
Lokkhir Bhandar :- ভারতীয় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য একাধিক পরিকল্পনা চালু করেছেন । যার নাম হলো লক্ষীর ভান্ডার, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের উপভোক্তা মহিলাদের একাউন্টে প্রত্যেক মাসে টাকা পাঠানো হয় রাজ্যের মাধ্যমে । এদের মধ্যে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতিমাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে 1,200 টাকা করে দেওয়া হয । এরই মাঝে আরো অনেক নূন্যতম উপভোক্তাকারী মহিলারা এই প্রকল্পের জন্য দুয়ারে সরকারে গিয়ে আবেদন জমা দিয়েছেন । কিন্তু এবার অনেকেরই মনে প্রশ্ন ওঠে, এই প্রকল্পের টাকা একাউন্টে কবে ঢুকবে?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিগত 2021 সালের বিধানসভার ভোটের পর এই প্রকল্প চালু করা হয়েছিল । এই প্রকল্প চালু হওয়ার শুরুতেই সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য 1,000 টাকা করে একাউন্টে পাঠানো হত । তবে গত বছর 2024 সাল থেকে এর পরিমাণ বাড়ানো হয় । আনুমানিক 500 টাকা করে বাড়বে বলে জানা গিয়েছে ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ মহিলারা আর্থিক দিক থেকে ব্যাপক সুবিধা পাচ্ছেন । এই প্রকল্প এখনো পর্যন্ত চালু রয়েছে, রাজ্যের উপভোক্তা মহিলাদের জন্য । এছাড়াও কয়েক মাস অন্তর অন্তর দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে বহু মহিলা আবেদন করে থাকেন । তাই আবেদনকারী মহিলারা অনেকেই ভাবছেন, রাজ্য সরকার এই প্রকল্পের টাকা কবে পাঠাবে ।
তাই এখন আর চিন্তার কোন কারণ নেই । বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন Lokkhir Bhandar প্রকল্পের সমস্ত বিবরণ সূচি । তাই আসুন এখনই জেনে নিন এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন ।
1. https://socialsecurity.wb.gov.in/ ওয়েবসাইটে প্রবেশ করুন।
2. এরপর ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশনে ক্লিক করুন ।
3. সেখানে ‘অ্যাপ্লিকেশন আইডি’, ‘মোবাইল নম্বর’, ‘আধার কার্ড নম্বর’ এবং ‘স্বাস্থ্যসাথী কার্ড নম্বর’ – এই চারটি বিকল্প দেখতে পাবেন । এর মধ্যে যেকোনো একটি বিকল্প নির্বাচন করে সংশ্লিষ্ট তথ্য টাইপ করুন।
4. এরপর ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে সার্চ বাটনে ক্লিক করুন।
5. সর্বশেষ 9 সংখ্যার অ্যাপ্লিকেশন আইডি এবং আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে প্রদর্শিত হবে ।
Leave a Reply