
Agartala to Guwahati Vande Bharat Express:- আগরতলা থেকে গৌহাটি যাতায়াতকারী সকল রেলযাত্রীদের জন্য দারুন সুখবর । ভারতীয় রেল সরকারের তত্ত্বাবধানে উত্তর-পূর্বাঞ্চলে যাতায়াতের জন্য আরও 1 টি বন্দে ভারত ট্রেন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে । বর্তমানে এই রুটে 1 টি বন্দে ভারত চলাচল করছে, যা পশ্চিমবঙ্গের 3 টি জেলা ও অন্যান্য 4 টি স্টেশনের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে চলাচল করে ।
চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) দ্বারা নির্মিত এই বন্দে ভারত ট্রেন যাতায়াতক্ষেত্রে এক ঐশ্বর্যশীল বিপ্লব এনেছে । এই হাই স্পিড ট্রেনটি যাত্রীদের যেমন যাতায়াতে সুবিধা প্রদান করে, ঠিক তেমনি স্বল্প সময়েই রেল যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন ।
বর্তমানে ভারতীয় রেল সরকারের অনুপ্রেরণায় আগরতলা থেকে গুহাটি নতুন যাত্রাপথে আরও 1টি বন্দেভারত ট্রেন চলাচলের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে । যদিও ট্রেনটি ত্রিপুরার যাত্রীদের জন্য প্রথম ট্রেন হবে, কিন্তু আসামে যাতায়াতকারী যাত্রীদের পক্ষে এটি দ্বিতীয় বন্দে ভারত ট্রেন হবে ।
* Agartala to Guwahati Vande Bharat express ট্রেনটি কোন রুটে ছুটছে?
রেলসূত্রে জানা গিয়েছে, এই নতুন vande Bharat ট্রেনটি আগরতলা থেকে গুয়াহাটি যাতায়াতকারী 561 কিলোমিটার অতিক্রম করতে কমপক্ষে 9 ঘন্টারও কম সময়ে লাগবে । বর্তমানে আগরতলা ও গুয়াহাটি শহর দুটির মধ্যে 4 টি বন্দে ভারত চলাচল করবে । যেগুলি হল, তেজস এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আগরতলা-দেওঘর এক্সপ্রেস । এছাড়াও পশ্চিমবঙ্গের 3 টি জেলা ও অন্যান্য 4 টি স্টেশনের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে চলাচল করবে ।
* Agartala to Guwahati Vande Bharat express এর সময়সূচী:-
1. আগরতলা থেকে ছাড়ার সময় সকাল 06:00 am এবং গুয়াহাটি পৌঁছানোর সম্ভাব্য সময় দুপুর 14:00pm ।
2. গুয়াহাটি থেকে ছাড়ার সময় বিকাল 15:00pm এবং আগরতলা পৌঁছানোর সম্ভাব্য সময় রাত 23:30pm ।
3. রেলওয়ে সরকারের অনুপ্রেরণায় ট্রেনটি আগরতলা থেকে গুয়াহাটি যাত্রাপথে সপ্তাহে 6দিন চলাচল করবে ।
* Agartala to Guwahati Vande Bharat express এ যাতায়াতে ভাড়া কত হবে?
আগরতলা ও গুয়াহাটি শহর দুটির মধ্যে 4 টি বন্দে ভারত চলাচল করবে । যেগুলির মধ্যে একটি বন্দে ভারত ট্রেনে 8টি কোচ থাকবে এবং দুই ধরনের বসার ক্যাপাসিটি থাকবে । যেমন- AC চেয়ারকার এবং এক্সিকিউটিভ চেয়ারকার । তাই আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার ক্ষেত্রে AC চেয়ারকারের জন্য 1600- 1700 টাকা ভাড়া হতে পারে । অন্যদিকে এক্সিকিউটিভ AC চেয়ারকারের জন্য 2100- 2400 টাকা ভাড়া হতে পারে ।
Leave a Reply