Airtel 5G plane :- এয়ারটেল নিয়ে এলো এক দুর্দান্ত আনলিমিটেড 5G প্ল্যানের অফার ! এই অফারে গ্রাহকরা খুবই খুশি !

Airtel 5G Plane :- ইতিমধ্যেই Airtel সকল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত Booster Plane অফার । এই দুর্দান্ত অফারটিতে থাকছে 51 টাকা , 101 টাকা এবং 151 টাকার Booster Pack . এই বুস্টার প্ল্যানের সাথে Unlimited 5G internet পরিষেবাও উপলব্ধ রয়েছে ।

১.৬. গত 3 জুলাই থেকে Airtel কোম্পানি সমস্ত প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানগুলির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে । কোম্পানি সূত্রে জানিয়েছে তারা প্রত্যেকটি Entry Level প্ল্যানগুলির দাম 70 টাকা করে বেড়িয়েছে । প্ল্যানগুলির মধ্যে রয়েছে 51 টাকা , 101 টাকা ও 151 টাকার Booster Pack . নতুন বুস্টার ডেটা প্যাকগুলির মধ্যে রয়েছে গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G internet পরিষেবার মতো সুবিধা ।

২.৬. এয়ারটেল টেলিকম কোম্পানি নতুন 5G আনলিমিটেড ইন্টারনেট পরিষেবার জন্য 151 টাকারও কমে 3 টি নতুন Data Pack চালু করেছে । বর্তমানে প্ল্যানগুলি 4G গতিতে পরিষেবা প্রদান করবে । তবে এয়ারটেল তার সমস্ত প্ল্যানগুলি Upgrade করার পর থেকে এই নতুন তিনটি প্ল্যানে 5G গতিতে দৈনিক 1 GB থেকে 1.5 GB পর্যন্ত ডেটা পরিষেবা উপভোগ করতে পারবেন ।

৩.৬. Airtel কোম্পানি বর্তমানে 4G internet পরিষেবার সাথে 51 টাকার বুস্টার ডেটা প্যাকগুলির মধ্যে রয়েছে 3GB ডেটা প্যাক , 101 টাকার প্যাকে রয়েছে 6GB ডেটা প্যাক এবং 151 টাকার প্যাকে রয়েছে 9 GB ডেটা প্যাক । গ্রাহকরা অফুরন্ত 5G internet পরিষেবার পাশাপাশি মোবাইলে থাকা প্ল্যানগুলির সাথে এই নতুন প্ল্যান গুলি সংযোজন করতে সক্ষম হবে । তবে এর সময়কাল মোবাইলে থাকা রিচার্জ প্ল্যানের মেয়াদ অনুযায়ী হবে ।

৪.৬. এয়ারটেল টেলিকম কোম্পানি তার রিচার্জ প্ল্যান গুলির দাম বৃদ্ধির কারণে । বর্তমানে এয়ারটেলের সবচেয়ে সস্তার 5G Prepaid Richarge প্ল্যানটি হল 249 টাকা এবং postpaid Recharge প্ল্যানটি হল 449 টাকা । এয়ারটেলের প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানগুলি নিচে দেওয়া হল ।

৫.৬. এয়ারটেলের Prepaid Recharge 249 টাকার প্ল্যানগুলিতে – আনলিমিটেড 5G Voice Call , Dailey 1 GB Data Pack , Dailey 100 SMS , free Wynk Music , free jio Tune রয়েছে । তবে এর সময়কাল 28 দিন ।

৬.৬. এছাড়াও Postpaid Recharge 449 টাকার প্ল্যানগুলিতে – আনলিমিটেড 5G Voice Call , Dailey 2.5 GB Data Pack সহ মোট 75 GB Internet service , Dailey 100 SMS , free Wynk Music , free jio Tune , 6 মাসের জন্য ( Disney , Hotstar ও Amazone Prime ) সাবস্ক্রিপশনের সুবিধা রয়েছে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top