Mahindra Thar ROXX :- দেশের সেরা 5 দরজা সম্পন্ন MahindraThar ROXX এর আগমন ! ক্রেতাদের ব্যাপক উত্তেজনা চলছে !

mahindra thar roxx

Mahindra Thar ROXX :- গত 15 August স্বাধীনতা দিবসের দিনই মাহিন্দ্রা কোম্পানি এক ন্যূনতম মডেলের পরিপ্রেক্ষিতে Off Road সম্পন্ন Mahindra Thar ROXX নামক একটি দারুন স্পেসিফিকেশন সহ নতুন গাড়ি ভারতের বাজারে লঞ্চ করেছেন । গাড়িটি 5 দরজা সম্পন্ন হওয়ায় ক্রেতাদের ব্যাপকভাবে উত্তেজনা চলছে । মাহিন্দ্রা কোম্পানির এই ন্যূনতম মডেলের গাড়িটি 6 টি Variant Colour এর সাথে আসে । 

Variant Colour এর পাশাপাশি গাড়িগুলি ভারতের বাজারে পেট্রোল চালিত 12.99 লক্ষ ও ডিজেল চালিত 13.99 লক্ষ টাকা থেকে শুরু হয় । গত বৃহস্পতিবার মাহেন্দ্রার এই মডেল লঞ্চের পরদিন গাড়িগুলির বুকিং করার সময়কাল কোম্পানি ঘোষণা করে দিয়েছে । কোম্পানি চলতি বছরের 2024 সালের 3 October থেকেই Thar ROXX এর ভিন্ন কালারের গাড়িগুলির বুকিং গ্রহণ করবে । সেদিন থেকেই আগ্রহী ক্রেতারা অনলাইন অথবা ডিলারশিপের মাধ্যমেও বুকিং করতে পারবে ।

mahindra thar roxx
mahindra thar roxx..

*Hightlight :-

1. 6 রকম কালার সম্পন্ন Thar ROXX গাড়িটি লঞ্চ হচ্ছে ।

2. আগামী 3 October থেকেই অনলাইন ও ডিলারশিপের মাধ্যমে বুকিং শুরু হচ্ছে ।

3. Digital Display এর পাশাপাশি , Harman kardon কোম্পানির সাউন্ড সিস্টেম এবং Penoramic সানরুফ রয়েছে ।

4. গাড়িটি 2L Turbo Petrol ও 2.2L Disel চালিত ইঞ্জিনের সাথে আসছে ।

5. ভ্যারিয়েন্ট কালারের গাড়িগুলি EX-Shoroom Price -12.99 লক্ষ টাকা থেকে শুরু করছে । 

* Mahindra Thar ROXX এর দাম ও ভ্যারিয়েন্ট কালার :- 

জনপ্রিয় 6টি কালারের পাশাপাশি মাহিন্দ্রা কোম্পানির এই গাড়িগুলি ভারতের বাজারে 12.99 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে । এছাড়াও এই মডেল গুলির মধ্যে Top Model এর ভ্যারিয়েন্ট কালারের গাড়ির মূল্য ( EX-Shoroom Price – 20.49 ) লক্ষ টাকা করেছেন । তবে 4×4 বিশিষ্ট নতুন মডেলের গাড়িগুলির দাম এখনও ঘোষণা করা হয়নি ।

মাহিন্দ্রা কোম্পানি গত বৃহস্পতিবার 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতার দিবসের দিনেই Thar ROXX নামক এক ন্যূনতম জনপ্রিয় মডেলের সাথে ভিন্ন কালার সম্পন্ন গাড়ি লঞ্চের ঘোষণা করেছেন । Thar ROXX গাড়িটি মূলত 6 টি ভিন্ন কালারের সাথে আসে । যথা – MX1 , MX3 , MX5 , AX3L , AX5L ও AX7L রয়েছে ।

 

