Saif Ali khan:-“মেডিক্লেম রিপোর্টের পর্দা ফাঁস !” দাবি 35 লক্ষ টাকা , ইনস্যুরেন্স 25 লক্ষ টাকা !

Saif Ali khan:- নানান ধরনের জটিলতম চিকিৎসার মধ্য দিয়ে অভিনেতা সইফ আলী খানের স্বাস্থ্য বীমার রিপোর্ট ফাঁস হয়ে যায় । এই নিয়ে অভিনেতাদের মধ্যে বিরাট সংশয় তৈরি হয়েছে, কি করে এ গোপন তথ্য সোশ্যাল মিডিয়ার হেন্ডেলে ফাঁস হয়ে যায় ?

অভিনেতা Saif Ali Khan এর আক্রমণের প্রায় 72 ঘন্টা পেরিয়ে গিয়েছে । এরপর গত বৃহস্পতিবার তার নিজস্ব বাড়ি বান্দ্রাতে এক হিংসাত্মক ছুরির হামলার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয় । যদিও তিনি বর্তমানে নিকটবর্তী নার্সিংহোমে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন ।

এ দিনের হামলায় তার বাড়িতে এক অচেনা- অজানা ব্যক্তি প্রবেশ করেন । এরপরই শরিফের সঙ্গে সেই ব্যক্তির মারাত্মক সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে অভিনেতার গায়ে একাধিক ছুরির আঘাত লেগে তিনি আহত হন । এরপর তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে নিশ্চিত করে এক সংক্রামুক্ত পর্যবেক্ষণে রেখেছেন ।

এরই মাঝে চিকিৎসার জটিলতার মধ্যে দিয়ে অভিনেতার Saif Ali Khan এর স্বাস্থ্য বীমার রিপোর্ট ফাঁস হয়ে যায় । এই নিয়ে তাদের মধ্যে নানান কৌতূহল সৃষ্টি হয়, কি করে এই গোপন তথ্য সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে ফাঁস হতে পারে ? এর পিছনে কার হাত রয়েছে ? রিপোর্টের পর্দা ফাঁসে নেটিজেনদের মধ্যেও নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিনেতার ওপর ।

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া সইফের তথ্য নিশ্চিত করেন সইফ নিভা বুপা হেলথ ইনসিওরেন্স একজন পলিসি হোল্ডার । উক্ত রিপোর্টে দেখা যায়, অভিনেতা তার চিকিৎসার জন্য মোট 35.95 লক্ষ টাকা দাবি করেন, যার মধ্যে প্রায় 25 লক্ষ টাকায় ইতিমধ্যে হেলথ ইনসিওরেন্সের কর্তৃক জমা দেওয়া হয়েছে । তবে এই রিপোর্ট টি তার দলীয় সদস্যের আইডি, রোগ নির্ণয় এবং রুম বিভাগের মতন 21 জানুয়ারির রিলিজের তারিখের মতো গোপনীয়তার আওতায় আনা হয়েছিল ।

সাম্প্রতিক এক বিবৃতির মাধ্যমে নিভা বুপা অভিনেতার প্রতি তাদের সমবেদনা এবং সহযোগিতার মনোভাব প্রকাশ করেছেন । পাশাপাশি সইফের ভক্তরাও তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top