Rakhsha Bandhan 2024 :- আজ দুপুর 1 টা 25 মিনিট থেকেই রাখি বাঁধতে পারবেন ! রাখি বাঁধার বিস্তারিত সময়সীমা জেনে নিন !

রাখি বন্ধন :- সোমবার 19 Auguest Rakhsha Bandhan 2024 সমগ্র দেশে রাখি উৎসব পালন করা হবে । তিথি অনুযায়ী আগামী সোমবার দুপুর 1 টা ২৫ মিনিট থেকেই সকল ভাই-বোনেরা রাখি পড়াতে পারবে । তবে রাখি উৎসবের সকাল বেলা থেকেই ভাদ্রের ছায়া থাকায় এই তিথির সময়কাল কতক্ষণ তা নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের মন্তব্য রয়েছে । এই সকল মন্তব্যের সমাধানের জন্যই নিচে রাখি বাঁধার বিস্তারিত সময়সীমার বিবরণী আলোচনা করা হলো ।

* Rakhsha Bandhan 2024 হাইলাইট :- 

* দুপুর 01.25am এর পরের সময় সবথেকে নিরাপদ এবং শুভ বলে গণ্য করা হয়েছে ।

* এই বছর সকাল থেকে দুপুর 1 টা 25 মিনিট পর্যন্ত ভাদ্রের ছায়া থাকবে ।

* শোভন যোগ, অমৃত যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, এবং বিজয় যোগ সমস্ত কাকতালীয় ঘটনা গুলি রয়েছে ।

* শ্রাবণ শুক্লা পূর্ণিমা তিথি ভোর 03.04am টা থেকে শুরু হবে এবং রাত 11.55am সময়ে সমাপ্ত হবে ।

* Rakhsha Bandhan 2024 সালের সঠিক সময়কাল :- 

ভাই বোনের ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসবটি এ বছরের, 19 আগস্ট আড়ম্বর সহকারে পালন করা হবে । অন্যান্য বছরের তুলনায় এই বছর রাখি বন্ধন তিথিতে ভিন্ন ধরনের কাকতালীয় ঘটনার ছাপ রয়েছে । এদের মধ্যে – শোভন যোগ, অমৃত যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, এবং বিজয় যোগ সমস্ত কাকতালীয় ঘটনা গুলি রয়েছে । এই যোগ সমস্ত কাকতালীয় ঘটনাগুলি থাকায় রাখি বন্ধন উৎসবটি আরও আনন্দিত হয়ে উঠেছে । তবে এই বছর সকাল থেকে দুপুর 1 টা 25 মিনিট পর্যন্ত ভাদ্রের ছায়া থাকবে । তাই তিথি অনুযায়ী এই সময়ে রাখি বন্ধন নিষিদ্ধ রয়েছে । তিথির উপযুক্ত সময়েই রাখি বাঁধা উপযুক্ত লক্ষণ ।

ভারতীয় জ্যোতিষী পন্ডিত নরেন্দ্র উপাধ্যায়ের মতে , 19 আগস্ট রাখি বন্ধনের শুভ সময়কাল হল দুপুর 01.25pm মিনিট থেকে 12.28am মিনিট পর্যন্ত । আগামীকাল ভোর 05.35am সময়ে সূর্যোদয় হবে । ঠিক একই দিনে শ্রাবণ শুক্লা পূর্ণিমা তিথি ভোর 03.04am টা থেকে শুরু হবে এবং রাত 11.55am সময়ে সমাপ্ত হবে । তাই দুপুর 01.25am এর পরের সময় সবথেকে নিরাপদ এবং শুভ বলে গণ্য করা হয়েছে ।

