Air India News :- ফের হুমকি খালিস্তানি নেতা পান্নুন ! যাত্রীদেরকে 1-19 নভেম্বরের মধ্যে এয়ার ইন্ডিয়া বিমানে উঠতে বাঁধা !

Air India News

Air India News (ভারত) :- শিখদের গণহত্যার প্রতিবাদে গত সোমবার থেকে ভারতীয় বিমান সংস্থা গুলির ওপর একের পর এক বোমা হামলার হুমকি প্রকাশ্যে আসছে । এখনো পর্যন্ত ভারতীয় বিমান সংস্থায় খালিস্তানির দেওয়া প্রায় 70 টিরও বেশি হুমটি শোনা গিয়েছে । এরই মাঝে গতকালের খালেস্তানি নেতা পন্নুনের হুমকিতে সমস্ত দেশবাসীকে ‘ 1 থেকে 19 নভেম্বর পর্যন্ত কোন যাত্রী ভারতীয় কোন বিমানে উঠলেই হামলার শিকার হতে পারেন বলে জানিয়েছেন ।’

ভারতীয় বিমান সংস্থা বাহিনীদের ওপর খালেস্তানি নেতা পান্নুনের হুমকি কেন্দ্র সরকারের ক্ষেত্রে যাত্রীদের যাতায়াতের সুরক্ষার্থে এক গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে । তার কারণ শিখ সমাজের গণহত্যার প্রতিবাদের প্রতিশোধ নিতে ভারতীয় বিমান সংস্থাকে হুশিয়ারি দেন গুরুপতবন্ত সিংহ পান্নুন । ইতিমধ্যেই ওই নেতার ‘Sikh For Justice’ এর প্রতিবাদ মিছিলের হুমকি প্রকাশ্যে আসতেই শহরাঞ্চলে শোরগোল সৃষ্টি হয় ।

ওই প্রতিবাদ আন্দোলনে পান্নুন দেশের সমস্ত যাত্রীদেরকে সর্তকতার বার্তা দিয়ে জানিয়েছিলেন , গত 1 সেপ্টেম্বর থেকে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় কোন বিমানে যাত্রীরা উঠবেন না । তবে তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে পারে, সেই বিষয়ে কোন কিছুই প্রকাশ করেননি । তবে এই বছরই প্রথম নয় গত বছরেও বিমানের ওপর পান্নুনের হামলার হুমকি শোনা গিয়েছিল । তিনি ভারতীয় বিমান যাত্রীদের হুশিয়ারি দিয়ে বলেছিলেন, ’19 নভেম্বরে যদি কোন যাত্রী যদি এয়ার ইন্ডিয়ার বিমানে চড়েন, তাহলে তাদের বিপদ আছে ।’

কুম্ভমেলায় মুসলিম দোকানদারদের উপস্থিতির ওপর কঠোর পদক্ষেপ নিলেন নাগা সাধুসন্তরা !

এছাড়াও গত সোমবার থেকে ভারতীয় বিমান পথে চলাচলকারী অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান গুলির উপর হামলার অভিযোগ প্রতিনিয়ত উঠে আসে । গত সপ্তাহ থেকে ভারতীয় বিমান সংস্থা প্রায় 70 টিরও বেশি হুমকিবার্তা পেয়েছেন । এমনকি দেশীয় ও আন্তর্জাতিক বিমানগুলির এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেট ও আকাশা এয়ারলাইন্সের পুকুর প্রতিনিয়ত বোমা হামলার অভিযোগ উঠে আসে । যদিও সেই অভিযোগগুলি ভ্যুয়ো খবর হলেও , ভারতীয় বিমান সংস্থার ওপর গুরুপতবন্ত সিংহ পান্নুনের দেওয়া হুমকি কেন্দ্র সরকারের ক্ষেত্রে যাত্রীদের যাতায়াতের সুরক্ষার্থে এক গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ।

ইতিমধ্যে উদ্বিঘ্ন কেন্দ্রীয় সরকার বিমান পরিবহন দপ্তরের তরফে উচ্চপদস্থ বৈঠক সেরেছেন । এরপরই ভারতীয় বিমান নিরাপত্তা সংস্থা ( BCAS )Bureau of civil aviation security আতঙ্কগ্রস্ত যাত্রীদের নিরাপদে বিমানে যাতায়াতের জন্য বিশেষভাবে আশ্বস্ত প্রকাশ করেছেন । পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন বিমান বন্দর গুলির সাথে কথোপকথন করে তাদেরকে নিরাপদে যাতায়াতের জন্য বিশেষভাবে আশ্বাস দিয়েছেন BCAS নিরাপত্তা সংস্থার ডিরেক্টর জেনারেল জুলফিকর হাসান । তবে পান্নুনের হুমকির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নিতে চলেছেন তার কোনো খবরই এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। 

 চেন্নাইয়ের এয়ারফোর্স শো- এর শেষে 3 জন দর্শকের মৃত্যু ও 200 জনেরও বেশি আহত !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top