Train Accident (মধ্য প্রদেশ) :- বিগত কয়েক মাস ধরে দেশে একের পর এক ট্রেন দুর্ঘটনা হয়েই চলেছে এরইমাঝে গত রবিবার আরও এক ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া যায় । লাইনচ্যুত হয়ে ট্রেনের একাধিক কামরা ছিটকে পড়ে যায় । দুর্ঘটনায় সংলগ্ন রুটের যাতায়াতকারী যাত্রীদেরকে বিরাট ভোগান্তির শিকার হতে হয় ।
ট্রেন দুর্ঘটনাটি ঘটে গত রবিবার সকাল বেলা মধ্যপ্রদেশের সাহদল স্টেশন সংলগ্ন এলাকায় । তবে এবারে কোনো যাত্রীবাহী ট্রেন নয়, মালবাহী ট্রেনটির একাধিক কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায় । ফলে সংলগ্ন রুটে যাতায়াতকারী যাত্রীদের যাতায়াতে বিরাট ভোগান্তির শিকার হতে হচ্ছে ।
সেই মালবাহী ট্রেনটি গত রবিবার মধ্যপ্রদেশের শাহদল রেল ইয়ার্ড স্টেশন থেকে ছাড়ার সময় ভুলবশত কোন কারনে লাইনচ্যুত হয়ে বিঘ্নিত হয় ট্রেনের একাধিক কামরা । যদিও দুর্ঘটনার জেরে সেরকম কোনো হতাহতের খবর পাওয়া যায়নি । তবে ট্রেনের একাধিক কামরাগুলি আংশিকভাবে ধ্বংসগ্রস্থ হয় । ফলে দক্ষিণ-পূর্ব রেলওয়ে এলাকায় যাতায়াতে সমস্যা দেখা দেয় ।
ট্রেনে আপনার সিট দখল করে অন্য যাত্রী বসে থাকলে, TTE -কে জানাতে নিম্নলিখিত SMS গুলি করুন !
রেলইয়ার্ডের থেকে মেন লাইনে যাতায়াতকারী মালবাহী ট্রেনটির একাধিক কামরা শুধুমাত্র লাইনচ্যুত হয়ে যায়নি, ট্রেনের একাধিক কামরা ভেঙে চুরমার হয়ে যায় । ফলে সেই রুটে যাতায়াতকারী বিলাসপুর কিংবা অন্যান্য স্টেশন থেকে আসা বেশ কয়েকটি ট্রেন আটকে যায় ।
এছাড়াও কার্যক্রম স্বাভাবিক হওয়ার অপেক্ষায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে নর্মদা এক্সপ্রেস । এরপরই রেল সরকারের অধীনে দ্রুত কার্যক্রমের ফলে সেই রুটে ক্ষতিগ্রস্ত মালবাহী ট্রেনটিকে সরিয়ে ট্রেনের চলাচল ব্যবস্থাকে স্বাভাবিক পথে আনা হয়।
বর্ধমানে কালীপুজোয় ভয়ঙ্কর দুর্ঘটনা ! পরপর দুটো ট্রেনের সংঘর্ষে ঝাঁপ যাত্রীদের !