আবারও অন্যান্য জ্যোতিষীদের অভিমত প্রকাশ করেছেন , তারা বলেছেন আগামী ভাদ্র মাসের তিথি অনুসরণ করে কাজ করায় সবচেয়ে ভালো । তাই ভাদ্র মাসের যেকোনো তিথিই স্বর্গেই থাকুক , আর সে নরকেই থাকুক না কেন । শ্রাবণ শুক্লা পূর্ণিমা তিথি অবলম্বন করায় উত্তম কাজ । তাই সময়কাল অনুযায়ী যেকোনো রীতিতে যেকোনো সময়ে ভাদ্রের রীতি অবস্থান হোক না কেন , সেই সময় রাখি বন্ধন পালন করা নিষিদ্ধ বলে মানা হয় ।

* রাখি বাঁধার সঠিক পদ্ধতি :- 

সর্বক্ষেত্রেই বোনেরা তার ভাইদের রাখি পরানোর জন্য সর্বপ্রথম একটি প্লেটে রাখি, ধান, দুর্বা, ঘাস, প্রদীপ, মিষ্টি, রোলি ইত্যাদি রাখতে হয় । রাখি পরানোর আগে ভাইয়ের কপালে ফোঁটা দিতে হয় । সেই তিলক পড়ানোর সময় বোনেদের বাম হাতের Ring Finger অর্থাৎ অনামিকা আঙুলটি দিয়ে ফোঁটা লাগাতে হয় । সর্বশেষে বোনেরা ভাইয়ের ডান হাতের কব্জিতে রাখি বেঁধে রাখিবন্ধন সমাপ্ত করে ।

* জন্ম তারিখ অনুযায়ী Rakhsha Bandhan 2024 তারিখে রাখি বাঁধার শুভ শর্তাবলী :- 

• যদি কোন ভাইদের জন্ম 1, 10, 19 এবং 18 তারিখে হয় তাহলে বোনেরা ভাইদের ডান হাতে লালমনি দিয়ে বর্ণিত রাখি পড়াতে পারেন ।

• যাদের জন্ম 2, 11, 20 এবং 29 সেই ভাইদের বোনেরা ডান হাতে কব্জিতে রুদ্রাক্ষের রাখি পড়াতে পারেন ।

• যেই সমস্ত বোনের ভাইদের জন্ম 3, 12, 21 এবং 30 তারিখে তাদের ডান হাতে হলুদ রাখে বাঁধতে পারেন ।

• যে সকল ভাইদের জন্ম 4, 12, 22 এবং 31 তাদেরকে বোনেরা ওম চিহ্ন বর্ণিত রাখি পড়াতে পারেন ।

• যে সমস্ত ভাইদের জন্ম 5, 14 এবং 23 তারিখে তাদের ডান হাতে বোনেরা সবুজ রাখি বাধতে পারেন।

• যে সমস্ত ছোট ভাইদের জন্মতারিখ 6, 15 এবং 24 তারিখে তাদের ডান হাতের কব্জিতে বোনেরা রক্তপাথর বিশিষ্ট রাখি বাঁধতে পারেন ।

• যে সকল ভাইদের 7, 16 এবং 25 তারিখে জন্ম তাদেরকে বোনেরা ডান হাতে হলুদ স্বস্তিক দিয়ে বর্ণিত রাখি পড়াতে পারেন ।

• যদি কোন ভাইদের জন্ম 8, 17 এবং 26 তারিখে হয় তাহলে বোনেরা ডান হাতের কব্জিতে রুপা দিয়ে বর্ণিত রাখি পড়াতে পারেন ।

• যে সমস্ত বোনের ভাইদের জন্ম 9, 18 এবং 27 তারিখে হলে লালরং বিশিষ্ট রাখি বাঁধতে পারেন । 

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

 

 

1 thought on “Rakhsha Bandhan 2024 :- আজ দুপুর 1 টা 25 মিনিট থেকেই রাখি বাঁধতে পারবেন ! রাখি বাঁধার বিস্তারিত সময়সীমা জেনে নিন !”

  1. Pingback: Ganesh Chaturthi Wishes 2024 , Wishes Of Ganesh Chaturthi :- গণেশ চতুর্থীতে প্রিয়জনদের সাথে সেরা ২০ টি বার্তা ও অভিনন্দন শেয়ার করুন !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top