Indian Nuclear submarine :- যুদ্ধক্ষেত্রে ‘লাল ফৌজদের’ জব্দ করতে প্রস্তুত ভারতের 4 Code পারমাণবিক সাবমেরিন !

Indian Fighter Submerin

Indian Nuclear submarine :- ইতিমধ্যেই ভারত প্রতিরক্ষা মন্ত্রী নিজের দেশের সুরক্ষার্থে ন্যূনতম পারমাণবিক সাবমেরিন লঞ্চ করেছে । এই 4 Code যুক্ত পারমাণবিক সাবমেরিন চলতি বছরেই গত মাসের 16 আগস্ট ভারতের সমুদ্রপথে নামানো হয় ।

ভারতের সঙ্গে আক্রমণের জন্য ইতিমধ্যেই ভারতের দক্ষিণ প্রান্তের বঙ্গোপসাগরে চীনের আগ্রাসন খুবই জোরদার ভাবে তৈরি হচ্ছে । এই পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষে চীনের লড়াইয়ের কিছুটা কমতি দেখা যায় । এরই মাঝে ভারত চীনের লাল শত্রুদেরকে জব্দ করতে নিঃশব্দে চলাচলকারী 4 কোড যুক্ত Nuclear submarine প্রস্তুত করা হয় । ডুবোজাহাজের নির্মাণ কাজ সফল হওয়ার পর গত মাসের 16 আগস্ট ‘বিশাখাপত্তনম শিপ বিল্ডিং’ থেকে 4 কোডযুক্ত পারমাণবিক সাবমেরিন ভারতীয় সমুদ্রপথে নামানো হয় ।

দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে , গত 16 আগস্ট বিশাখাপত্তনম শিব বিল্ডিংয়ে 4 কোডের পারমাণবিক সাবমেরিনটি নামানো হয়েছে । তবে সরকারি ক্ষেত্রে ডুবোজাহাসটির কোন নাম দেওয়া হয়নি , S4 বলেই উচ্চারিত হচ্ছে । পাশাপাশি 16 আগস্টের পরেও 29 আগস্ট দ্বিতীয় পারমানবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করা হয়েছিল । দ্বিতীয় পারমাণবিক ডুবোজাহাজটির নাম দেওয়া হয়েছে INS অরিহন্ত । এছাড়াও যোদ্ধা ক্ষেত্রে নৌবাহিনীতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আগামী বছরেও তৃতীয় সাবমেরিনের লঞ্চ করার ঘোষণা প্রকাশ করেন । সরকারি ক্ষেত্রে যেটির নাম INS আরিঘাট দেওয়া হয়েছে ।

ফের হুমকি খালিস্তানি নেতা পান্নুন ! যাত্রীদেরকে 1-19 নভেম্বরের মধ্যে এয়ার ইন্ডিয়া বিমানে উঠতে বাঁধা !

16 আগস্টের আগের দিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সিদ্ধান্তে তেলেঙ্গানায় একটি ‘নেভাল স্টেশন’ চালু করা হয় । স্টেশনের এক বক্তৃতায় তিনি বলেন, 3500 কিলোমিটার দূরত্ব হামলাকারী 4 কোড যুক্ত পারমাণবিক সাবমেরিনে ( Make In India ) 75 শতাংশ যুদ্ধ ক্ষেত্রে প্রস্তুত সরঞ্জাম ও দেশীয় প্রযুক্তি ব্যবহার করা যাবে । এমনকি K4 পরমাণু মিসাইলও নেওয়া যাবে ।

ভারতকে পরাস্ত করতে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ দক্ষিণ চীন সাগর ও ভারতের প্রশান্ত মহাসাগরের অঞ্চলগুলিতে লাল সেনাবাহিনীরা তাদের আগ্রাসন খুবই জোরদার ভাবে এগিয়ে যাচ্ছে । এই পরিস্থিতিতে পাল্টা জবাব দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ আলোচনার পর চলতি বছরের 16 আগস্ট এই 4Code এর পারমাণবিক সাবমেরিন তৈরি প্রকল্পের সবুজ সংকেত দিয়েছে । 

ভারতের সব স্টেশনের নাম বোর্ডের ওপর হলুদ,কালো রং দিয়ে লেখা হয় কেন ? এই নিয়মের কারণ কি জেনে নিন ?

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top