Mithun Chakraborty :- ভারতীয় বাংলা সিনেমা মিঠুন চক্রবর্তীর ভূমিকা এক দারুন জায়গা নিয়েছে । বাংলার অন্যতম প্রবাদপ্রতিম অভিনেতা হিসেবে তিনি আখ্যায়িত হন । কিন্তু তার গায়ের রং কালো বলে তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নানান ধরনের অপমানের সম্মুখীন হতে হয়েছিল । এরপর তিনি ডান্সের প্রতিভার মধ্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ‘ডিস্কো ড্যান্সার’ হিসেবে খ্যাতিনামা অর্জন করেন । এই ডিস্কো ড্যান্সারের পেছনে রহস্য কি ? আসুন জেনে নেওয়া যাক ।
Mithun Chakraborty.
সর্বপ্রথম মিঠুন চক্রবর্তী যখন বাংলা সিনেমায় অভিনয় করার জন্য অংশগ্রহণ করেছিলেন তখন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরাই তাকে বলেছিলেন,“ফিল্ম ইন্ডাস্ট্রি মে কালা রং নেহি চলেগা ।” যার জন্য তাকে বেশ কয়েকবার অপমান হতে হয়েছিল । কিন্তু এতেই তিনি থেমে থাকেননি । তার প্রতিজ্ঞা আরও দৃঠ হয়ে দাঁড়ায় । তবে তার চেহারার জন্য তিনি ভগবানের কাছে অভিযোগ করলেও পরবর্তীতে তিনি নাচের প্রতিভার ওপর কঠোর সিদ্ধান্ত নেন । তিনি এও বলেছিলেন যে, “আমি ভগবানের কাছে চেয়েছিলাম যে লোকেরা আমার চেহারা নয় পায়ের দিকে তাকাবে ।”
বিষ্ণোই গ্যাংয়ের পুলিশসূত্রে ধৃত 7 জন আসামী ! রাজস্থানের বড় অভিযানের পথে গ্রেপ্তার !
ইতিমধ্যেই তার গ্রেট প্রতিজ্ঞা সফল হয় । তার নাচের প্রতিভা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে ‘ডিস্কো ড্যান্সার’ হিসেবে খ্যাতিনামা করতে বাধ্য করে । Mithun Chakraborty নাচের দক্ষতা এবং তার অভিনয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক দারুন জায়গায় পৌঁছে দিয়েছে । তার দক্ষতার ভিত্তিতে তিনি নানান পুরস্কার পেয়েছিলেন । এরই মাঝে গত 8 অক্টোবর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারের সম্মানিত হন । 74 বছর বয়সী মিঠুন চক্রবর্তী সেই পুরস্কার গ্রহণ করার পর তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন ।
তবে Mithun Chakraborty নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যমন্ডিত অভিনেতা হিসেবে রাষ্ট্রপতির তরফে পুরস্কার গ্রহণ করার পর তার মধ্যে এক অহংকার তৈরি হয়ে যায়, যার জন্য তাকে ভুল পথে হাঁটতে হয়েছিল । তার আচরণে তিনি বুঝতে পেরেছিলেন যে, তিনি পুরোপুরি আল পাচিনোর মত আচরণে আসক্ত হয়ে গিয়েছিলেন । তাই তিনি যদি এমন মনোভাব নিয়ে আচরণ করে থাকেন তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয় । এরপরই তিনি নিজেকে পরিবর্তন করার জন্য কঠোর পরিশ্রম করতে থাকেন এবং নিজেকে প্রমাণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যান ।
তার সাফল্যের অপর ভিত্তি করে দেশের তরুণদের জন্য কিছু বক্তব্য প্রকাশ করে তিনি বলেছিলেন , “আমি যদি এটা করতে পারি, তাহলে যে কেউ এটি করতে পারবে ।” নিজের স্বপ্ন পূরণের জন্য তরুণদেকে তিনি প্রতিনিয়ত স্বপ্ন দেখার পরামর্শ দিয়েছেন । তিনি এও বলেছিলেন, “তুমি ঘুমোও কিন্তু তোমার স্বপ্নকে ঘুমোতে দিও না ।”
Big Boss এর 18 তম সিজনে রজত দালালকে নিয়ে মিডিয়ায় বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে !