Sophie Rain:- “20 বছর বয়সেই বছরে আয় 367 কোটি টাকা!” দিনে 1 কোটিরও বেশি আয় করা এই মডেল কে?

Sophie Rain:- বর্তমানকালে instagram, facebook ও youtube এর মাধ্যমে ভিডিও বানিয়ে বহু টাকা রোজগার করা যায় । ঠিক তেমনি এক মডেল হলেন সোফি রেইন । তিনি নানান ধরনের ভিডিও বানিয়ে প্রতি মাসে বহু টাকা রোজগার করছেন । এরই মাঝে সমাজ মাধ্যমে ভিডিও বানিয়ে তার প্রতিমাসসহ বাৎসরিক রোজগারের একটি স্ক্রিনশট তার টুইটারের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ।

বর্তমানকালে সমাজ মাধ্যমে ভিডিও বানিয়ে বহু টাকা রোজগার করা যায় । তা কখনো ইউটিউবে হোক বা instagram অথবা ফেসবুকেই হোক । নিজের বানানো ভিডিও লোকেদের কাছে জনপ্রিয় হলে তারা সাবস্ক্রাইব করে এবং সেই অনুযায়ী বহু মডেলরা রোজগার করার পাশাপাশি অন্যান্য অ্যাকাউন্টগুলিও আয়প্রাপ্য হন ।

তবে অপরদিকে ভালো কোয়ালিটি ও উন্নত মানের চলচ্চিত্র দের জন্য রয়েছে প্রফেশনাল চ্যানেল । যেখানে বিশেষ বিশেষ ভিডিওগুলি নেটিজেনদের নজর কাড়ে । তেমনি একটি সাইট হল #Only Fans । এই প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন ধরনের মডেলদের ভিডিও পাওয়া যায় । এমনকি এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিও বানিয়ে কোটিরও বেশি টাকা রোজগার করছেন বহু মডেলরা ।

তেমনি তাদের মধ্যে এক জনপ্রিয় মডেল হলেন সোফি রেইন । তিনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিও বানিয়ে নিজে প্রমাণ করে দিয়েছেন যে এই প্লাটফর্মের মাধ্যমে কোটি টাকারও বেশি টাকা রোজগার করা যায় । তিনি টুইটারে নিজস্ব একাউন্টে টুইট করে তার ইনকামের স্ক্রিনশট শেয়ার করেছিলেন ।

” নিউজিল্যান্ড মন্ত্রিসভায় হানারাহিতি মাইপিকলাইতের ‘কামা তে, কামা তে’ ভিডিও ভাইরাল !”

সোফির স্ক্রিনশট করা ছবিতে তিনি গত 2023 সালের 28 নভেম্বর থেকে চলতি বছর 2024 সালের 28 নভেম্বর পর্যন্ত বাৎসরিক আয়ের স্ক্রিনশট নিয়েছিলেন । তার আয় অনুযায়ী মার্কিন ডলারে যার পরিমাণ মূলত- 4 কোটি 34 লক্ষ 77 হাজার 695 টাকা । ভারতীয় বাজারে যার মূল্য প্রায় 367 কোটি টাকা ।

মাত্র 20 বছর বয়সী এই মডেলের দৈনিক, মাসিক ও বাৎসরিক রোজগার দেখে বলিউডের সেলিব্রিটিরাও চমকে গিয়েছেন । তবে যে যাই বলুক তিনি অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছেন, এটাই তিনি দাবি রাখেন ।

তিনি আরও জানিয়েছেন, সমাজ মাধ্যম থেকে যখন তার ইনকাম হচ্ছিল না তখনকার সময়ে তার বাবা রাস্তার পাশে একটি রেস্তোরাঁ চালাত এবং সেখান থেকেই তাদের সংসারের আয়-ব্যয় নির্ভর করতো । তাই নিজের পরিবারের আর্থিক সংকট মেটানোর জন্য তিনি এই সমাজ মাধ্যমটি প্ল্যাটফর্মটি বেছে নিয়েছিলেন ।

এরপরই প্রচন্ড কষ্টের মাধ্যমে এই প্লাটফর্মের মাধ্যমে ভিডিও বানিয়ে বর্তমানে তার instagram একাউন্টে পাঁচ কোটিরও বেশি ফলোয়ার এবং টুইটারের এক্স হ্যান্ডেলে তার আড়াই কোটিরও বেশি ফলোয়ার রয়েছে । বিরাট কষ্টের মাঝে তারা এখন সুখে জীবন যাপন করছেন ।

“সোশ্যাল মিডিয়ার ভাইরাল নোবেল রবিনসন এখন বাংলাদেশে !”

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top