G-Mail Account Hacked :- পূর্বের মতো চলতি সময়েও ইউজারদের G-Mail Account গুলিকে হ্যাক করার পেছনে নানান ধরনের সাইবার অপরাধীর বেয়াইনিমূলক কার্যক্রম ধরা পড়েছে । তাই google সাধারণ মানুষদের জিমেইল অ্যাকাউন্টগুলিকে সতর্ক রাখতে মোবাইলে আসা ‘জিমেইল অ্যাকাউন্ট রিকভারি’ নামক ভুল তথ্যের ওপর বিশেষ বিরোধীতা করার নির্দেশ দিয়েছেন । ইতিমধ্যেই এর প্রতারণার শিকার হয়েছেন দেশের বেশ কিছু সংখ্যক জনসাধারণরা ।
মোবাইল ইউজারদের জিমেইল একাউন্টে আসা নানান ধরনের স্প্যাম কলস, ভাইরাস অ্যাটাক ও হ্যাকিং সম্পর্কিত তথ্য গুলির বিরুদ্ধে জিমেইল অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে এখন আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে । ইউজারদের জিমেইল অ্যাকাউন্টে তার নিজস্ব নানা ধরনের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে । কাজেই সেই অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় , তাহলে ব্যক্তির নিজস্ব সমস্ত ব্যক্তিগত তথ্য বেআইনি মূলক সাইবার অপরাধীদের কাছে চলে যাবে । বর্তমান সময়ে জিমেইল অ্যাকাউন্টের হ্যাকিং এর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । তাই Google মোবাইল ইউজারদের জিমেইল অ্যাকাউন্টগুলিকে সতর্কিত রাখতে নানান ধরনের নিষেধাজ্ঞা জারি করেছেন ।
*সাইবার অপরাধীরা কিভাবে জিমেইল অ্যাকাউন্টগুলিকে হ্যাক করছে ?
সর্বপ্রথম ইউজারদের মোবাইলে এক ধরনের ফোন কল অথবা নোটিফিকেশন আসে । যে নোটিফিকেশনে ইউজারদেরকে বলা হয় জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে । এমনকি ইতিমধ্যেই সেই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে এই লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে । বলা হচ্ছে, গ্রাহক যদি সেই লিঙ্কে ক্লিক না করেন তাহলে আগামী 40 মিনিটের মধ্যে সম্প্রতি গুগল থেকে এক ধরনের কল আসবে এবং সেই ফলে গ্রাহকদের সরাসরি ভাবে বুঝিয়ে দেওয়া হবে যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে । যার জন্য আপনার জিমেইল অ্যাকাউন্টে নানান ধরনের সতর্কমূলক কাজ চালু হয়েছে ।
পাশাপাশি সাইবার অপরাধীরা নিজেদেরকে , Google staff হিসেবেও পরিচয় দিয়েছেন । গ্রাহকদেরকে রীতিমতো কনভেন্স করে তাদেরকে সেই ফাঁদে পা ফেলবার জন্য উন্মুক্ত করছে । ব্যক্তির ফোনে Gmail Account Recovery সংক্রান্ত নোটিফিকেশন ও কলের মাধ্যমে আসা এক ধরনের লিংকে ক্লিক করার জন্য বলা হয় । ব্যাক্তিরা সেই লিংকে ক্লিক করতেই সাইবার অপরাধীদের কাছে সেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় । গুগল জানিয়েছে, বর্তমানে দেশের বহু সংখ্যক মানুষ সাইবার অপরাধীদের এই ফাঁদে পা দিয়ে তাদের জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ।
* G-Mail Account সতর্ক রাখতে google এর তরফে ইউজারদের সতর্কবার্তা :-
1. এই ধরনের প্রতারকের হাত থেকে বাঁচতে মোবাইলে কোন ধরনের ফোন কল অথবা নোটিফিকেশনে আসা লিংকে ক্লিক করবেন না। প্রতিনিয়ত সেই লিংকে ক্লিক করার জন্য অনুরোধ করলেও করবেন না ।
2. মোবাইলে আসা কোনরকম ফোন কলে যদি জিমেইল অ্যাকাউন্ট হ্যাকিংএর বিষয়ে নিজেদের গুগল কর্মী বলে জানায়, তাহলেও আপনারা তাদের কথায় বিশ্বাস করবেন না । কারণ google কখনোই সরাসরি ইউজারদের কাছে ফোন করে না । গুগল একমাত্র বিজনেস সার্ভিসের সঙ্গে সংযুক্ত রয়েছে ।
3. হ্যাকারদের কাছ থেকে বাঁচতে প্রয়োজনে সিকিউরিটি সেটিংস এর মাধ্যমে পাসওয়ার্ডের অদল বদলও করতে হতে পারে ।
4. মোবাইলে আসা গুগলের এর তরফ থেকে কোন সতর্কবার্তা যাচাই করার জন্য আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে বার্তাটি কি সত্যিই গুগলের অফিসিয়াল সাইট থেকে এসেছে কিনা ?
5. এরূপ ধরনের কোনরকম সতর্কবার্তা ইউজারদেরকে পাঠালে গুগল একমাত্র তার নিজস্ব ডোমেইনের মাধ্যমে ইমেইল পাঠান । তাই আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় , তাহলে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন ।
6. এছাড়াও সাইবার প্রতারকের কাছ থেকে সতর্ক রাখতে অন্যান্য পদক্ষেপ রয়েছে । যার মাধ্যমে ব্যক্তির জিমেইলে দেওয়া পাসওয়ার্ডের মাধ্যমে আসা মোবাইলে কোড নম্বর পাঠানো হয় । যার সাহায্যে সরাসরি একাউন্টে ঢোকা যায় । তাই হ্যাকাররা সেই অ্যাকাউন্ট হ্যাক করে নিলেও কোড এর দরুন অ্যাকাউন্টটি নিরাপদ থাকে ।
Android এ দ্রুতগামী স্পীডের সাথে ব্রাউজার কোম্পানি নিয়ে এল AI উপলব্ধ Arc Search aap !