MoMo:- মম, মোমো কিংবা মঃম—এই নাম নিয়ে চলমান বিতর্ক যেন থামতেই চায় না । এমনকি রন্ধনশিল্পীরাও এই প্রশ্নের সঠিক উত্তর দিতে গিয়ে বিব্রত হয়ে যান । কারণ, মোমোর কোনো সুনির্দিষ্ট অর্থ নেই । এর উৎপত্তিরও সেরকম কোন প্রচলিত নয় ।
![](https://sambadtaranga.in/wp-content/uploads/2024/11/Copy-of-পশ্চিমবঙ্গ-সরকার-জুনিয়র-ডাক্তারদের-দেওয়া-সময়সীমা-লঙ্খন-করেছে-_20241125_144328_0000-1024x576.jpg)
সাধারণত মম বলতে, মূলত ময়দা ও মাংসের এক চমৎকার মিশ্রণে তৈরি খাদ্য । অনেকে মনে করেন, এই দুটি উপাদানের প্রাথমিক অক্ষর মিলিয়েই হয়তো তৈরি হয়েছে ‘মম’। আবার অনেকে বলেছেন, অতীতে কাঠমান্ডুর বণিকরা ব্যবসার উদ্দেশ্যে তিব্বতে যেতেন । সেখানেই তারা ঠান্ডার মরশুমে ‘মোঃমো’ নামে একটি খাবারের স্বাদ গ্রহণ করেন । এরপর তারা দেশে ফিরে এসে সেই খাবার নিজের বাড়িতেই বানানোর চেষ্টা করেন । তারপর থেকেই তিব্বতির মোঃমো কাঠমান্ডুর ‘মঃমচা’তে রূপান্তরিত হয়ে আমাদের দেশে দারুণভাবে প্রচলিত হতে শুরু করে ।
এরই মাঝে তারা মম নিয়ে আলোচনার জন্য কাঠমান্ডুর নেপাল প্রজ্ঞা প্রতিস্থান ভবনের মাননীয় ‘মমমন্ত্রী হরিবাহাদুর’ এক আকর্ষণীয় ভাষণ রাখেন । ভাষণে তিনি বলেছেন,“কল্পনা করুন, যদি মম না থাকত, তাহলে কী হতো? আমরা কি অনাহারে ভুগতাম ? নাকি দেশে দুর্ভিক্ষ জন্মাত ?
“টোটো চালিয়ে মাসে 20,000 টাকা আয় !” খরচ, মুনাফা ও কেনার পদ্ধতি জেনে নিন…
তবে যে যাই বলুক, বর্তমানে মম আমাদের জীবনের এক অবিচ্ছেদের অংশ হয়ে দাঁড়িয়েছে । তাই বন্ধুদের সঙ্গে আড্ডাই হোক কিংবা অফিসের বিরতির সময়ই হোক আবার কোনো সামাজিক অনুষ্ঠানই হোক, সবখানেই মম যেন অপরিহার্য ভূমিকা রাখে ।”
![](https://sambadtaranga.in/wp-content/uploads/2024/11/Copy-of-পশ্চিমবঙ্গ-সরকার-জুনিয়র-ডাক্তারদের-দেওয়া-সময়সীমা-লঙ্খন-করেছে-_20241125_144656_0000-1024x576.jpg)
বর্তমান যুগের মমকে যদি শুধুমাত্র খাওয়ার উপকরণী বলা হয়, তাহলে ভুল হবে বরং এটি একটি অর্থনৈতিক চক্রের কেন্দ্রবিন্দু বলা যায় । তার কারণ এর মাধ্যমে পশুখাদ্য ও কুমড়োর মতো কম জনপ্রিয় উপকরণ কাজে লাগানো হয় । এছাড়াও মম বিক্রির সঙ্গে যুক্ত দেশের হাজারো দোকানদার, শ্রমিক এবং ময়দা বিনিয়োগকারী কোম্পানিগুলিও ।
![](https://sambadtaranga.in/wp-content/uploads/2024/11/Copy-of-পশ্চিমবঙ্গ-সরকার-জুনিয়র-ডাক্তারদের-দেওয়া-সময়সীমা-লঙ্খন-করেছে-_20241125_144241_0000-1024x576.jpg)
সাধারণত মমর মধ্যে নানা প্রকারের রয়েছে । ভেজ মম, ঝোল মম, স্টিমড মম, ফ্রাইড মম, চিলি মম, এমনকি আগুনে পুড়িয়েও মম বানানো হয় । বেশিরভাগ ক্ষেত্রেই মমর জনপ্রিয় লোকেরা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে মেনু দেখার পরেও শেষ পর্যন্ত মমই অর্ডার দেন । এটি এমন একটি খাবার, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ।
তীব্র চাহিদার কারণে মম- তিব্বত ও ভারতের সঙ্গে সম্পর্কে ব্যাপক প্রভাব ফেলেছে । বিশেষত মম তৈরির জন্য রোগাক্রান্ত ও বৃদ্ধ পশু ভারত থেকে আমদানির ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ দিয়েছে ।
“ট্রেনে সাপ হাতে যাত্রীর তাণ্ডব ভাইরাল ভিডিও !” টাকা না দিলে গায়ে ছাড়ার হুমকি…