Gold Price Today :- আপনি কি ‘ধনতেরসে’ সোনা কিনতে ইচ্ছুক ?… তাহলে জেনে নিন প্রতি ক্যারেট হলুদ সোনার দাম কত ?

Gold Price Today

Gold Price Today :- বিগত দিনগুলিতে ভারতীয় বাজারে সোনার দাম ক্রমশ বৃদ্ধি পেয়েছিল । তবে বর্তমানে দীপাবলির মরশুমে অর্থাৎ ধনতেরসের আগে সোনার দাম অল্প হলেও হ্রাস পেয়েছে । হলুদ ধাতুর দাম কমায় ক্রেতা ও বিক্রেতা সহ সাধারণ মানুষের মুখে হাসি ফুটে উঠেছে । তাই আপনিও যদি সোনা কিনতে ইচ্ছুক তাহলে এখনি জেনে নিন ভারতীয় বাজারে প্রতি ক্যারেট সোনার দাম কত ?

দীপাবলীর মরশুমে আজ 29 অক্টোবর, মঙ্গলবার ‘ধনতেরস’ উৎসব পালন করার দিন । মূলত এই ধনতেরস শব্দের অর্থ , ‘ধন’ শব্দের অর্থ হলো সম্পত্তি এবং ‘তেরস’ শব্দের অর্থ ত্রয়োদশ তিথিতে পালিত উৎসব । আজ সকাল 10 টা 31 মিনিট সময় থেকে আগামীকাল বুধবার সকাল 6 টা 32 মিনিট পর্যন্ত ধনতেরাসের তিথি থাকবে । তাই এই শুভ সময়কালীন তিথিতে সোনা ক্রয় করা এক বিশেষ সৌভাগ্যের প্রতীক হিসেবে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে । শাস্ত্রে এও বলা হয়েছে, ‘ধনতেরস’ তিথিতে সোনা কিনলে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ।

*ধনতেরসের আগে সোনার দাম কত ছিল ?

বিগত দিন গুলিতে ভারতীয় বাজারের সোনার দাম ক্রমশ বেড়েই চলেছিল । গত সপ্তাহের 21 অক্টোবর, সোমবার পর্যন্ত সোনার দাম সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছিল । যেখানে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট হলুদ ধাতুর দাম 81,061 টাকা করে খুচরো বিক্রি হচ্ছিল । 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 77,088 টাকা করে বিক্রি হচ্ছিল ।

দীপাবলীর মরশুমে আজও অধ্যুষিত বুড়িমার চকলেট বোম ! কে এই বুড়িমা ? খ্যাতিনামার পেছনের রহস্য কী জানেন ?

এরই মাঝে ধনতেরাসের তিথি অনুযায়ী গত বৃহস্পতিবারের পর শুক্রবার 25 অক্টোবর থেকে সোনার দামে কিছুটা হ্রাস পেয়েছে । যার ফলে ‘ধনতেরস’ তিথিতে সোনা ক্রয় করার সুযোগ পেয়ে ক্রেতা ও বিক্রেতা সহ সাধারণ মানুষের মুখে হাসি ফুটে উঠেছে । সোনার বাজারের এইরূপ দামের ভিত্তিতে একজন ব্যবসায়ী আশা প্রকাশ করে বলেন, “ধনতেরসের বাজারে ক্রেতা ও বিক্রেতারা হতাশাবোধ করবে না ।”

*ধনতেরস তিথিতে প্রতি ক্যারেট সোনার দাম কত তা জেনে নিন ?

দীপাবলির মরশুমের আজ ২৯ অক্টোবর ধনতেরস তিথিতে ভারতীয় বাজারে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 79,000 টাকা এবং হলমার্ক যুক্ত প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 75,000 টাকা করা হয়েছে । তবে শুধুমাত্র সোনাই নয় রূপোর দামেও কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে । পুজোর আগে প্রতি কেজি রুপোর দাম লাক্ষাদ্বিক পার হয়ে গিয়েছিল । যেখানে বর্তমানে ভারতীয় বাজারে 99,000 টাকা ধরে খুচরো বিক্রি হচ্ছে ।

বিশ্ববাজারে সোনার দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ! প্রশ্ন, ধনতেরসের আগে সোনার দাম কমবে কী ?

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top