Bikini Wedding:- “বেনারসির বিকিনি পরে বিবাহ সম্পন্ন তরুণীর!” তরুণীর এই কাহিনীর পেছনের রহস্য জানেন কী?

Bikini Wedding:- এদিনের সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, এক তরুণী বিকিনি পরেই বিবাহ সম্পন্ন করলেন । ইতিমধ্যেই বিবাহ সম্পন্নের পর তাদের এই ছবি সমাজ মাধ্যমে দারুনভাবে ভাইরাল হতে শুরু করে । ছবি দেখেছেন না কেউ কেউ তার এই কাহিনীটার উপর তারিফ করছেন আমার কেউ কেউ ঘৃনা প্রকাশ করছেন ।

তবে লোকমুখে নানান প্রশ্ন উঠছে, কেউ কেউ বলছেন তরুণীর এই কাহিনীর রহস্য কী ? তাই আসুন জেনে নিই তরুণীর বিকিনি পড়ে বিবাহ সম্পন্নের কারণ কী ছিল ?

খবর মাধ্যমে জানা গিয়েছে, তরুণীর বাড়ি লখনউ । তরুণী তার বিয়েতে বেনারসি বস্ত্রের তৈরি বিকিনি পরেই বিয়ে করছেন । এই কাহিনীকে উপেক্ষা করে সমাজ মাধ্যমের কেউ কেউ তার তারিফও করছেন, আবার কেউ কেউ সেই বিবাহের ছবির প্রতি নিন্দাও প্রকাশ করছেন ।

ভিডিওর কমেন্টের মাধ্যমে কেউ কেউ তাকে আবার বলেছেন, বিকিনি পরে বিয়ে করায় তরুণী ভারতীয় হিন্দু সম্প্রদায়ের বিবাহের প্রথাকে ক্ষুন্ন করেছেন । আবার কেউ বলছেন, বিয়ে করার সময় এমন পোশাক পরিচ্ছদ কী ঠিক ? আরও পড়ুন:- “শক্তিমানকে ফিরিয়ে আনা খুবই প্রয়োজন ! কারণ, বর্তমান প্রজন্ম অন্ধকার পথে !”

কিন্তু ছবিটি কি আদৌ সত্যি? এটা ঘিরেও প্রশ্ন নেটমাধ্যমে । ভাইরাল ছবিতে দেখা গিয়েছে এক তরুণী কনের বেশে, বরকে মালা পরাবেন বলে দাঁড়িয়ে রয়েছেন।

তবে মেয়েটির এই বিবাহের ভিডিওটি কি আদৌ সত্য নাকি মিথ্যা ? এই নিয়ে সমাজমাধ্যমে লোকেদের মুখে নানান ধরনের কটাক্ষ মন্তব্যও করেছেন ।

এছাড়াও দেখা যায় মেয়েটির হাতে মেহেন্দি এবং গলায় গহনা পরা থাকলেও মহিলার পোশাক হিসাবে রয়েছে শুধুমাত্রই বিকিনি, এ কেমন কথা । তবে বিবাহে তরুণীর বরের পোশাক স্বাভাবিকই ছিল ।

তবে তরুণীর বিকিনি পরে বিবাহের ছবির সত্যতা যাচাই করতে নিউজ 18 ‘ডিপফেক ডিটেক্টিং টুল’ TrueMedia.org এর ব্যবহার করেছেন । সেখান থেকেই এই ছবি প্রকাশ্যে পাওয়া যায় ।

স্বস্তিকার ঠোটকাটা মন্তব্য, “বাথরুমের দৃশ্য দেখে প্রস্রাবই করতে পারিনি!”

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top