July Revolution:- আগামী 15 জানুয়ারি ‘জুলাই বিপ্লবের’ ঘোষণা ! আন্দোলনে বিএনপি নেতার কী দাবি ?

July revolution

July Revolution:- আগামী 15 জানুয়ারি তারিখের মধ্যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জমা দেওয়ার জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা । যদিও প্রথম থেকেই ঘোষণাপত্র তারা নিজেরাই দিতে চেয়েছিলেন । তবে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের অ মতের কারনে সরকারিভাবে ঘোষণাপত্রটি প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয় ।

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ‘জুলাই বিপ্লব’ ঘোষণাপত্রের যে দায়িত্ব নেওয়া হয়েছিল, তাকে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল সমর্থন করেন । যদিও প্রথম দিকে এই রাজনৈতিক দলের ঘোষণা পত্র নিয়ে নানান কৌতুহল দেখা দিয়েছিল । যা বর্তমানে কিছুটা স্বস্তি দেখা গিয়েছে । তবে এই আন্দোলনটি কিভাবে তৈরি হবে, কী কী নথিভুক্ত করা হবে, এই নিয়ে বিএনপি দলের নেতাদের কী দাবি রয়েছে, তাই নিয়ে নানান কৌতূহল দেখা দিয়েছে ।

অন্যদিকে বিএনপি’র দায়িত্বশীল নেতারা বলছেন, তারা এই আগস্টে কেবলমাত্র জুলাইয়ের 30 দিনের গণঅভ্যর্থনের নয়, বিগত 16 বছরের থেকে চলে আসা আন্দোলনের ত্যাগের স্বীকৃতি চাওয়া হবে , বলেছেন বিএনপি মহাসচিব মীরজাফর শফিকুল ইসলাম আলমগীর ।

আরও পড়ুন:- 31 ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের’ ঘোষণাপত্র! উদ্দেশ্য উপাদান ও মুজিব বাদীদের সমাপ্তি নিয়ে হাসনাতের বক্তব্য প্রকাশ !

তারা মনে করেন এই আন্দোলনে বিগত 16 বছরের সংগ্রাম ঘুম, খুন, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম ও রাজনৈতিক দলের ভূমিকা এসবই নথিভুক্ত করতে হবে । ফ্যাসিবাদী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সহমত হয়ে এই কর্মসূচি শুরু করতে হবে ।

আসলে বিএনপি দল মনে করেন, জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যর্থান এবং এই অভ্যর্থানের পর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠনের সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছেন । এরপর সরকার গঠনের 5 মাস পর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার সুযোগ দেয় ।

যদিও ছাত্র সমাজের জুলাই বিপ্লবের এই ঘোষণাপত্র নিয়ে ভিন্ন মত রয়েছে দেশের অন্যান্য রাজনৈতিক দল বিএনপি’র । তারা এটাকে বিপ্লব নয় বরং গণঅভ্যর্থন হিসেবে মনে করে । ফলে প্রোক্লেমেশন নয়, গণঅভ্যর্থন নিয়ে একটি জাতীয় ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে বলে মনে করেন উক্ত দলটি ।

আরও পড়ুন :- পর্দা ফাঁস মার্কিন যুক্তরাষ্ট্রের, আল-জোলানির মাথার বিনিময়ে 10 মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা!

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top