Viral video of bike accident:- একজন বাইকারের ভয়ঙ্কর দুর্ঘটনার মুখ থেকে অলৌকিকভাবে জানে প্রাণে বেঁচে যাওয়ার ভিডিও সমাজমাধ্যমে দারুন ভাবে ভাইরাল হচ্ছে । এই দুর্ঘটনাটি ঘটেছে একটি ব্যস্ততম সড়কে, যেখান থেকে এই ভিডিওটি পোস্ট করার পর ভাইরাল হয়েছে । বাইকারের এই ভিডিওটি দেখে হতবাক মানুষ ।
ভিডিওতে দেখা যায়, সাদা জামা ও কালো প্যান্ট পরা এক যুবক বাইক নিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খায় । ধাক্কার কারণে যুবকটি কয়েক ফুট উড়াল দিয়ে সামনের দিক থেকে ছুটে আসা একটি পিকআপ ট্রাকের সঙ্গে তার স্কুটার ধাক্কা খায় । এরপরই যুবক ছিটকে গিয়ে সরাসরি ট্রাকের বানেটের সামনে গিয়ে পরে । এত বড় দুর্ঘটনা হওয়া সত্ত্বেও যুবকের গায়ে কোনও রকম আঘাত লাগেনি ।
এরপর দুর্ঘটনার পরই যুবককে নিজের স্কুটার তুলতে দেখা যায় । তার এই প্রতিক্রিয়া দেখে আশেপাশের পথচারীরা থমকে দাঁড়িয়ে যান, । আবার কেউ কেউ তার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকেন । তবে রাস্তার ডিভাইডার পার হতে গেলেই এমন ভয়ানক দুর্ঘটনা ঘটে থাকে । আরও পড়ুন:- “20 বছর বয়সেই বছরে আয় 367 কোটি টাকা!” দিনে 1 কোটিরও বেশি আয় করা এই মডেল কে?
এই ভিডিওটি ‘ঘর কা কালেশ’ নামের একটি এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে । যা থেকে মনে হয় এটি ভারতের কোনো ভীড়গম রাস্তায় ঘটে যাওয়া ঘটনা । ভিডিওটি ছড়িয়ে পড়ার পর লক্ষেরও বেশি মানুষ এটি দেখেছেন এবং নানান মন্তব্যও করেছেন ।
কেউ কেউ বলছেন, এটি ভাগ্যের খেলা । আবার কেউ যুবকের স্কুটার চালানোর দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন ।
তবে এই দুর্ঘটনা একটি স্পষ্ট বার্তা দেয় যে—রাস্তায় সব সময় সতর্ক থাকা একান্ত জরুরি । এই দুর্ঘটনার ভিডিওটি রাস্তায় নিয়ম মেনে চলার গুরুত্বকে আরও একবার মনে করিয়ে দিয়েছে ।
” নিউজিল্যান্ড মন্ত্রিসভায় হানারাহিতি মাইপিকলাইতের ‘কামা তে, কামা তে’ ভিডিও ভাইরাল !”