Indian Nuclear Navy :- বিগত শতাব্দীর তুলনায় বর্তমানে ভারত আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে শক্তিশালী হয়ে উঠেছে । বর্তমান পরিস্থিতিতে এমন কোন ক্ষেপণাস্ত্র ও যন্ত্রাংশ হয়তো নেই, যা ভারতের কাছে নেই । ভারতের যে সমস্ত ক্ষেপণাস্তগুলি রয়েছে, যার জন্যে অন্যান্য শত্রুর দেশগুলিরও আক্রমণ করতে দশবার ভাবতে হচ্ছে । এরই মাঝে নৌ বাহিনীকে শক্তিশালী করার জন্য আরও জোর দিয়েছেন । যেখানে ভারত সরকার 50-100 নয় 300 টি পারমাণবিক সাবমেরিন প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছেন । যাই দেখে পাকিস্তানসহ অন্যান্য শত্রুতার দেশগুলিও ভয় কাপছে ।
এরই মাঝে এই দিন ভারতীয় নৌ-বাহিনী সমুদ্রের চতুর্থ পারমানবিক শক্তিশালী সাবমেরিন লঞ্চ করেছে । ভারতের লঞ্চ করা এই ক্ষেপণাস্ত্রটি SSBN ( Sub-Surface Ballistic Nuclear ) দেখে রীতিমতো চিন্তার কালো ছায়া পড়ে গেছে পাকিস্তানের ওপর । এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীরাও এই মিসাইলটিকে বর্তমান ভারতের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলে অভিহিত করেছেন ।
Indian Nuclear Navy উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রস্তুত করার ভিত্তিতে অস্ট্রেলিয়ার National University Strategic and Defence Academy লেকচারার ডঃ মনসুর আহমেদ বলেন, ভারত নিজেদের SSBN নৌবাহিনীকে সুনির্দিষ্টভাবে শক্তিশালী করে তোলার জন্য আগামী 2035 সালের মধ্যে প্রায় 300 টি পারমাণবিক WAR হেডার ক্ষেপণাস্ত্র তৈরি থাকবে ।
যুদ্ধক্ষেত্রে ‘লাল ফৌজদের’ জব্দ করতে প্রস্তুত ভারতের 4 Code পারমাণবিক সাবমেরিন !
তবে বর্তমানে ভারত দুটি শক্তিশালী পারমাণবিক ব্যালিস্টিক সাবমেরিন নিজেদের ক্ষেপণাস্ত্রের নৌবাহিনীতে নিয়োগ করেছে । পাশাপাশি আগামী বছরগুলিতেও আরো উন্নত মানের দুটি SSBN নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছেন । যাই দেখে পাকিস্তানসহ অন্যান্য শত্রুতার দেশগুলিও ভয় কাপছে ।
যাওয়া যাচ্ছে ভারত আগামী প্রজন্মে সমুদ্রসৈকতের নৌবাহিনীতে S5 ক্লাসের জন্য আরো তিনটি SSBN পারমাণবিক মিসাইল অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছেন । এর ফলে ভারতের পারমাণবিক শক্তি যে কত পরিমান দ্বিগুণ হয়ে যাবে, তা ভাবারও বাইরে । ভারতের এই সমস্ত ক্ষেপণাস্ত্র প্রস্তুত করার পরিকল্পনা গ্রহণ করায় পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছে ।
পশ্চিমী নিষেধাজ্ঞার মুখে নতুন উড়ান ! ভারতের সাহায্যে রাশিয়ায় এয়ার ইন্ডিয়া !
শিয়ালদহ স্টেশনের স্থানীয় রেল যাত্রীবাহীদের জন্য নতুন পরিষেবা চালু করা হয়েছে