Toto Blust:- হঠাৎ চলন্ত টোটোর বিস্ফোরণে চালকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে আশেপাশে । এরপরই এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় । ঘটনাটি ঘটে মালদা শহরে বিকেলের দিকে । এরপর খবর মাধ্যমে পুলিশকে প্রশাসনকে জানানো হলে এই বিষয়ে নানান চিন্তাধারা প্রকাশ করেন ।
খবর মাধ্যমে জানা গিয়েছে, ঘটনাটি বুধবার মালদা শহরের সংলগ্ন ঘোরাপির এলাকার এলাকায় । এলাকার মধ্য দিয়ে চলতে থাকা একটি চলন্ত টোটো হঠাৎ বিস্ফোরণ হয় । বিস্ফোরনে সেই টোটো চালকের দেহ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে আশেপাশে । এমনকি বিস্ফোরণে চালকের মাথা সহ পড়ে গিয়ে পড়ে পাশের বাড়ির এক জানালার ধারে ।
চালকের হাত, পা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে রাস্তায় । বিস্ফোরণের পরেই সংলগ্ন এলাকায় সেই টোটোর বিস্ফোরণের ধোঁয়ায় ভরে যায় । এরপরে খবর মাধ্যমে স্থানীয় অঞ্চলের পুলিশ প্রশাসনকে জানানো হয় । ইতিমধ্যেই থানার পুলিশ এসে সেই ঘটনার রীতিমতো ভাবে তদন্ত শুরু করেন । উক্ত ঘটনায় মালদা শহর জুড়ে এক বিরাট চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় । আরও পড়ুন:- “টোটো চালিয়ে মাসে 20,000 টাকা আয় !” খরচ, মুনাফা ও কেনার পদ্ধতি জেনে নিন…
বিশেষজ্ঞদের মতে, রাজ্যে এই ধরনের বিস্ফোরণ নজিরবিহীন দৃষ্টিতে পড়ে । এরপর স্থানীয় এলাকার জনগণদের মতানুযায়ী জানা যায়, টোটোতে করে কাঠের দরজা ও কাঠ মিস্ত্রির সামগ্রী ছিল । মূলত টোটোটি মালদা শহরের বাগ বাড়ি স্ট্যান্ড থেকে 20 মিটার দূরে রাজ্য সড়কে হঠাৎ বিস্ফোরণে উড়ে যায় এবং ইতিমধ্যেই ছড়িয়ে পড়ে চালকের দেহাবশেষ ।
ঘটনার পরে সংলগ্ন এলাকার জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়ে । তবে সেই টোটোতে অন্য কোন যাত্রী না থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে ।
এছাড়াও বিষ্ফোরণে পার্শ্ববর্তী বাড়ির এক বাসিন্দা জানিয়েছেন, পার্শ্ববর্তী বাড়িতে লোকসহ হঠাৎ এক আচমকা শব্দ শুনে তারা বেরিয়ে এসে দেখেন প্রচন্ড ধোঁয়ায় ছড়িয়ে পড়ে আশেপাশে এবং তারা দেখেন একটি টোটো ব্লাস্ট হয়ে টোটোর চালকের দেহাবশেষ ছড়িয়ে পড়ে আশেপাশে । তবে তাদের মধ্যে প্রশ্ন ওঠে এটা কি টোটোর ব্যাটারির কারণেই ব্লাস্ট হয়েছে ? নাকি এর পেছনে অন্য কিছুর হাত রয়েছে ?
স্কুটির ধাক্কায় ভয়ংকর দুর্ঘটনা, কিন্তু কীভাবে বাঁচলেন তরুণ? জানুন ভিডিওতে …