* ডিজিটাল ফিচার ও অ্যাক্সেসরিজ :- 

মাহিন্দ্রা কোম্পানির Thar ROXX গাড়িটিতে অসাধারণ ফিচারের পাশাপাশি এক দরুন অ্যাক্সেসরিজ প্রদান করে । গাড়িটিতে 6 স্ল্যাট গ্রিল বিশিষ্ট C আকৃতির LED DRL যুক্ত লাইট হয়েছে । গাড়িটির সামনে Dual-Tone black ও grey ফিনিশিং এর পাশাপাশি একটি সাদা কালার যুক্ত বাম্পার রয়েছে । বাম্পারের হাউস গুলিতে Fogg ল্যাম্পসহ Turn Indicator রয়েছে । গাড়িগুলির সাইজের প্রোফাইল গুলিতে 18 ইঞ্চি যুক্ত ডুয়াল টোন বিশিষ্ট Alloy wheel এবং চারপাশে যাত্রীদের আরামের জন্য সাইড স্টেপার রয়েছে । এর পাশাপাশি গাড়ির লুকিং গ্লাসের নিচে “4×4” এর একটি নতুন ব্যাজ থাকছে ।

কোম্পানি ক্রেতাদের মন জয় করার জন্য ন্যূনতম Mahindra Thar ROXX মডেলের গাড়ির ভেতরে এক দারুন মনোরঞ্জনপূর্বক পরিষেবা প্রদান করেছে । গাড়িটিতে 10.25 ইঞ্চির মতো দারুন Digital Display রয়েছে । Harman kardon কোম্পানির সাউন্ড সিস্টেম এবং Penoramic সানরুফের পাশাপাশি রেয়ার এবং ফ্রন্টের আসনগুলিতে আরামদায়ক AC রয়েছে ।

নিরাপত্তার দিক থেকে গাড়িটিতে রয়েছে 6 টি এয়ার ব্যাগ , রয়েছে ECS অর্থাৎ Electronic Stability Control ও একটি TPMS অর্থাৎ Tyre Pressure Monitoring System । এর পাশাপাশি 360° এংগাইল যুক্ত ক্যামেরাও রয়েছে । এছাড়াও রয়েছে Cruise Control , Emergency ব্রেকিং এর জন্য Level-2 এর ADAS ( Advanced Driver Assistant System ) উপলব্ধ রয়েছে ।

* স্পেসিফিকেশন :-

মাহেন্দ্রা কোম্পানির এই ন্যূনতম Mahindra Thar ROXX মডেলের গাড়িগুলি মূলত 2 ইঞ্জিন বিশিষ্ট বিকল্পে রয়েছে । গাড়িটিতে 2 লিটার Turbo Petrol ইঞ্জিনের মধ্যে 178 BHP শক্তি ও 380 যুক্ত NM Torque সম্পন্ন ইঞ্জিন এবং 2.2 লিটার Disel চালিত ইঞ্জিনের মধ্যে 172 BHP শক্তি ও 370 যুক্ত NM Torque সম্পন্ন ইঞ্জিন উৎপন্ন করবে । এছাড়াও গাড়িটিতে 6 গিয়ার সম্পন্ন Autometic ও Menual ড্রাইভিংয়ের সিস্টেম উপলব্ধ রয়েছে । তবে এই মডেলের গাড়িগুলিতে কোম্পানি ন্যূনতম 4 Wheel Drive বিশিষ্ট 4×4 অপশনে লঞ্চ করবে বলে আশা রয়েছে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

2 thoughts on “Mahindra Thar ROXX :- দেশের সেরা 5 দরজা সম্পন্ন MahindraThar ROXX এর আগমন ! ক্রেতাদের ব্যাপক উত্তেজনা চলছে !”

  1. Pingback: Paris Paralympics 2024 :- প্যারিস প্যারালিম্পিকে ভারতের মোট মেডেল ট্যালি পদকের তালিকা ঘোষণা ! বিস্তারিত জানুন !

  2. Pingback: Arsenal vs Brighton :- আর্সেনাল বনাম ব্রাইটন দলের 29-30 আগস্টের খেলার সারাংশ জেনে নিন ! - Sambad Taranga

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top