Paris Paralympics 2024 :- প্যারিস প্যারালিম্পিকে ভারতের মোট মেডেল ট্যালি পদকের তালিকা ঘোষণা ! বিস্তারিত জানুন !

Paris Paralympics 2024 :- 2024 সালের প্যারিস প্যারালিম্পিক প্রতিযোগিতায় আপনারা অবশ্যই নজর রাখার চেষ্টা করুন । চলতি বছরে আমাদের বিশেষ পদকের তালিকা ভারতীয় প্যারা অ্যাথলেটিকদের জন্য এক অসাধারণ প্রচেষ্টা প্রদর্শন করে । তাই এ বছরের Paris Paralympic 2024 প্রতিযোগিতায় ভারতের মোট মেডেল ট্যালি পদকের তালিকা ঘোষণা করা হল ।

2024 সালে দেশ জুড়ে যখন প্যারালিম্পিক গেমের প্রতিষ্ঠার জন্য অনুসরণ করা হতে শুরু করে । এরই পাশে ভারত আরো একটি প্যারা এথলেটদের জন্য এক অসাধারণ গেম প্রতিষ্ঠার অনুসরণ করেছে । এই প্যারালিম্পিক প্রতিযোগিতাটি 2024 সালের 24 আগস্ট থেকে শুরু করে 4 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে । খেলাধুলায় সংকল্প , খেলোয়াড়ের শ্রেষ্ঠত্ব বজায় এবং দ্রিঠোতার পাশাপাশি নানা প্রতিশ্রুতির মধ্যে দিয়ে এক অসাধারণ প্রতিযোগিতামূলক খেলা প্রদান করবে । এই খেলাটি ভারতের কাছে খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে , তার কারণ দেশের প্যারা অ্যাথলেটিকরা নানান বৈষম্যিক কারণে তাদের অস্থায়ী পারফরম্যান্স দিয়ে পার করতে থাকে ।

Paris Paralympics 2024 সালের প্যারিস ইভেন্টে সর্বমোট 32 জন মহিলা এবং 84 জন প্যারা-অ্যাথলিট দ্বারা এই খেলাটি নির্মিত করা হয়েছে । প্যারালিম্পিক খেলা অনুসরনে ভারত আরও তিন প্রকার ন্যূনতম খেলার আত্মপ্রকাশ করেছে । যেখানে রয়েছে – প্যারা – সাইক্লিং , প্যারা – রোয়িং এবং অন্ধ জুডো । তাই এই খেলায় বিশেষভাবে মাইল ফলক চিহ্নিত করে প্রতিযোগিতাটি শুরু হবে । এই প্রতিযোগিতাটি চালু হওয়ায় ভারত বর্তমানে 12 টি ইভেন্টে লড়াই করবে , যা কিনা এই প্রতিযোগিতায় সর্বমোট 22 টি ইভেন্টে এক দারুন অবদান রাখবে ।

*এক নজরে :- আর্সেনাল বনাম ব্রাইটন দলের 29-30 আগস্টের খেলার সারাংশ জেনে নিন !

গত শুক্রবার 30 আগস্ট দিনের শুরুতেই সূর্যোদয়ের পাশাপাশি আমাদের সকল প্যারা-অ্যাথলেটরা তাদের নিজস্ব নির্বাচনকারী খেলায় বিশেষভাবে সংকল্প , দৃঠোতা এবং প্রতিভা প্রদান করতে প্রস্তুতি নিচ্ছে ।

* প্যারা – লিম্পিকসে ভারতের অভিযান :- 

ভারত সর্বপ্রথম 1968 সালে প্যারালিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । 1968 সালের পর থেকে ভারত বিভিন্ন ধরনের প্যারালিম্পিক প্রতিযোগিতায় বিশেষ শ্রেষ্ঠত্ব লাভ করতে শুরু করে । প্রতিনিয়ত বছরের পর বছর ধরে ভারতের বিশেষ দক্ষতা অর্জনকারী প্যারা-অ্যাথলেটরা অ্যাটলেটিক্স থেকে শুরু করে পাওয়ার লিফটিং এর পাশাপাশি আরো বিভিন্ন খেলায় বিশেষ বিশেষ ক্রীড়ায় দক্ষতা লাভ করেছে ।

