One8 Commune ( হায়দ্রাবাদ ) :– শহরাঞ্চলের সামাজিক সমৃদ্ধরূপী পরিবেশ ও বন্ধনশালী পরিবেশকে নিয়ে বিরাট কোহলি One8 Commune নামক এক ন্যূনতম রেস্তোয়ার খুললেন হায়দ্রাবাদের Hi-Tech সিটিতে । হোটেলটির পরিবেশ ও আচার-আচরণসহ গতিশীলতা শহরাঞ্চলের বহু মানুষের মনকে প্রভাবিত করে । সাধারণত এই হোটেলটি হায়দ্রাবাদের Hi-Tech শহরের বানজারা অথবা জুবিলি হিলস নামক পাড়ায় অবস্থিত ।
1.6 One8 Commune এর বিশেষত্ব এই যে এটি একটি অক্সিজেন যোগ্য উষ্ণ ও সচ্ছল পরিবেশের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার সরবরাহ করে । এছাড়াও এই হোটেলের আচার-আচরণ সহ খাবার সরবরাহের গতিশীলতা শহরাঞ্চলের জনগণের মনকে কেড়ে নেয় ।
2.6 নিজস্ব অভিজ্ঞতায় বিরাট কোহলি বলেছেন , ” হোটেলটি আমার RCB ফ্যানদের সাথে প্রথম সাক্ষাৎ করার জন্য এই জায়গাটি বেছে নিয়েছিলেন । তার পাশাপাশি জায়গাটির উষ্ণ ও শীতল পরিবেশের আবহাওয়া সত্যিই আমাকে উন্মুক্ত করে । এছাড়াও আমি মনে করি One8 Commune শহরের অন্যান্য রেস্টুরেন্ট এর তুলনায় এক বিশেষ জায়গা দখল করবে ।”
3.6 হোটেলটির Renesa Architects দ্বারা সমৃদ্ধ একটি মহল তৈরি হয়েছে । যেখানে ন্যূনতম টেক্সচার প্রিন্ট এর দ্বারা দেয়ালটিকে সাজানো হয়েছে এবং স্টুডিও রেনেসাঁর দ্বারা বিভিন্ন ধরনের আঁকানো মূর্তি আছে । এর পাশাপাশি বিভিন্ন কারুকার্য সহ আরামদায়ক চেয়ার টেবিলের পাশাপাশি এক লাক্সারি পরিবেশ রয়েছে ।
*এক নজরে :- কঙ্গনার গালে থাপ্পর মারা মহিলার জন্য লাখ টাকার পুরস্কার বিতরণের ঘোষণা ! বিস্তারিত ঘটনাটি জেনে নিন ….
4.6 হোটেলটির সবচেয়ে আকর্ষণীয়তা হল , প্রবেশপথে এক লম্বা বেতের মতো ক্লাস্টারযুক্ত আলো প্রদান করে । এরূপ লাইটের বিস্ময়কর চমক জনগণের মনকে আকর্ষণীয় করে তোলে । এখানকার পরিবেশের ঝাঁকজমক ব্যক্তির ইন্দ্রিয়ের সামঞ্জস্যতা বজায় রাখে । One8 Commune এর সহ-মালিক ভার্তিক তিহার ও Head of marketing এর মালিক সুশ্রী বৈষ্ণব বলেন , তাদের একমাত্র লক্ষ্য হল সুশৃঙ্খল অনুভূতির পাশাপাশি এক শীতল ও আমন্ত্রণমূলক পরিবেশ জনগণকে আমন্ত্রণ জানায় ।
*আরও পড়ুন :- ভরসার গুগল ম্যাপ সরাসরি পুকুরে নিয়ে গিয়ে ফেলল ! যাত্রীরা কোনমতে নিজেদের প্রাণ বাঁচালেন ….
5.6 বিরাট কোহলির সর্বপ্রিয় খাবার মাশরুম গুগলির পাশাপাশি Avokado Tartar এর মতো মুখরোচক খাবারের পাশাপাশি খাদ্য উৎসাহিদের জন্য এক স্বাচ্ছন্দ্য পরিবেশ প্রদান করে । ভারতের বিভিন্ন আঞ্চলিক খাবার ও সোয়া হালিমের মতো উদ্ভাবনী খাবারের পাশাপাশি – বাঁশের বিরিয়ানি , বেডলি চিলি পনির , হায়দ্রাবাদের সুস্বাদু ডাল সহ আরও বিভিন্ন ধরনের মুখরোচক খাবার সরবরাহ করা হয় One8 Commune -এ ।
6.6 এছাড়াও ভারতীয় বিভিন্ন Drinking আইটেম গুলির মধ্যে রয়েছে – আমাদের Signature সহ Community Cocktail , Keramel Pop , Collective Coak ইত্যাদির সাথে One8 Commune এক স্বাচ্ছন্দময়ী পরিবেশ প্রদান করে ।
Pingback: Sonakshi & Zaheer marriage news :- বিয়ের পর একদিকে শ্বশুর কে প্রণাম , অপরদিকে জাহিরের কর্মকান্ডে লজ্জিত সোনাক্ষী ! ক
Pingback: Dhoni Birthday Celebration 2024 :- সালমান খান নিজেই এসে মাঝরাতে ধোনির 43তম জন্মদিন পালন করলেন ! পাশে ভিডিও কলে ঋতুরাজও স
Pingback: Trisha Kumar Rip :- মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল কিষান কুমার ও তার স্ত্রী তানিয়া ! বিস্তারিত জানুন !