিনি তার জামিনের সমস্ত নথিপত্র সেই সংশোধনাগারে জমা দিয়ে বেলঘরিয়ার বাড়িতে ফেরেন বিকেল পাঁচটা নাগাদ ।
বাড়ি ফিরলে পরে যদিও তার মা-বাবাও তার সাথে মাতৃ বিয়োগ হয় । তাই তিনি গত বৃহস্পতিবার প্যারোলে চলে যান । এরপর সিবিআই এর তদন্তে নানা অভিযোগে অভিযুক্ত অর্পিতা তার জামিনের জন্য গত সোমবার বিচার ভবনের সর্তাধীনে জামিন পান ।
নিয়ম না মানলেই বাতিল লক্ষ্মীর ভান্ডার একাউন্ট ! ডিসেম্বর থেকেই চালু হতে চলেছে মুখ্যমন্ত্রীর নিয়ম !
অর্পিতা মুখার্জির জেলে যাওয়ার পিছনে রয়েছে, তার 2022 সালের 23 জুলাইয়ে ঘটে যাওয়া তার দু’টি ফ্ল্যাট থেকে নগদ 50 কোটি টাকা ও বহুমূল্যের সোনার গয়নার পাশাপাশি বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয় । খবরটি কোনোভাবে ছড়িয়ে যাওয়ার পর ইডি সরকারের তদন্তে তাকে গ্রেপ্তার করা হয়েছিল ।
অর্পিতা মুখার্জির জামিনকে কেন্দ্র করে আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য বলেন,”পাঁচ লক্ষ টাকার বন্ডে অর্পিতার জামিন মুকূপ করার কথা হয়েছিল । একসাথে পাঁচ লক্ষ টাকা সংগ্রহ করতে অনেক সময় লেগেছে । অনেকেরই কাছ থেকে আদায় করতে হয়েছে এই টাকা । এরপর আলিপুরের সংশোধনাগারে গিয়ে সমস্ত রিপোর্ট জমা দেওয়ার পর অর্পিতার জামিন হয় ।”
“নবান্নে খাতায় সইয়ের বদলে ডিজিটাল হাজিরা !” কর্মীদের জন্য নতুন নির্দেশ অর্থ দফতরের !