LPG Cylinder Price :- মাসের শুরুতেই হঠাৎ এলপিজি গ্যাসের দাম বাড়ল ! বিস্তারিত জানতে পোস্টটি পড়ুন !

New Delhi :- 2024 সালের 1 আগস্ট তারিখ থেকেই  LPG Cylinder Price বেড়ে গেল । রান্নার গ্যাসের হঠাৎ করে দাম বৃদ্ধি করায় সাধারণ জনগণ চমকে ওঠে । মাসের শুরুতেই দেশের সমস্ত সরকারি তেল এবং গ্যাস বিপণনকারী সংস্থা গুলি এলপিজি সিলিন্ডার গ্যাসের দামের পরিবর্তন করেছে । কিন্তু গত চার মাস ধরে গ্যাস সিলিন্ডারের দাম স্বল্প হওয়ায় জনগণের মনে স্বস্তি ছিল । কিন্তু এই মাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে জনগণ হঠাৎ চমকে গেল ।

১.৫. দেশের চারটি মেট্রোশহর অর্থাৎ কলকাতা , মুম্বাই , দিল্লি এবং চেন্নাইসমেত দেশগুলিতে  LPG Cylinder Priceবৃদ্ধি করা হয়েছে । চলতি বছরের আগস্ট মাসের শুরু থেকেই রান্নার গ্যাসের দামের এক ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে । তেল বিপণনকারী সংস্থার এলপিজি গ্যাসের দামের পরিবর্তন সম্পর্কে বিস্তারিত নীচে আলোচনা করা হল ।

২.৫. রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়ে বর্তমানে প্রত্যেক হোটেল , রেস্টুরেন্টে ব্যবহারকারী 19 কেজি গ্যাস সিলিন্ডারের দামের বৃদ্ধি করা হয়েছে , তবে গৃহস্থলী 14 কেজি গ্যাস সিলিন্ডারের দামের কোন পরিবর্তন করা হয়নি । দেশের সমস্ত সরকারি তেল সংস্থাগুলি এই 19 কেজি প্রতি গ্যাস সিলিন্ডার গুলির দাম 8-9 টাকা বৃদ্ধি করা হয়েছে । অন্যদিকে গৃহস্থালি সিলিন্ডারের দাম স্বাভাবিকই রয়েছে ।

আরও পড়ুন :- বেআইনিভাবে দখলদার জমি উচ্ছেদে নামল বুলডোজার ! শহরাঞ্চলের বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিরাট তোলপাড় !

৩.৫. জুন মাসের 1 লা তারিখ থেকেই সরকারের অন্তিম রেট অনুসারে প্রত্যেক 19 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 19 টাকা কমিয়ে 1,646 টাকা করা হয়েছিল । তবে আজ থেকে দিল্লিতে LPG Cylinder Price 6.50 টাকা বেড়ে গিয়ে 1,652.50 টাকা এবং কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম 8.50 টাকা বেড়ে গিয়ে 1,764.50 টাকায় দাঁড়ায় । তবে মুম্বাইতে 19 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য 1,605 টাকা এবং চেন্নাইয়ে 1,817 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ।

৪.৫. বিগত কয়েক মাস ধরেই 19 কেজি প্রত্যেক বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারগুলি ব্যবহারকারীদের জন্য কম দাম নেওয়া হচ্ছিল । তবে জুন মাসে বাণিজ্যিক বড় গ্যাস সিলিন্ডারগুলিতে 19 টাকা করে কম নেওয়া হলেও ভাই মাস থেকে এই 19 কেজি বড়ো গ্যাস সিলিন্ডারগুলিতে প্রায় 30 ঢাকা করে কম নেওয়া হচ্ছিল । ঠিক সেই সময়েই মে মাসের শুরুতেই প্রত্যেক 14 কেজি গৃহস্থালি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 19 টাকা কমানো হয়েছে ।

৫.৫. 2024 সালের 8 মার্চ নারী দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সমস্ত গৃহস্থালি LPG Cylinder Price 100 টাকা করে কমানোর জন্য নির্দেশ দিয়েছেন । এর আগেও নরেন্দ্র মোদি 7 মার্চ গৃহস্থালী গ্যাসের দাম কমার কারণে স্থানীয় জনগণকে দারুন স্বস্তি দিয়েছিল । গত 5 মাস যাবত গৃহস্থালী রান্নার গ্যাসের দামের কোন পরিবর্তন করা হয়নি কিন্তু 2025 সালের 31 মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী উজালা যোজনা সুবিধাভোগ কারি জনগণের কাছ থেকে 300 টাকা করে জরিমানা দেওয়ার ঘোষণা করেছিলেন ।

[wpforms id=”148″]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*