R G Kar Protest (কলকাতা) :- বিগত আগস্ট মাসে ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজে একজন চিকিৎসকের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সড়ক পথে একের পর এক জুনিয়ার ডাক্তারদের মিছিল চলতে থাকে । এরইমাঝে আরজিকর মামলায় এদিন সুপ্রিমকোর্টের রায় ঘোষণা করার পর রাজ্যের জুনিয়ার ডাক্তারদের মুখে নানান ধরনের স্লোগান শোনা যায় । মিছিলে উপস্থিত জুনিয়র চিকিৎসক দেবাশীষ হালদার উক্ত মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সংবাদমাধ্যমে তিনি জানান, “গত 3 মাস পর মানুষ আস্থা হারাচ্ছে, কি পেলাম, কি পেলাম না ?”
একের পর এক সপ্তাহ পেরিয়ে যাবার পর রাজ্যের কেন্দ্রীয় গোয়েন্দাসংস্থা সিবিআই সরকার সুপ্রিমকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ায় গত বৃহস্পতিবার আরজিকর মামলার শুনানি প্রকাশ হয় । পাশাপাশি আদালত সিবিআইকে তদন্ত চালিয়ে যাবার নির্দেশ দেয় ।
ফের আবারও মিছিলের ডাক ! সিবিআই তদন্তে আরজিকর কান্ডের প্রকাশ্যে শেষ রিপোর্ট ঘোষণা !
আর জি কর মামলায় সুপ্রিমকোর্টের শুনানি ঘোষণা করার পর জুনিয়ার চিকিৎসক দেবাশীষ হালদার বলেন, ক্যালেন্ডার অনুযায়ী R G Kar মামলায় আজকের দিন নিয়ে তিন মাস সম্পন্ন হল । তাই সুপ্রিমকোর্টের দীর্ঘ 3 মাস পর শুনানি ঘোষণা করার বিষয়টা রাজ্যের বিচার ব্যবস্থাই বলুন কিংবা সিবিআই বলুন, এতে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট হচ্ছে । যতদিন না পর্যন্ত এই মামলার সঠিক শুনানি প্রকাশ্যে অপরাধীকে বের করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এদের ওপর কোন চাপ সৃষ্টি করতে পারছি না । ঠিক তেমনি ততদিন পর্যন্ত আমরা সঠিক ন্যায় বিচার পাচ্ছি না ততদিন পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করেই চলব ।
মিছিলে উপস্থিত জুনিয়র চিকিৎসক দেবাশীষ হালদার উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আরও বলেন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সংবাদমাধ্যমে তিনি জনিয়েদেন, “গত 3 মাস পর মানুষ আস্থা হারাচ্ছে, কি পেলাম, কি পেলাম না ?”
সুপ্রিম কোর্টের নতুন শুনানি ! 26,000 চাকরি বাতিলের প্রশ্নে নতুন আপডেট !