Suvendu Adhikari :- শত ক্ষমতা থাকলেও ইতিহাস বদলে দিতে পারবেন না মমতা , ‘পশ্চিমবঙ্গ দিবস’ এ শুভেন্দু হুঁশিয়ারি করে দিলেন …

 Suvendu Adhikari ( পশ্চিমবঙ্গ দিবস ) :- যেকোনো ব্যক্তি তার ইচ্ছা বা প্রশাসনিক ক্ষমতার ভিত্তিতে অনেক কিছুই করতে পারে কিংবা বদলাতেও পারে । যেমনকি জগনমোহন রেড্ডির ৫০০ কোটি টাকার বাংলো বেড়িয়েছে ঠিক সেরকম আরোও ১০০ এরও বেশি বাংলো পশ্চিমবঙ্গে রয়েছে । তবে ১৯৪৭ সালের ২০ জুন ইতিহাসে যা ঘটেছিল তা বদলানো যাবে না ।

১.৫. এদিন বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেড রোডে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন করে তৃণমূল সরকারকে দলহীন বলে আখ্যায়িত করেন । পাশাপাশি কয়েকজন বিজেপি বিধায়ক ও দলের সদস্যদের নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন , সংখ্যালঘু ও প্রশাসনিক ক্ষমতার জেরে অনেকেই অনেক কিছু করতে পারেন ।

২.৫. শুভেন্দু অধিকারী আরোও বলেন , গত বছর সাংবিধানিক রাষ্ট্রপতি মহোদয়া এই ২০ জুনকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করেছিলেন । তাই এই দিনের ইতিহাস যে কোন ক্ষমতার জেরেই হোক না কেন তা , কোনদিনও বদলে দিতে পারবে না । তবে Dr. শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা হয়তো ভারতে থাকতে পারতাম না ।

* আরো পড়ুন :-বাংলাদেশ বাসিন্দাদের জন্য নূন্যতম ই মেডিকেল ভিসা চালু করছে ভারত সরকার …

৩.৫. ১৯৪৭ সালের ২০ জুন ইতিহাসটি দলিল প্রমাণিত । এমনকি বিভিন্ন রাজ্যের রাজ্যপালরাও এই পশ্চিমবঙ্গ দিবসকে মানতে সহমত দিয়েছেন । তাই কোন ব্যক্তি তার ইচ্ছা , সংখ্যা গরিষ্ঠতা অথবা প্রশাসনিক ক্ষমতার ভিত্তিতে অনেক কিছুই করতে পারেন । তাইতো জগনমোহন রেড্ডির ৫০০ কোটি টাকার বাংলো যেভাবে তদন্তের সাথে বেরিয়েছে । ঠিক সেই ভাবেই তদন্ত করলে হয়তো পশ্চিমবঙ্গে আরও ১০০ টিরও বেশি বাংলোর খবর পাওয়া যাবে । কিন্তু এই ইতিহাস কোনদিনও বদলাতে পারবে না ।

* পড়তে থাকুন :- সভা চলাকালীন হঠাতে শাহজাহানের পকেট থেকে বের হল বন্দুক , এই নিয়ে বিরাট হইচই এলাকাবাসীর…

৪.৫. বক্তৃতায় শুভেন্দু বাবু বলেন , আমরা দলের কয়েকজন বিধায়ক ও রেলের অনুমতি নিয়েই এই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করছি । এই দেখে পশ্চিমবঙ্গ পুলিশ  আমাদেরকে বাইরে ব্যানার টাঙাতে বাঁধা দেয় । শুভেন্দু বাবু ধন্যবাদ জ্ঞাপন করেন ভারতের সকল জনসাধারণ এবং ৫৮ জন ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করা ব্যক্তিদেরকেও । পাশাপাশি প্রসঙ্গের সাথে বলে ওঠেন ভারতের মতো মহান দেশে আমরা নিজ বাকস্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে মাথা উঁচু করে বেঁচে আছি ।

৫.৫. এদিন ২০ জুন বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের পাশাপাশি কলকাতা সহ দেশের বিভিন্ন রাজভবন গুলিতেও সে দিবস পালন করা হয় । Dr. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই স্বাধীনতার কিছুদিন আগে বিধানসভায় পশ্চিমবঙ্গ গঠন ও ভারতভুক্তির প্রস্তাবটি বাস্তবায়িত করা হয় । এতে জ্যোতি বসু , রতনলাল ব্রাহ্মণের মত বিভিন্ন বামপন্থী নেতা সমেত সমর্থন জানিয়েছিলেন । শুভেন্দু বাবু এদের প্রতিও বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “Suvendu Adhikari :- শত ক্ষমতা থাকলেও ইতিহাস বদলে দিতে পারবেন না মমতা , ‘পশ্চিমবঙ্গ দিবস’ এ শুভেন্দু হুঁশিয়ারি করে দিলেন …”

  1. Pingback: Mahua Moitro FIR News :- NCW প্রধানকে অপমানজনক দাবি করার বিরুদ্ধে দিল্লী পুলিশ TMC সংসদ মহুয়া মৈত্রার বিরুদ্ধে FIR দ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top