Kanchan-Sreemoyee :-“সপ্তাহখানেক বয়স, এখনই কাকে খুঁজছে কাঞ্চন-কন্যা কৃষভি? ফাঁস …?” শ্রীময়ী প্রকাশ্যে কি বললেন…

Kanchan-Sreemoyee :- গত 2 নভেম্বররে কাঞ্চন-শ্রীময়ীর জীবনে একটি ছোট্ট কৃষভীর জন্ম হওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ার নেটিজেন্ডদের মুখে দারুন ভাবে চর্চায় হচ্ছে । এরই মাঝে শ্রীময়ী চট্টরাজ তার সন্তানের অঙ্গি-ভঙ্গিমা দেখে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, “তার সন্তান কাউকে খুঁজে বেড়াচ্ছে।”

Kanchan-Sreemoyee বিয়ের 8 মাসের মধ্যেই তাদের পরিবারে জন্মগ্রহণ সন্তান । জন্মগ্রহণের সপ্তাহ পেরোতে না পেরোতেই কে কাউকে খুঁজে বেড়াচ্ছে বলে মনে করেন তার মা ।

এরপর ইনস্টাগ্রামে তার সন্তানের ভিডিও পোস্ট করার পর, তৎক্ষণাৎ তার পূর্বের বন্ধু সেই পোস্টটিকে তার আইডিতেও রিশেয়ার করেন । প্রিয়বন্ধুর শেয়ার করা পোস্ট দেখে শ্রীময়ী তার মেয়েকে দেখার জন্য তাকে বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানান এবং তিনি জানান “ছোট্ট কৃষভী তাকে হয়তো খুঁজছে।” শ্রীময়ীর উত্তরে সে জানান, “অতি শীঘ্রই যাবেন তিনি, যেহেতু তার ছোট্ট পুচকি তাকে মনে করছে ।”

“আমার ভালোবাসার মূল্য তোমার সাধ্যের বাইরে !” মন্তব্য স্বস্তিকা মুখার্জির !

পাশাপাশি তিনি গত বৃহস্পতিবার বাড়িতে আসার পর খবর মাধ্যমে জানান যে, আমাদের জীবনের সেরা খবরটি আমরা জানাতে পেরে খুবই খুশি । তার সন্তানের জন্মের বিষয়ে এখন ও পর্যন্ত বুঝতে পারছেন না তিনি, “আমি কী সত্যি মা হয়েছি ? ওকে দেখলে ঠিক যেন পুতুলের মত লাগছে ।”

এরপর তিনি নিজের বাচ্চার অঙ্গভঙ্গির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, খিদে পেলে সে চিৎকার করে কাঁদে, এমনও হতে পারে যে নতুন জায়গা বলে সে ঠিক কিছু বুঝতে পারছে না ।

অপরদিকে শিশুর দেখাশোনার ভিত্তিতে শ্রীময়ী জানায় রাত জাগার বিষয়ে কাঞ্চন একেবারে তৈরি । তবে শুধুমাত্র রাত জাগাই নয়, কাঞ্চন এই কদিন ধরে পুরো রাত জেগে মেয়ের ন্যাপী বদলানো থেকে শুরু করে সবকিছু করতে প্রস্তুত ছিলেন । এমনকি তিনি সিসিটিভি ফুটেছে প্রতিনিয়ত দেখেই যাচ্ছিলেন, মেয়ের কোনো অসুবিধা হচ্ছে কিনা ।

বিষ্ণোই গ্যাংয়ের পুলিশসূত্রে ধৃত 7 জন আসামী ! রাজস্থানের বড় অভিযানের পথে গ্রেপ্তার !

 “নরম, ছোট্ট গোলাপি শরীর !” শ্রীময়ীর ভালোবাসায় কাঞ্চন-কন্যা কৃষভির প্রকাশ্যে প্রথম ছবি !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top