
AC local Train, কলকাতা:- দীর্ঘদিন ধরেই রেলপথে চলাকালীন গ্রীষ্মকালের তীব্র গরমে যাত্রীদের ঠাসাঠাসিতে নাজেহাল অবস্থা হয়ে পড়ে যাত্রীদের । তাই ভারতীয় রেল সরকার যাত্রীদের এই সমস্ত ভোগান্তি দূর করতে ন্যূনতম পদ্ধতি বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছেন । তবে আপাততভাবে শিয়ালদহ ডিভিশন স্টেশনের একটি রুটে একটি এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে ।
এছাড়াও 2017 সালে মুম্বাইয়ে প্রথম AC local Train চালু হয়েছিল । তবে বর্তমানে পূর্বরেলও এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে । যেখানে শিয়ালদহ ডিভিশনে ইতিমধ্যেই রেল বোর্ডের কাছে অনুমতির জন্য আবেদন করেছে । প্রাথমিকভাবে, একটি নির্দিষ্ট রুটে একটি এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে । তবে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নির্মাণাধীন এসি লোকাল ট্রেনটি হাওড়া নাকি শিয়ালদহ ডিভিশনে চলবে, তা এখনও স্পষ্ট নয় ।
আরও পড়ুন:- সাইবার হুমকির ঝুঁকিতে 400 প্রতিরক্ষা ড্রোন ক্রয়ের 3 চুক্তি বাতিল।
তাই রেল বোর্ডের অনুমতি বিল পাস করলে পরে চেন্নাইয়ের এন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি কোচ শিয়ালদহে আসবে । শিয়ালদহ রেল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এসি লোকাল ট্রেন চালানোর জন্য নতুন করে কোনো অতিরিক্ত পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজন নেই । 2022 সালে রেল বোর্ডের কাছে একটি চিঠি পাঠিয়ে পরীক্ষামূলকভাবে একটি এসি লোকাল ট্রেন চালু করার অনুমতি চাওয়া হয়েছিল । তবে এখনও পর্যন্ত কোন নির্দিষ্ট রুটে এই ট্রেনটি চালানো হবে বা এর ভাড়া কত হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ।
এছাড়াও মুম্বইয়ে প্রথম AC local Train চালু হওয়ার সময় ভাড়া ছিল 50 টাকা । তবে, উচ্চ ভাড়ার কারণে শুরুতে যাত্রীদের মধ্যে তেমন সাড়া পাওয়া যায়নি । পরবর্তীতে, ভাড়া কমিয়ে 25 টাকা করা হলে পরিস্থিতি বদলে যায় এবং যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় । এই পরিবর্তনের ফলে এসি লোকাল ট্রেনের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং যাত্রীরা এই সুবিধাকে আরও বেশি গ্রহণ করতে শুরু করেন ।
পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, সাধারণ বাসের তুলনায় ভাড়া বেশি হলেও এসি পরিষেবা যাত্রীদের কাছে ভালোই সাড়া পাচ্ছে । কলকাতা মেট্রোতে ইতিমধ্যে এসি রেক চালু রয়েছে, এবং এবার সেই ধারাবাহিকতায় লোকাল ট্রেনেও এসি পরিষেবা চালু করার পরিকল্পনা করা হচ্ছে । শিয়ালদহ বিভাগের এক আধিকারিক জানান, ‘‘ বর্তমানে পরিকাঠামো প্রস্তুত রয়েছে । আমরা ইতিপূর্বে রেল বোর্ডকে এই বিষয়ে চিঠিও দিয়েছি ।’’ তবে শিয়ালদহে কোন রুটে এসি লোকাল ট্রেন চালানো হবে এবং ভাড়া কত হবে, সেই বিষয়ে এখনও কোনো খবর পাওয়া যায়নি।
Leave a Reply