Shahrukh Khan :- শাহরুখের ঘড়ির দাম জানলে অবাক হবেন, এই দামে মিলবে একাধিক ফ্ল্যাট ও গাড়ি!

Shahrukh Khan :- বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে তো আপনার অবশ্যই চেনেন । শাহরুখ যদিও তিনি বলিউডের এক মুকুটহীন রাজা, তবে তার মেজাজও এক রাজার মত । এরই মাঝে শাহরুখ খানের ম্যানেজার পুরা পূজা দালাল নিয়ে তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যেখানে শাহরুখ পড়নে কালো প্যান্ট এর সঙ্গে চকলেট রঙের শার্ট এবং লেদার জ্যাকেট । বয়সের দিক থেকে 60 এর কাছাকাছি পৌঁছে গেলেও পোস্ট করা ছবি দেখে যেন মনে হচ্ছে 26 বছরের যুবককে টেক্কা দিচ্ছেন ।

Shahrukh Khan .

শাহরুখ খানের ম্যানেজার পূজা দালানীর সোশ্যাল মিডিয়া শেয়ার করা ছবিতে শাহরুখ খানকে পরনে নামি দামি ব্র্যান্ডের বোতাম খোলা বাদামি শার্টের পাশাপাশি জ্যাক্ জোনস এর চকচকে কালো ব্লেজারে দেখা যায় । এছাড়াও ডিপ সবুজ প্যান্টের সঙ্গে ব্রোঞ্জ বেল্টসহ গলায় সোনার চেন ও হ্যান্ডসাম দাড়িতে শাহরুখ খানের লুকটি ছিল পুরো কিং খান ।

তার এই সুদর্শন ছবির পাশাপাশি আরও কিছু বিষয় নজর করা আবশ্যক, তার হাতের ঘড়ি এবং গলার চেন । তার এই দারুণ পার্সোনালিটির ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলিউডের বাদশা Shahrukh Khan বহু বিতরণী অনুষ্ঠানে iifa Awards হাসিল করেছেন । এরই মাঝে কোন এক বিতরণীসভার অনুষ্ঠানে তিনি এই ছবিটি তুলেছিলেন ।

“লোগান পল ও মিস্টার বিস্টের সঙ্গে সাক্ষাৎ শিল্পা শেট্টির !” বিস্তারিত জানুন কি হলো সেখানে !”

* শাহরুখ খানের হাতঘড়ির পেছনের রহস্য জানেন কি :-

শাহরুখ খানের পূর্বে থেকেই পোশাক পরিচ্ছদের পাশাপাশি হাতঘড়ির ওপরেও দারুন শখ রয়েছে । এছাড়াও তার কাছে বিশ্বের নামিদামি কোম্পানির ঘড়িও রয়েছে, যার দাম প্রায় কোটি টাকারও বেশি । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবিতে তার হাতে অডেমার্স পিগুয়েন্ট ব্র্যান্ডের ঘড়ি দেখা যায় । এই ঘড়িটি 18 ক্যারেট রোজ গোল্ড দিয়ে তৈরি একটি মাস্টারপিস হাতঘড়ি । যেখানে দেখা যায় ঘড়ির চারপাশে লাল রঙের মনি যুক্ত করা ।

এই Iconic Timepiece টি Royal Oak এর স্বতন্ত্র অস্টভুজাকার বেজেল ও ডায়ালপ্যাড নিয়ে গঠিত, যা অভ্যন্তরীণ জটিল যান্ত্রিকতা প্রকাশ করে । এই বিলাসবহুল ঘড়িটি প্রেমিকদের জন্য এক অত্যন্ত আকর্ষণীয় মডেল প্রদর্শন করে । ভারতীয় বাজারে এই অসাধারণ ঘড়ির দাম প্রায় 4 কোটি 60 লক্ষ্য টাকা ।

তৃণমূল কাউন্সিলর অনন্যা বধূবেসে প্রকাশ্যে এসে শঙ্করদাকে বললেন, “আমায় সামলে নিও।”

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top