Gold Price in 2025:- দৈনন্দিন জীবনে নানান জিনিসপত্রের মধ্যে সোনা এক অন্যতম ভূমিকা পালন করে । পরপর বছর পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সোনাও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে । বিবাহ, অন্নপ্রাশন কিংবা অন্যত্র অনুষ্ঠানেও সোনার ব্যবহার অপরিহার্য ।
গত বছর 2024 সালটি ছিল সোনার ক্রয়ের এক স্মরণীয় বছর । ওই বছরে সোনার মূল্য বিশ্ব রেকর্ড গড়েছিল, এমনকি রিটার্ন এর ক্ষেত্রেও শেয়ার বাজারকে পেছনে ফেলে দিয়েছিল । বছরের শেষে সোনার দামে নানান উত্থান পতন হওয়ার পরেও ক্রেতাদের মধ্যে সোনা ক্রয়ের প্রতি এক উদ্যোগ ছিল ।
সোনা যে শুধুমাত্র অলংকার তা নয়, অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত সোনা সকলের কাছেই এক মূল্যবান ধাতু হিসেবে ব্যবহৃত হয় । এই সোনাকে যে কোন অনুষ্ঠানের শুভ কাজে ব্যবহার করা হয় । তবে সোনার বাজারে ক্ষেত্রে গত বছর 2024 সালটি ছিল রেকর্ড গড়া । ওই বছরে রিটার্নের দিক থেকে শেয়ার বাজার কেউ পিছনে ফেলে দিয়েছিল । তবে এই বছর 2025 সালে সোনার দামে কি পরিবর্তন হতে পারে তা জানার বিষয় । US -CPI ডেটার প্রতীক্ষায় সোনার দরে 2,700$ এর ঊর্ধ্বমুখী প্রভাব । বিস্তারিত জানুন ..
আন্তর্জাতিক বাজারের রেকর্ড অনুযায়ী জানা গিয়েছে 2024 সালে প্রায় 27 শতাংশ রিটার্ট দিয়েছে সোনা । যা নিফটির 50% থেকেও অধিক । ওই বছর অক্টোবর মাসে সোনার দাম ছিল প্রতি আউন্সে 2788.54 ডলার । যা 2010 সালের পর 2024 সালে রেকর্ড গড়া ।
বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেও সোনার দাম একই রকম বৃদ্ধি থাকতে পারে । তারা এও বলেছেন, 2025 সালের শেষের দিকে সোনার দাম প্রতি আউন্স প্রায় 2900 ডলারে পৌঁছে যাবে যেখানে সিটি গ্রুপ এবং গোল্ডম্যান সেক্স 3000 ডলার এ পৌঁছোবে ।
অর্থনৈতিক বাজার অনুযায়ী নতুন বছরে সোনার সামঞ্জস্যতা এবং রিয়েল স্টেট থেকে একটি কঠিন চ্যালেঞ্জের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে । পাশাপাশি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলেছেন, বিশ্ব অর্থনীতি স্থিতিশীল থাকলে সীমিত পরিসরে সোনা ক্রয় করা হবে । বর্তমানে দেশে সোনার চাহিদা ক্রমশ বেড়েই চলেছে । অপরদিকে নভেম্বর মাসে স্বর্ণের আমদানি 4 গুণ বেড়ে যাওয়ায় দেশের বাণিজ্যিক ঘাটতি 37.8 বিলিয়ন ডলারে পৌঁছোয় ।