Google Map :- বর্তমানে Google Company তার সার্চ ইঞ্জিন গুলিতে AI এর মাধ্যমে আরও উন্নতমাণের পরিষেবাগুলি চালু করার পরিকল্পনা নিয়েছে । গুগল ম্যাপের এই পরিকল্পনার মধ্যে রয়েছে Google Map . জানা গিয়েছে , এই অ্যাপের মাধ্যমে যাত্রীদের কোনরকম অসুবিধা হবেনা । যাত্রীরা ন্যূনতম এই পরিষেবা প্রদানকারী Google Map AI এর মাধ্যমে অনায়াসেই সমস্ত রকম পথ ভ্রমণ করতে পারবে ।
পথে সাহায্যকারী AI পরিষেবাটি যাত্রীদের আরও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠবে । গুগল কোম্পানি Map এর পরিষেবাটিতে আধুনিক 6 প্রকার সুবিধা বাস্তবায়িত করেছে । যার ফলে যাত্রীরা Google Map এর মাধ্যমে নিখুঁতভাবে দেখতে পারবেন । এর ফলে জনগণের যাতায়াত আরও সুবিধা পূর্ণ হয়ে উঠবে । গুগলের এই 6 প্রকার পরিষেবাগুলিকে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ।
* Google map New 6 Features :-
1. Avoid Narrow Roads .
2. Flyover Alerts .
3. EV Charging Station .
4. Metro Ticket Booking .
5. Recommendations .
6. Report Feedback .
*আরও পড়ুন :- iphone এবং Car Play ইউজারদের জন্য Google Map নিয়ে এলো নূন্যতম Digital Speedometer পদ্ধতি …
1. Avoid Narrow Roads :-
Google Map গত পরিষেবা গুলিতে জটিলতম রাস্তার বিস্তারিত ধারণা পাওয়া যেতো না । গুগল জনগণের এইসব সমস্যার সমাধান করতে এই প্রযুক্তি নিয়ে এসেছে । এই প্রযুক্তিতে সবচেয়ে বেশি কার্যকরী হবে গাড়ির চালকদের জন্য । যাতে তাদের দূরবর্তী কোনো জায়গায় ভ্রমণের জন্য Google Map এর সাহায্যে কোনো রকম অসুবিধা না হয় । তাই বর্তমানে গুগল ম্যাপ Naro Roads এর সুবিধা দিয়ে চালকদের যাতায়াত আরোও সুবিধাপূর্ণ করে দিয়েছে ।
2. Flyover Alerts :-
চালকদের যাতায়াত করতে গিয়ে বিভিন্ন ধরনের ফ্লাইওভার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় । তবে অপরিচিত জায়গায় বেশি সমস্যা হয় । তাই চালকদের এইসব সমস্যা দূর করতে নিয়ে এসেছে নতুন Flyover Alerts এর সুবিধা । এই পরিষেবার মাধ্যমে দূরত্ব অনুযায়ী সামনে ফ্লাইওভার থাকলেও চালককে জানিয়ে দিতে সাহায্য করে । তবে এই সুবিধাটি বিভিন্ন গাড়িরচালক সহ সকলেই উপভোগ করতে পারবেন ।
*আরও পড়ুন :- ক্লাস 12 এর অয়ন মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত নিয়ে এলো , তার কেরামতিতে অবাক সারা বিশ্ব …
3. EV Charging Station :-
বিশ্বে ইলেকট্রিক গাড়ির সংখ্যাও দ্রুতগতিতে বেড়ে চলেছে । তাই বর্তমান ভারতবর্ষে গুগল EV Charging Station এর জন্য 8000 এরও বেশি চার্জিং স্টেশন অন্তর্ভুক্ত করেছে । ইলেকট্রিক গাড়িগুলি চার্জ দেওয়ার জন্য Google map এ ইভি চার্জিংএর স্টেশন অনুসন্ধানের জন্য কোনো পরিষেবা ছিল না । তাই এই পরিষেবার মাধ্যমে ইভি চার্জিং সম্পন্ন গাড়ির চালকেরা ওনায়াশেই নিকটবর্তী স্টেশন পেতে সাহায্যপ্রাপ্ত হবেন ।
4. Metro Ticket Booking :-
google ভারত সহ অন্যান্য দেশগুলির মধ্যেও এই পরিষেবাটি বাস্তবায়িত করেছে । মুম্বাই , দিল্লি ও চেন্নাইয়ে ও এই পরিষেবা চালু হয়ে গিয়েছে । এই ম্যাপের সাহায্যেই সরাসরি আপনারা মেট্রো ট্রেনের Ticket Booking করতে পারবেন । এর ফলে স্টেশনে টিকিট কাটার জন্য না গিয়ে গাড়ি থেকেই সরাসরি এই পরিষেবার মাধ্যমে টিকিট কেটে ট্রেনে চড়তে পারবেন ।
5. Popular Recommendations :-
বন্ধুদের সাথে কিংবা আত্মীয়দের সাথে গুগল ম্যাপের সাহায্যে নিয়ে আপনারা কোথাও ঘুরতে যাবেন ? হ্যাঁ আপনারা এই অ্যাপের মাধ্যমেই যেকোনো ধরনের রাস্তা নির্ভয়ে এই ম্যাপের সাহায্য নিয়েই যেতে পারবেন । নিজ সহ অন্যদের সাথেও এই ম্যাপ শেয়ার করার সুবিধাও উপভোগ করতে পারবেন ।
6. Report Feedback :-
এই নূন্যতম পরিষেবার মাধ্যমে গাড়ির চালকেরা ট্রাফিক সমস্যাগুলি রিপোর্ট করতে পারবেন । এর ফলে গাড়ির চালকরা দূরবর্তী কঠিনতম ট্রাফিক জ্যাম এড়িয়ে যেতে সুবিধা পাবেন । বর্তমানে বিভিন্ন ডিজিটাল পরিষেবা অর্থাৎ Car play , IOS , Android সিস্টেমগুলিতে এই পরিষেবা উপভোগ করতে পারবেন ।