Ticketless Passengers :- ভারতীয় রেল আধিকারিকের টিকিট পরীক্ষক ও RPF কর্মীরা উত্তর প্রদেশের কোষী কালান স্টেশনের বিনা টিকিটে যাতায়াতকারী যাত্রীদের জন্য প্রায় 8 টি এক্সপ্রেস ট্রেনগুলির ওপর আচমকা অভিযান চালায় । অভিযানের পর বেশ কিছু বিনা টিকিটের যাত্রীরা ধরা পড়েছিল । দেখা যাচ্ছিল তারা টিকিট পরীক্ষকদের দেখে কেউ কেউ টয়লেটে , কেউ বা দরজার আড়ালে লুকানোর চেষ্টা করছিল । কিন্তু শত চেষ্টার পরেও তারা ব্যর্থতা লাভ করে এবং অবশেষে তারা রেলপুলিশের হাতে ধরা পড়ে যায় ।
বিনা টিকিটেই তারা ট্রেনের কামরার বিভিন্ন সংরক্ষিত আসনগুলি দখল করে নেয় । এমনকি তারা বীনা টিকিটে যাতায়াত করে অভ্যাস বানিয়ে ফেলেছে । ফলে এক্সপ্রেসে যাতায়াতকারী সংরক্ষিত যাত্রীদের যাতায়াতে বিরাট অসুবিধা সৃষ্টি হয় । আবারও অনেকসময় এদেরই মধ্যে কিছু বেপরোয়া লোক রয়েছে । যারা ট্রেনের টয়লেটের ভেতর , দরজার আড়ালে এমনকি কেউ কেউ সিটে বসে থেকেই প্রাণের সুখে ধূমপান করেন ।
এই সমস্ত বিনা টিকিতে যাতায়াতকারী যাত্রীদের প্রায়শই অভিযোগ ওঠে । সম্প্রতি ঘটনাগুলি ঘটে উত্তর প্রদেশের কোষী কালান স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে দেখা যায় । তাই এই সমস্যার সমাধানের জন্য ভারতীয় রেল সরকার করা পদক্ষেপ নিচ্ছে । ওই তারিখেই রেলপুলিশকর্মীরা কোষী কালান ডিভিশনের কোচগুলিতে অভিযান চালিয়ে 82,360 টাকা বিনা টিকিটে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় । সেই কোচগুলিতে বিনা টিকিটে যাতায়াতকারী 124 জন যাত্রীদের কাছ থেকে 81,170 টাকা আদায় করা হয় । তাদের মধ্যে 100 জন যাত্রীদের কোনো রকম Authorisation Paper মজুত ছিল না । এমনকি উদ্ধার করা 30 জন যাত্রী পুরোপুরি মদ্যপ অবস্থায় ছিলেন ।
*আরও পড়ুন :- রেল সরকার যাত্রীদের জন্য নিয়ে এল এক দারুন খবর ! এখন থেকে এই রুটেই ছুটবে ভারতীয় ‘বুলেট ট্রেন ‘!
উল্লিখিত তারিখেই ভারতীয় রেল আধিকারিকের টিকিট চেকিং কর্মচারী ও RPF কর্মীরা শিয়ালদহ ডিভিশনের কোচগুলির ওপর অভিযান চালিয়ে প্রায় 2,460,560 টাকা জরিমানা আদায় করেছে । এছাড়াও বেশ কিছু যাত্রীরা বিনা টিকিটের পাশাপাশি মাল সহ জিনিসপত্রের টিকিট না কেটেও ঢুকে পড়তো । এইসবের ওপরেও রেলপুলিশ 3261 টি কেস দায়ের করেছে । এদের কাছ থেকে সর্বমোট 5,663,80 টাকা জরিমানা উদ্ধার করা হয় ।
রেল পুলিশকর্মীরা টিকিট চেকিংয়ের জন্য – শিয়ালদহ স্টেশনের রানাঘাট , দমদম জংশন , বালিগঞ্জ জংশন , দমদম ক্যান্টনমেন্ট , শান্তিপুর , শিয়ালদহ , ব্যারাকপুর সহ বারাসাত জংশন গুলিতেও অভিযান চালানো করে । যেহেতু এইসমস্ত জায়গাগুলিতেই যাত্রীদের ট্রেনে চলাচলের সংখ্যা বৃদ্ধি হচ্ছে । তাই রেল পুলিশের কর্মকর্তারা ওই স্টেশনগুলির ওপরেই সর্বপ্রথম ভাবে পদক্ষেপ নিয়েছেন । রিলসূত্রে জানা গিয়েছে রেল যাত্রীদের সংখ্যা বৃদ্ধি ও প্ল্যাটফর্মের ট্রেনে যাতায়াতকারী টিকিট সচেতনতা রাখা কারণেই রেল সরকারের Ticket Checking এর পরিকল্পনাটি বাস্তবায়িত করে ।