Burj Khalifa Viral Video :- বুর্জ খলিফার শীর্ষে ‘মিস্টার বিস্ট’ এর করা ভাইরাল ভিডিও! ভিডিও স্যুট নেটিজেনদেরব্যাপক নজর কাড়ছে!

Burj Khalifa Viral Video

Burj Khalifa Viral Video :- বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য নেটিজেনদের নজর কাড়তে যুবকরা নানান ধরনের বিপদের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত নিয়ে থাকেন । এরই মাঝে দুবাইয়ের সর্বোচ্চ উঁচু ইমারাতে উঠে এক অনুরাগী তার নিজের অভিজ্ঞতা ভাগ করে দিলেন সোশ্যাল মিডিয়ায় ।

সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওটি ঘটেছে দুবাইয়ের এক উঁচু ইমারতে । যার নাম ‘Burj Khalifa’ । বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত । যেটির ওপরে দুবাইয়ের পরিচিত ‘মিস্টার বিস্ট’ নামের এক খ্যাতিনামা ইউটিউবার একটি ভিডিও করেন । এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে ।

ভাইরাল ভিডিওটির মাধ্যমে জানা গিয়েছে, অনুরাগী যেই চূড়ায় দাঁড়িয়েছিলেন, সেটি বুর্জ খালিফার ভূমি থেকে টাওয়ারের মোট উচ্চতা 828 মিটার পর্যন্ত । তিনি বলেন বুর্জ খলিফার চূড়ায় থেকে গোটা দুবাইকে ছোট্ট একটা পাখির মতো দেখা যাচ্ছে । যদিও সেই চূড়ায় উঠে তিনি নিচের দিকে তাকাননি । পাশাপাশি তিনি তার নিজের অভিজ্ঞতা দিয়ে এও বলেছিলেন যে ‘সত্যি দৃশ্যটা খুবই ভয়ঙ্কর’।

ভারত এই সর্বপ্রথম অস্ট্রিয়ার সাথে ভবিষ্যৎকালের জন্য বন্ধুত্ব তৈরি করছে ! চ্যান্সেলের সাথে সাক্ষাৎ নরেন্দ্র মোদি !

দুবাইয়ের খ্যাতিনামা ইউটিউবার ‘মিস্টার বিস্ট’ তার সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে ‘Drama Alart’ নামের চ্যানেলটিতে ভিডিওটি শেয়ার করেছিলেন । এরপর 3 নভেম্বর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর প্রায় 15 লক্ষ মানুষ দেখেছেন । উক্ত ভিডিওর পরিপ্রেক্ষিতে কয়েকজন সমাজমাধ্যমের ব্যবহারকারীর বলেছেন এটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো হয়েছে ।

দীর্ঘদিন ধরে ইউটিউবে তার চ্যানেলটি T-Series এর পর দ্বিতীয়তম স্থানে ছিল কিন্তু বর্তমানে তার ভাইরাল হওয়া ভিডিও নেটিজেনদের কাছে এত পরিমানে ভাইরাল হতে চলেছে যে পূর্বের তুলনায় আমেরিকান ইউটিউবার জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসনের চ্যানেলটি দ্রুত গতিতে 32M অর্থাৎ 32 কোটি 60 লোক গ্রাহকসংখ্যার নিয়ে ভারতের T-Series চ্যানেলকে পিছনে ফেলে দিয়ে শীর্ষতা লাভ করে

‘দয়া করে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখুন !’ আদানির কাছে সময় ভিক্ষা ইউনুস সরকারের !

Please enable JavaScript in your browser to complete this form.
Name
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top