7th Pay Commission, “সরকারি কর্মীদের বেতন জমা নিয়ে চরম বিপত্তি।” মুখ্যমন্ত্রীর DA সুখবর কি রাজনৈতিক প্রচারণা?

7th pay commission

7th Pay Commission:- খোদ মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টেও বেতন জমা হয়নি । এছাড়া, বিধায়ক এবং মন্ত্রীরাও সময়মতো তাদের বেতন পাননি । শুধু তাই নয়, রাজ্যের প্রায় 3 লাখ আঞ্চলিক কর্মী, 5 লক্ষ শিক্ষক এবং ৫০ হাজার চুক্তিভিত্তিক কর্মী ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন এখনও পাননি । এই পরিস্থিতিতে অনেকেই আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানা গিয়েছে ।

বিহার রাজ্যের সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন না বলে ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে দাবি করা হয়েছে । জানা গিয়েছে, 2025 সালের শুরুতেই বিহার সরকার ‘কমপ্রিহেনসিভ ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম 2.0’ চালু করেছিল । তবে এই সফটওয়্যার সিস্টেমে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার ফলে প্রায় 8 লক্ষ কর্মীর বেতন আটকে গেছে । এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টেও বেতন জমা হয়নি । 

এছাড়াও বিধায়ক এবং মন্ত্রীরাও সময়মতো বেতন পাননি । পাশাপাশি, 3 লক্ষ আঞ্চলিক কর্মী, 5 লক্ষ শিক্ষক এবং 50 হাজার চুক্তিভিত্তিক কর্মী ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন থেকে বঞ্চিত হয়ে আছেন । এই পরিস্থিতিতে প্রযুক্তিগত সমস্যার কারণে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন:- “লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় পরিবর্তন, ভাতা এখন 500 নয় 2100, কবে কার্যকর হবে জানুন ?”

আরও পড়ুন:- ঠেলায় পড়ে চম্পট ইউনূস! বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে কী বললেন হাসিনা সরকার?

সরকারি কর্মীদের বেতন প্রদানের জন্য ভারত সরকারকে প্রতি মাসে প্রায় 6,000 কোটি টাকা খরচ করতে হয় । তবে, কিছু ত্রুটির কারণে গত 2 মাস ধরে লক্ষেরও বেশি সরকারি কর্মীর বেতন আটকে রয়েছে । এই পরিস্থিতিতে গত 27 ডিসেম্বর এক আলোচনা সভায় সরকার জানিয়েছিল যে, কয়েক দিনের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে । কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও এখনও সেই সমস্যার কোনো সমাধান হয়নি । যার জন্য কর্মীদের মধ্যে অসন্তোষ ও দুর্ভাবনা বাড়ছে ।

গত নভেম্বর মাসে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সম্প্রতি রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর শেয়ার করেছেন । তিনি জানিয়েছেন, 2024 সালের জুলাই মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহাঋণ ভাতা (DA) 3 শতাংশ হারে বাড়ানো হবে । তার এই সিদ্ধান্তের ফলে 7th Pay Commission এর আওতায় কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ 53 শতাংশে পৌঁছাবে ।

আরও পড়ুন:- সাইবার হুমকির ঝুঁকিতে 400 প্রতিরক্ষা ড্রোন ক্রয়ের 3 চুক্তি বাতিল।

তবে এর আগেও, প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু সরকারি কর্মচারীর বেতন আটকে যাওয়ার ঘটনাও ঘটেছে । তাই নীতিশ কুমারের এই ঘোষণা রাজ্যের কর্মচারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*