গ্রীষ্মকালের স্বস্তি মেটাতে প্রস্তুত ICF AC local Train. ভাড়া কত? কোন রুটে ছুটবে এই ট্রেন?

AC local Train

AC local Train, কলকাতা:- দীর্ঘদিন ধরেই রেলপথে চলাকালীন গ্রীষ্মকালের তীব্র গরমে  যাত্রীদের ঠাসাঠাসিতে নাজেহাল অবস্থা হয়ে পড়ে যাত্রীদের । তাই ভারতীয় রেল সরকার যাত্রীদের এই সমস্ত ভোগান্তি দূর করতে ন্যূনতম পদ্ধতি বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছেন । তবে আপাততভাবে শিয়ালদহ ডিভিশন স্টেশনের একটি রুটে একটি এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে ।

এছাড়াও 2017 সালে মুম্বাইয়ে প্রথম AC local Train চালু হয়েছিল । তবে বর্তমানে পূর্বরেলও এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে । যেখানে শিয়ালদহ ডিভিশনে ইতিমধ্যেই রেল বোর্ডের কাছে অনুমতির জন্য আবেদন করেছে । প্রাথমিকভাবে, একটি নির্দিষ্ট রুটে একটি এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে । তবে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নির্মাণাধীন এসি লোকাল ট্রেনটি হাওড়া নাকি শিয়ালদহ ডিভিশনে চলবে, তা এখনও স্পষ্ট নয় ।

আরও পড়ুন:- সাইবার হুমকির ঝুঁকিতে 400 প্রতিরক্ষা ড্রোন ক্রয়ের 3 চুক্তি বাতিল।

তাই রেল বোর্ডের অনুমতি বিল পাস করলে পরে চেন্নাইয়ের এন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি কোচ শিয়ালদহে আসবে । শিয়ালদহ রেল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এসি লোকাল ট্রেন চালানোর জন্য নতুন করে কোনো অতিরিক্ত পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজন নেই । 2022 সালে রেল বোর্ডের কাছে একটি চিঠি পাঠিয়ে পরীক্ষামূলকভাবে একটি এসি লোকাল ট্রেন চালু করার অনুমতি চাওয়া হয়েছিল । তবে এখনও পর্যন্ত কোন নির্দিষ্ট রুটে এই ট্রেনটি চালানো হবে বা এর ভাড়া কত হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি । 

এছাড়াও মুম্বইয়ে প্রথম AC local Train চালু হওয়ার সময় ভাড়া ছিল 50 টাকা । তবে, উচ্চ ভাড়ার কারণে শুরুতে যাত্রীদের মধ্যে তেমন সাড়া পাওয়া যায়নি । পরবর্তীতে, ভাড়া কমিয়ে 25 টাকা করা হলে পরিস্থিতি বদলে যায় এবং যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় । এই পরিবর্তনের ফলে এসি লোকাল ট্রেনের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং যাত্রীরা এই সুবিধাকে আরও বেশি গ্রহণ করতে শুরু করেন ।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, সাধারণ বাসের তুলনায় ভাড়া বেশি হলেও এসি পরিষেবা যাত্রীদের কাছে ভালোই সাড়া পাচ্ছে । কলকাতা মেট্রোতে ইতিমধ্যে এসি রেক চালু রয়েছে, এবং এবার সেই ধারাবাহিকতায় লোকাল ট্রেনেও এসি পরিষেবা চালু করার পরিকল্পনা করা হচ্ছে । শিয়ালদহ বিভাগের এক আধিকারিক জানান, ‘‘ বর্তমানে পরিকাঠামো প্রস্তুত রয়েছে । আমরা ইতিপূর্বে রেল বোর্ডকে এই বিষয়ে চিঠিও দিয়েছি ।’’ তবে শিয়ালদহে কোন রুটে এসি লোকাল ট্রেন চালানো হবে এবং ভাড়া কত হবে, সেই বিষয়ে এখনও কোনো খবর পাওয়া যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*