তাই চলতি বছরে আরও একটি ন্যূনতম প্যারালিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতার পাশাপাশি চ্যাম্পিয়নশীপ অর্জন করবে । 1968 সাল থেকে ভারতীয় প্যারালিম্পিক দলের খেলোয়াড়রা দক্ষতার দিক থেকে স্বাভাবিক থাকলেও বর্তমানে দারুন শক্তিশালী হয়েছে । তাই 2024 সালের Paris Paralympic 2024 প্রতিযোগিতায় ভারত বেশ কয়েকটি আসনে ইতিহাস গড়ার চেষ্টায় রয়েছে ।

* 2024 সালের প্যারালিম্পিক অলিম্পিক প্রতিযোগিতায় ভারতের মোট মেডেল ট্যালি পদকের তালিকা ঘোষণা :- 

প্যারালিম্পিক ক্রিয়া প্রতিযোগিতায় পদক সংখ্যা এক বিশেষ গতিশীলতার পাশাপাশি খ্যাতি অর্জন করে । এই প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিনীরা দেশের খ্যাতি অর্জনকে প্রতিফলিত করে । 2024 সালের 30 আগস্টে ভারতের 2 জন প্রথম পদক অর্জন করেছিল । যেখানে অবনী লাখরা 10 মিটার AIR Rifle বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছিল , অপরদিকে মোনা আগরওয়াল 10 মিটার AIR Rifle প্রতিযোগিতায় SH1 ইভেন্ট বিজয় লাভ করে ব্রোঞ্জ পদক অর্জন করেছিল ।

এছাড়াও ভারতের অন্যান্য বিজয় প্রার্থীরা – প্রীতি পাল ফিমেল 100 মিটার দৌড় প্রতিযোগিতায় বিজয়ী লাভ করে ব্রোঞ্জ জিতেছিল , ঠিক সেই সময়ই মনিশ নারওয়াল নামক আরও এক দক্ষ খেলোয়াড় 10 মিটার AIR Pistal বিভাগে বিজয়ী লাভ করে রৌপ্য পদক অর্জন করেছিল ।

*আরও পড়ুন :- দেশের সেরা 5 দরজা সম্পন্ন MahindraThar ROXX এর আগমন ! ক্রেতাদের ব্যাপক উত্তেজনা চলছে !

*2024 সালের ভারতীয় প্যারালিম্পিক প্রতিযোগিতায় প্রথম পদক বিজয়ীদের তালিকা ঘোষণা :-

প্যারালিম্পিক প্রতিযোগিতায় ভারত বিশেষভাবে আত্মপ্রকাশ করার পর থেকে সর্বমোট 31 আসনে বিজয়ী লাভ করেছে । এদের মধ্যে – 9 টি রয়েছে স্বর্ণ আসন , 12 টি রৌপ্য এবং 10 টি ব্রোঞ্জ । উল্লিখিত অর্জন করা পদক গুলির মধ্যে বেশ কয়েকটি পদক 2020 সালে টোকিও বনাম ভারত প্রতিযোগিতায় অর্জন করা হয়েছিল ।

*প্রথম পদক বিজয়ীদের তালিকা ঘোষণা :-

মুরলীকান্ত পেট কর , ভীমরাও কেসরকর , যোগিন্দর সিং বেদি , দেবেন্দ্র ঝাঝারিয়া , রাজেন্দ্র সিং রাহেলু , গিরি সায়ন গৌরা , মারিয়াপান ঠাঙ্গা ভ্যালু , বরুণ সিং ভাটি , দেবেন্দ্র ঝাঝারিয়া , দীপা মালিক , ভাবিনা প্যাটেল , নিষাদ কুমার , অবনী লাকড়া , দেবেন্দ্র ঝাঝারিয়া , সুন্দর সিং গুরজার , যোগেশ কাটুনিয়া , সুমিত অন্তিল , সিংরাজ আধান , শরৎকুমার , প্রবীণ কুমার , মনোজ সরকার , প্রমোদ ভগত , মনীষ নারোয়াল , অরবিন্দ সিং , কৃষ্ণনগর , সুহাস ইয়াথিরাজ , মনা আগরওয়াল , প্রীতি পাল সমূখ ।

[wpforms id=”148″ description=”true”]

2 Trackbacks / Pingbacks

  1. Arsenal vs Brighton :- আর্সেনাল বনাম ব্রাইটন দলের 29-30 আগস্টের খেলার সারাংশ জেনে নিন ! - Sambad Taranga
  2. Uruguay vs Guatemala :- 2024 সালের 1 September উরুগুয়ে বনাম গুয়াতেমালা ফুটবল টিমের Prediction এবং ZSPN লাইভ আপডেট জেনে নিন ! - Sambad Taran

Leave a Reply

Your email address will not be published.


*