Phonepe র দিন শেষ, এখন নতুন Device Tokenisation-এর মাধ্যমে নিরাপদ ও সহজে লেনদেন করুন !”

Phonepe device Tokenisation

Device Tokenisation:- টাকা লেনদেনের ক্ষেত্রে বর্তমান সময়ে এমন কেউই বাকি নেই যে, Phonepe ব্যবহার করেন না । পকেটে ক্যাশ পয়সা না থাকলেও এখন কোন সমস্যায় পড়তে হয় না, এই ফোনের মাধ্যমেই ট্রানজেকশন করা সম্ভব হয় । তবে এবার এই Phonepe তে এক আধুনিকতর পরিবর্তন নিয়ে আসা হয়েছে । এখন আপনার মনে প্রশ্ন ওঠে, এই ঘোষণা কি সত্য? আর, সত্যি হলেও কি সেই নতুন পদ্ধতি?

ফিনটেক জায়ান্ট PhonePe সম্প্রতি ক্রেডিট ও ডেবিট কার্ডের জন্য Device Tokenisation সলিউশন চালু করার ঘোষণা দিয়েছে ফোনপে সরকার । এই নতুন সলিউশনের মাধ্যমে, ব্যবহারকারীরা এখন PhonePe অ্যাপে তাদের কার্ড টোকেনাইজ করতে পারবেন, যাতে লেনদেন আরও নিরাপত্তা বৃদ্ধি করবে । এই সুবিধার আওতায় ব্যবহারকারীরা কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, ভ্রমণ টিকিট বুকিং, বীমা ক্রয় এবং পিন কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন । 

PhonePe-এর কর্মকর্তা (CTO) রাহুল চারি বলেছেন, এই উদ্যোগটি ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও নিরাপদ ও সহজলভ্য করার দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করবে । তিনি আরও বলেছেন যে, কোম্পানিটি এই পরিষেবাকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা করছে । এর মাধ্যমে অতিরিক্ত কার্ড পেমেন্ট নেটওয়ার্কগুলির সাথে একত্রিতকরণ এবং সমস্ত PhonePe পিজি (PG) ব্যবসায়ীদের জন্য টোকেনাইজড কার্ডের মত সুবিধা চালু করতে চলেছে । এর ফলে ব্যবহারকারীদের জন্য লেনদেন আরও নিরাপদ ও সহজশীল হয়ে উঠবে ।

কোম্পানির মতে, Device Tokenisation প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা নানাবিধ সুবিধা পাবেন । তাই PhonePe গ্রাহকদের এখন থেকে উচ্চশীল প্লাটফর্মের তথ্য সংরক্ষণ কিংবা লেনদেনের ক্ষেত্রে CVV নম্বর প্রবেশ করানোরও প্রয়োজন হবে না । এই প্রক্রিয়ায় লেনদেনের ক্ষেত্রে সাফল্যের হারও বৃদ্ধি পাবে এবং চেকআউটের সময় টাকা হারানোর সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাবে । 

এই ন্যূনতম টোকেনাইজড কার্ডগুলি ফোনপের সঙ্গে সংরক্ষিত থাকার ফলেই চুরি হওয়া, হারিয়ে যাওয়া কিংবা জালিয়াতির ক্ষেত্রেও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যা ব্যবহারকারীদের আরও শক্তিশালী সুরক্ষা প্রদান করে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*